মনে করুন, আপনার ফোনে কোন প্রকার টাকা নেই কিন্তু ইন্টারনেট রয়েছে। এখন গুরুত্বপূর্ণ ভাবে আপনার কাছের কাউকে ফোন দিতে হবে বা তার সাথে যোগাযোগ করতে হবে। আপনার কাছে যেহেতু ইন্টারনেট রয়েছে তাই আপনি চাইলেই ইন্টারনেটের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবেন। তবে সমস্যটা তখনই হলো যখন আপনি তাকে ইন্টারনেটের মাধ্যমে কোন ম্যাসেজ বা ফোন দিতেন গেলেন। তখন দেখলেন সে অনলাইনে নেই তখন কি করবেন? জানি এখন আপনি চিন্তায় পড়ে গেছেন। কিন্তু চিন্তা করার কোন দরকার নেই কারণ আপনার কাছে যেহেতু ইন্টারনেট আছে তাই আপনি চাইলে তাকে ইন্টারনেটের মাধ্যমে এসএমএস পাঠাতে পারেন। তাও আবার কোন প্রকার টাকা ছাড়াই। আজকের টিউনে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করবো। তাই মনোযোগ সহকারে টিউনটি শেষ পর্যন্ত পড়ুন।
ফ্রিতে এসএমএস পাঠানোর জন্য আমাদেরকে একটি ওয়েব সাইটের সাহায্য নিতে হবে। ওয়েব সাইটটিতে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন।
আপনাকে সরাসরি সাইন আপ করার জন্য সাইন আপ পেজে নিয়ে যাবে। এই ওয়েব সাইটের একটি সুবিধা রয়েছে তা হলো আপনি চাইলে কোন প্রকার একাউন্ট না খুলে এখান থেকে এসএমএস পাঠাতে পারবেন। তবে সেক্ষেত্রে শুধু মাত্র চারটি এসএমএস পাঠাতে পারবেন একটি আইপি এড্রেস থেকে। সেজন্য আমরা একটি একাউন্ট তৈরি করে নিবো। একাউন্ট তৈরি করার জন্য আপনার সামনে থাকা সাইন আপ ফর্মটি সম্পন্নভাবে পূরণ করতে হবে। প্রথমে আপনার একটি ইউজার নাম দিন। ইউজার নামটি অবশ্যই কোন প্রকার স্পেস ছাড়া হতে হবে। তারপর আপনাকে একটি এক্টিভ ইমেইল দিতে হবে। কারণ একাউন্ট তৈরি করার পর আমাদের দেওয়া ইমেইলে একটি ইমেইল যাবে। যার মাধ্যমে আমরা আমাদের একাউন্টকে ভেরিফিকেশন করতে পারবো।
এখানে আরো একটা বলে রাখি আমরা একটি একাউন্ট দিয়ে শুধুমাত্র দশটি এসএমএস পাঠাতে পারবো। তারপরে এসএমএস পাঠানোর জন্য আমাদের টাকা দিতে হবে বা নতুন একটা একাউন্ট খুলতে হবে। সেজন্য আমরা এখানে আমাদের অরিজিনাল কোন ইমেইল দেবো না। এখানে একটা ফেইক ইমেইল দিয়ে একাউন্ট দিয়ে একাউন্ট খুলবো। কিন্তু যদি আমরা ফেইক ইমেইল দি তাহলে একাউন্ট ভেরিফিকেশন করতে পারবো না। সেজন্য আমরা একটি ওয়েব সাইট থেকে টেম্পরারী ইমেইল নিবো। টেম্পরারী ইমেইল নেওয়ার জন্য এখানে ক্লিক করুন।
এখানে থাকা ইমেইল কপি করুন তারপর আবার আগের ওয়েব সাইটে ফিরে যান। এবং ইমেইল বক্সে ইমেইলটি দিন। এবার একটি শক্ত পাসওয়ার্ড দিন। পরের বার আবার একই পাসওয়ার্ড দিন। এবার একটু স্ক্রোল করে নিচের দিকে আসুন।
এখানে Free - 10. এই অপশনটি যদি সিলেক্ট অবস্থায় থাকে তাহলে তো ভালো কথা আর যদি না থাকে তাহলে এই অপশনটি সিলেক্ট করে দিন। তারপর ক্যাপচাটি পূরণ করে Register বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে নিচের মতো একটি ম্যাসেজ দেখতে পাবেন।
এখানে তারা আপনাকে আপনার ইমেইলটি ভেরিফিকেশন করতে বলতেছে। সেজন্য আপনি যে ওয়েব সাইট থেকে ইমেইলটি নিয়েছেন সেই ওয়েব সাইটে যান এবং একটু নিচে আসুন।
উপরের মতো একটি ইমেইল দেখতে পাবেন সেখানে ক্লিক করে ইমেইলটি অপেন করুন।
এখানে থাকা লিংকটিতে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনাকে তারা লগিন পেজে নিয়ে যাবে সেখান আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
লগিন করার পর আপনাকে যে পেজে নিয়ে যাবে সেখান থেকে একটু নিচে আসলে উপরের মতো একটি অপশন দেখতে পাবেন। যেখান থেকে আপনি আপনার এসএমএসটি পাঠাতে পারবেন। আপনি এখান থেকে মার্ক করা বক্স গুলো লক্ষ্য করুন। প্রথমে তারা আপনাকে যে দেশে এসএমএসটি পাঠাবেন সেই দেশটি সিলেক্ট করতে বলতেছে। তারপর আপনার নাম্বারটি দিতে বলতেছে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে নাম্বার দেওয়ার সময় জিরো ছাড়া দিবেন। পরের বক্সে আপনার ম্যাসেজটি লিখুন এবং Send বাটনে ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার এসএমএসটি সেন্ড হয়ে যাবে আপনার দেওয়া নাম্বারে।
প্রথমেই জেনে নিই বাল্ক এসএমএস কি? বাল্ক এসএমএস হচ্ছে মূলত এক সঙ্গে একই ম্যাসেজ অনেক জনকে পাঠাবো। এই বাল্ক এসএমএসও আপনি এই ওয়েব সাইটের মাধ্যমে পাঠাতে পারবেন। সেজন্য ম্যানুতে থাকা Send Bulk SMS অপশনে ক্লিক করুন। তাহলে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এবার একটু নিচে আসুন তাহলে উপরের মতো একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে বাল্ক এসএমএস পাঠানোর জন্য প্রথমে আপনাকে নাম্বার দিতে হবে। প্রথম বক্সে নাম্বার দিন অবশ্যই নাম্বার দেওয়ার সময় নাম্বারের আগে কান্ট্রি কোড দিতে হবে। অর্থাত বাংলাদেশ হলে +88 দিতে হবে। তারপর আরো নাম্বার দিতে চাইলে কমা দিয়ে আরেকটা নাম্বার দিন এভাবে যতগুলো দরকার সবগুলো দিন। তারপরের বক্সে আপনার এসএমএসটি লিখুন এবং Send বাটনে ক্লিক করুন। তাহলে আপনার পাঠানো এসএমএসটি আপনার দেওয়া সকল নাম্বারে চলে যাবে।
আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গতানুগতিক টপিক নিয়ে টিউন করায় এই টিউনটি ট্রাসটেড টিউন হিসেবে প্রসেস করা হলো না।