কিভাবে ফ্রিতে যেকোন নাম্বারে কল করা যায় কোন প্রকার টাকা ছাড়াই

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

বর্তমান হচ্ছে অনলাইনের যুগ। যার কারণে আমরা সবাই একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে কথা বলে থাকি। আমরা যেহেতু সহজেই কম খরচে ইন্টারনেটের যোগাযোগ করতে পারি তাই বেশিরভাগ মানুষই মোবাইলে টাকা রিচার্জ না করে ইন্টারনেট কিনে। কিন্ত কখনো যদি এমন সময় আসে যখন আপনার ইন্টারনেট রয়েছে কিন্ত মোবাইলে টাকা নেই, এবং আপনার একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ আপনার বন্ধকে বলতে হবে কিন্ত সে অনলাইনে নেই তখন আপনি কি করবেন? চিন্তার কোন কারণ নাই কেননা আমি প্রথমেই বলেছি বর্তমান হচ্ছে অনলাইনের যুগ। যার কারনে নিত্য নতুন তৈরি হচ্ছে মোবাইল অ্যাপ, তো আমি এমন একটি অ্যাপের কথা বলবো যার মাধ্যমে আপনি সহজেই যেকোন নাম্বারে ফোন দিতে পারবেন।

অ্যাপটির নাম হচ্ছে CallsUp। যার মাধ্যমে সহজেই যেকোন নাম্বারে ফোন দিতে পারবেন যদি আপনার মোবাইলে ইন্টারনেট থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

কিভাবে অ্যাপটি ইনস্টল এবং ব্যবহার করবেন?

অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইলে  থাকা প্লে স্টোরে চলে যান। তারপর সার্চ বারে টাইপ করুন callsup তাহলে নিচের মতো একটি অ্যাপ দেখতে পাবেন।

এখান থেকে অ্যাপটি ইনস্টল করার পর অপেন করবেন। তারপর অ্যাপটি অপেন হয়ে যাবে এবং নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

আমরা যেহেতু অ্যাপটি প্রথম ব্যবহার করতেছি তাই প্রথমেই আমাদেরকে একটি একাউন্ট খুলে নিতে হবে। তার জন্য Create an account বাটনে ক্লিক করুন।

আপনি দুটি পদ্ধতিতে এখানে একাউন্ট খুলতে পারবেন। প্রথমটি হচ্ছে ইমেইলের মাধ্যমে দ্বিতীয়টি হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে। আপনি ফোন নাম্বারের মাধ্যমে খুলতে চান তাহলে উপরে থাকা Phone number ট্যাবে ক্লিক করুন। তারপর আপনার সকল তথ্য দিন। আর যদি ইমেইল দিয়ে খুলতে চান তাহলে E-mail ট্যাবে ক্লিক করুন। তারপর প্রথমে আপনার ইমেইলটি দিন তারপর পাসওয়ার্ড দিন এবং আপনার নামের প্রথম অংশ আর শেষের অংশ দিয়ে Create an account বাটনে ক্লিক করুন।

আপনি নতুন একাউন্ট খোলার সাথে সাথেই বিশ ক্রেডিট পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনি যেকোন নাম্বারে দশ মিনিট কথা বলতে পারবেন। এই পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য Get it বাটনে ক্লিক করুন।

এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি যাকে ফোন দিবেন তার স্ক্রিনে আপনার দেওয়া মোবাইল নাম্বারটি দেখাবে। আর যদি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি যাকে ফোন দিবেন তার স্ক্রিনে তাদের দেওয়া একটি নাম্বার  দেখাবে। এর মাধ্যমে আপনি চাইলে আপনার বন্ধর সাথে মজাও করতে পারবেন। এখান থেকে আপনার যে অপশনটি ভালো লাগে সেটি সিলেক্ট করুন।

এই পেজে আপনি প্রথমেই দেখতে পাবেন Credits ট্যাবে check-in নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আপনি প্রতিদিন একটি করে ক্রেডিট পেয়ে যাবেন। যার মাধ্যমে কথা বলতে পারবেন। এখন ফোন দেওয়ার জন্য আপনি পেজটির নিচে থাকা অপশন গুলো থেকে তিনটার নাম্বার অপশনটিতে ক্লিক করুন।

এখান থেকে ডায়াল করার আইকনটিতে ক্লিক করুন।

তারপর united states অপশনটিতে ক্লিক করুন।

এখান থেকে আপনি যে দেশে ফোন করতে চান সেই দেশটি সিলেক্ট করে নিন।

তারপর এখানে আপনি যাকে ফোন দিতে চাচ্ছেন তার নাম্বারটি দিন শুন্য ছাড়া। এবার কল করার জন্য কল আইকনটিতে ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার দেওয়া কাঙ্গিত নাম্বারটিতে ফোন চলে গেছে এবং আপনি কথাও বলতে পারবেন কোন প্রকার টাকা ছাড়াই।

আজকের জন্য এই পর্যন্ত আশা করি টিউনটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস