আসচ্ছালামু আলাইকুম,
আমার আজকের টিউনে আপনাদের সবাই কে স্বাগতম।
এটি আমার দ্বিতীয় টিউন।
আমি যে টিউনটি করবো সেটি যদি আগে থেকে কেউ করে থাকেন তাহলে আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। তবে নতুনদের অনেক কাজে লাগবে।
মাইক্রোসফটের Windosw 7 এর যে logon Background আছে তা দেখে দেখে এক ঘেয়েমিতা চলে আসে। এই এক ঘেয়েমিতা দুর করতে আমরা
মাত্র ছোট একটি সফট ব্যবহার করে।
আর কথা না বাড়াই চলুন সফটওয়ার টি ডাউনলোড করি।
ডাউনলোড করার পর Setup দিয়ে সফটওয়ারটি Ran করি।
Ran করার পর Choose a folder এ ক্লিক করি। এখন আপনার যে ফোল্ডারে Picture আছে । সেটি দেখিয়ে দিয়ে OK বাটনে ক্লিক করি।
এখন আপনি যে ফোল্ডার টা দেখিয়ে দিয়েছেন সেখানকার যত গুলো Picture ছিল তা সব গুলো চলে এসেছে।
এখন আপনার যে Picture টি ভাল লাগে তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর Apply this Background এ ক্লিক করলেই হয়ে যাবে।
এখন আপনার PC Restart বা Log of করে Log in করলেই দেখতে পাবেন আপনার পছন্দের Logon Background.
আর যদি সময় হয় তাহলে আমার এই ব্লগ টা ঘুরে আসতে পারেন
আমি নাজমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রজুক্তি সম্পর্কে জানতে চাই জানাতে চাই
প্রথম টিউনের শুভেচ্ছা ভাগিনা।
কিন্তু এই বিষয় নিয়ে অনেকবার টিউন হয়েছে। তাই কোন নতুন বিষয় নিয়ে টিউন করার চেষ্টা কর।