আমি জানি এই Topic টি নিয়ে অনেক বিতর্কিত টিউন রয়েছে তবে আমি সিউর আমার এই টিউনটি বিতর্কিত হবে না।
আমি আপনাদের ফ্রী এসএমএস পাঠানোর পাচটি সঠিক প্রক্রিয়া এখানে বর্ননা করতে যাচ্ছি। এই পাচটি প্রক্রিয়া মূলত দুই ধরনের। একটা হল ওয়েব/ওয়াপ সাইট ব্যবহারের মাধ্যমে আর আরেকটি হল মোবাইল সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে।
কম্পিউটার অথবা মোবাইল দিয়ে এসএসএম পাঠাবার একটা দারুন উপায় হচ্ছে wadja.com । আজকাল অনেকেই এই সাইট ব্যবহারের মাধ্যমে ফ্রীতে এসএমএস পাঠাচ্ছে। তবে এই সাইটের একটা লিমিটেশান আছে আর তা হল দৈনিক সর্বোচ্চ 5 টি এসএমএস পাঠানো সম্ভব। এই সাইটের সবচেয়ে বড় সমস্যা হল মাঝে মধ্যেই এই সাইটের ফ্রী এসএমএস পাঠাবার সিষ্টেম বন্ধ করে দেয়া হয় যদিও ঐ সপ্তাহের মধ্যেই তা ঠিক করা হয়। এসএমএস এর শেষে এই সাইটের একটি এড দেখা যাবে এতে করে প্রাপক বুঝতে পারে এসএমএসটি এই সাইট ব্যবহার করে পাঠানো হয়েছে।
Wadja Tips & Tricks
wadja.com এর মত আরেকটি সাইট হচ্ছে http://www.mjoy.com । এটিও ইন্টারনেট ব্যবহার করে এসএমএস পাঠাবার একটি দারুন উপায় তবে আমরা এই সাইটের খবর অনেকেই জানি না। আমি রেজিষ্ট্রেশান করে এসএমএস পাঠাতে সক্ষম হয়েছি তাই আপনারাও নিশ্চয় পাঠাতে পারবেন। আমার জানা মতে এতে লিমিটেশান রয়েছে তবে একটু ব্যাতিক্রমধর্মী! যারা মোবাইল সফ্টওয়্যার Mig33 ব্যবাহার করেছেন তারা বুঝতে পারবেন।
Mig33 মোবাইলের জন্য একটি দারুন চ্যাটিং সফ্টওয়্যার। এই পর্যন্ত মোবাইলের জন্য যত চ্যাটিং সফ্টওয়্যার বের হয়েছে তার মধ্যে Mig33 ই সেরা। এই সফ্টওয়্যারটি wap.mig33.com থেকে মোবাইল দিয়ে এবং http://www.mig33.com থেকে কম্পিউটার দিয়ে মোবাইলের জন্য সফ্টওয়্যারটি নামাতে পারবেন। আপনি রেজিষ্ট্রশান করার সাথে সাথে কিছু BDT(Bangladeshi Taka) ফ্রীতে পাবেন। যা ব্যবহার করে আপনি এসএমএস পাঠাতে পারবেন। কিন্তু যে ক্রেডিট তারা আপনাকে দিবে তা দিয়ে আপনি 3 টির বেশী এসএমএস পাঠাতে পারবেন না।
Mig33 ক্রেডিট বৃদ্ধি করনপ্রথমে একটি আইডি খুললেন। এতে আপনি আপনার 1নং এ্যাকাউন্ট এ কিছু টাকা পেলেন। এবার 1নং আইডি দিয়ে লগইন করে আপনি আপনার আরেকটি নাম্বারে ইনভাইট করুন। ইনভাইট শেষে এবার ঐ নাম্বারটি দিয়ে রেজিষ্ট্রেশান করুন। এতে আপনি আপনার 2নং এ্যাকাউন্ট এ কিছু ক্রেডিট+1নং এ অতিরিক্ত কিছু ক্রেডিট পেলেন। এবার 3য় কোন নাম্বারে ঐ 2 টা আইডি দিয়ে ইনভাইট করুন এবং ইনভাইট শেষে নাম্বারটি দিয়ে রেজিষ্ট্রেশান করুন। এতে 3নং আইডিতে কিছু টাকা+1 ও 2 নং আইডিতে অতিরিক্ত কিছু টাকা পাবেন। এভাবে করতে করতে বেশ কিছু টাকা হলে Balance Transfer এর মাধ্যমে সকল টাকা আপনার কোন এক এ্যাকাউন্ট এ পাঠিয়ে দিন দেখবেন অনেক টাকা হয়ে গেছে। মজার কথা হল আপনি এই টাকা দিয়ে আয়ও করতে পারবেন। মিগ33 তে অনেক ইউজার মিগ33 এর বিডিটি কিনতে সর্বদাই আগ্রহী তাদেরকে ঐ টাকা সেল করে আপনিও ফ্লেক্সির মাধ্যমে টাকা আয় করতে পারেন।
ফ্রী এসএমএস পাঠানোর ক্ষেত্রে Cellity Free Sms একটি পপুলার সফ্টওয়্যার। আমি বলব সফ্টওয়্যারটি দারুন। তবে রেজিষ্টারড ইউজাররা এক ধরনের এবং আনরেজিষ্টারড ইউজারেরা আরেক ধরনের সুবিধা পাবেন। তো আসুন খোলাখুলি বলা যাক। যারা আনরেজিষ্টারড ইউজার তাদের যদি কেউ Cellity Free Sms মোবাইল সফ্ট এর মাধ্যমে এসএমএস পাঠায় তবে তারা এসএমএস ঠিকই পাবে তবে প্রথম 10 অক্ষর। যেমনঃ I M Faisal । এবং তার পর এসএমএস এ লেখা থাকবে নিচের লিংক এ ক্লিক করে তাদের সাইটে গিয়ে পুরো এসএমএসটি পড়ে নিতে। এখানে সুবিধা হল আপনার নাম্বারটি আনরেজিষ্টারড হলে কোন Cellity Free Sms রেজিষ্টারড ইউজার আপনাকে আনলিমিটেড ফ্রী এসএমএস পাঠাতে পারছে তবে প্রথম 10 অক্ষর! সমস্যা কি? পুরো কথাটাকে না হয় ভেঙ্গে ভেঙ্গেই পাঠালো! আর রেজিষ্টারড ইউজার হলে আপনার নাম্বারে আর এসএমএস আসবে না। আসবে কল!! মানে কেউ যদি আপনাকে Cellity Free Sms ব্যবহার করে এসএমএস পাঠায় তবে আপনার নাম্বারে একটি নির্দিষ্ট নাম্বার থেকে কল আসবে কিন্তু আপনি কখনই কলটি রিসিভ করতে সক্ষম হবেন না। মানে ইয়েস বাটল চাপার সাথে সাথেই কলটি কাটা যাবে। এরকম কল আসার মানে আপনাকে কেউ Cellity Free Sms এ মেসেজ দিয়েছে এখন আপনার করনীয় হল Cellity Free Sms মোবাইল সফ্টটি ওপেন করে Refresh ক্লিক করুন। সাথে সাথেই এসএমএসটি চলে আসবে। আর এ ক্ষেত্রে সুবিধাটি হচ্ছে আপনাকে অন্য যে কেউ 10,000 ওয়ার্ডের ফ্রী এসএমএস পাঠাতে পারছে তাও আবার আনলিমিটেড! আমি বলব এই সুবিধাটি আপনারা যারা কাপল মানে প্রেমিক-প্রেমিকা রয়েছেন তাদের ব্যবহার করা দরকার এতে আপনার যেমন খরচ বাচছে তেমনি আপনার পাঠানো এসএমএস টি অন্য কারো নজর থেকে সুরক্ষিত থাকছে! ডাউনলোড করতে মোবাইল দিয়ে wap.getjar.com অথবা কম্পিউটার থেকে http://www.getjar.com এ প্রবেশ করে Cellity Free Sms লিখে সার্চ করুন সাথে সাথেই পেয়ে যাবেন।
এবার সর্বশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় ফ্রী এসএমএস সিষ্টেমের কথা বলব। সফ্টওয়্যারটির নাম FishText । ডাউনলোড করতে wap.fishtext.com (mobile/Computer with opera browser) ঢুকে Download FishText jar এ ক্লিক করুন সাথে সাথেই ডাউনলোড শুরু হবে। সফ্টওয়্যারটি ডাউনলোড করে ওপেন করলে রেজিষ্ট্রেশান এ অপশান আসবে। এবং রেজিষ্ট্রেশান শেষে আপনাকে Mig33 এর মত কিছু ক্রেডিট দেয়া হবে তবে এই ক্রেডিট দিয়ে আপনি 20 টার মত ফ্রী এসএমএস পাঠাতে পারবেন। কিন্তু এর এসএমএস এর মাঝে একটু পার্থক্য রয়েছে। বাকী 4 টা নিয়মের যেকোনটি দিয়ে এসএমএস গেলে বুঝা যায় যে এটি ইন্টারনেটের সাহায্যে পাঠানো হয়েছে। কিন্তু এই সফ্ট দিয়ে পাঠাতে কোন এড বা কোন লিংক থাকবে না এতে বুঝার কোন উপায় নাই যে এটি ইন্টারনেট দিয়ে ফ্রীতে পাঠানো হয়েছে। রেজিষ্ট্রেশান শেষে Option>Settings>Send From>Own Number সিলেক্ট করে দেন তাহলে এসএমএস প্রাপক ভাববে আপনি আপনার নিজের নাম্বার থেকে টাকা নষ্ট করে এসএমএসটি দিয়েছেন। আর যদি Anonymous সিলেক্ট করে দেন তাহলে প্রাপকের বুঝার কোন উপায়ই নাই কে এসএমএসটি পাঠিয়েছে। আমি আমার কত বন্ধুকে যে এভাবে গালি দিয়ে এসএমএস পাঠিয়েছি তার কোন হিসাব নাই। আবার আমি America তে বেড়াতে গেছি বলেও অনেককে ধোকা দিয়েছি। কারন Anonymous সিলেক্ট করলে যে নাম্বারটি দিয়ে এসএমএস যায় তা মূলত America এর নাম্বার!! আর ব্যালেন্স? ঐ মিগ33 এর মত করে বাড়াতে পারেন আবার ক্রেডিট শেষ হয়ে গেলে অণ্য কোন নাম্বার দিয়ে রেজিষ্ট্রশান করেও ক্রেডিট পেতে পারেন।
বিঃদ্রঃ এখানে লেখা সকল প্রক্রিয়া আমি নিজে চেক করেছি। তার ভুল হবার কোন উপায় নাই। যদি না পেরে থাকেন তবে তা আপনার গাফোলতির কারনে ধরে নিবেন!
আশা করছি আপনারা সামান্য হলেও উপকৃত হবেন। টিউনটি ভাল লাগলে কমেন্ট দিবেন।
আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!
vai many many thank’s for this
tobe mone hoe ar dara jalaton(fajlamo) kora bere jabe