কিভাবে পুলিশের মতো যেকারো লোকেশন ট্র্যাক করবেন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

হ্যালো বন্ধরা, আশাকরি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের টিউনে আমরা কি নিয়ে আলোচনা করবো আশাকরি অনেকেই  বুঝে গিয়েছেন। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই যেকারো লোকেশন ট্র্যাক করে ফেলতে পারবেন। এই কাজটি করার জন্য আমরা একটি ওয়েব সাইটের সাহায্য নিবো। টিউনটি শুরু করার আগে বলে রাখি কিভাবে ওয়েব সাইটটি লোকেশন ট্র্যাক করে।

লোকেশন ট্র্যাক করার জন্য তারা আপনাকে একটি লিংক দিবে যখনই আপনি সেই লিংক অন্য কোন ব্যক্তিকে দিবেন আর সে যদি লিংকটাতে ক্লিক করে তাহলে ওয়েব সাইটটি তার ডিভাইসের আইপি এড্রেসটি নিয়ে নিবে। এবং তার আইপি এড্রেস দিয়ে তারা জিও লোকেশন এর মাধ্যমে তার লোকেশন আপনাকে বের করে দিবে।

এমনকি আপনি চাইলে অন্যের আইপি এড্রেস এর মাধ্যমে তার ডিভাইসটি পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। সেই বিষয় নিয়ে না হয় অন্য আরেকটি টিউনে আলোচনা করবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

কিভাবে লোকেশন ট্র্যাক করবেন?

লোকেশন ট্র্যাক করার জন্য একটি ওয়েব সাইটের প্রয়োজন হবে। সেই ওয়েব সাইটে ভিজিট করার জন্য এখানে ক্লিক করুন তারপর আপনাকে সরাসরি তাদের ওয়েব সাইটের হোম পেজে নিয়ে যাবে।

যেহেতু আমরা কোন লিংকের মাধ্যমে অন্যের লোকেশন ট্র্যাক করবো তাই আমাদের একটি একাউন্ট খুলে নিতে হবে। যাতে করে যখনই সে সেই লিংকে ক্লিক করবে তখন আমাদের একাউন্টে তার লোকেশন চলে আসে। একাউন্ট খুলতে হলে ম্যানুতে থাকা Sign up অপশনে ক্লিক করুন।

এখানে প্রথমে আপনার ইমেলটি দিন  তারপর পাসওয়ার্ড দিন এবং একই পাসওয়াড দ্বিতীয় বার দিন। I agree অপশনে চেক দিয়ে ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন। সর্বশেষ সবকিছু ঠিকঠাক থাকলে Sign up বাটনে ক্লিক করুন। তারপর আবার আপনাকে হোম পেজে নিয়ে যাবে।

পেজটির একটু নিচে আসলে বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখান থেকে দ্বিতীয়টার Get IPLogger code বাটনে ক্লিক করুন। তারপর আবার নিচের মতো একটি পেজ আসবে।

এখানে অনেকগুলো লিংক দেখতে পাবেন তার মধ্য থেকে প্রথম লিংকটি কপি করুন। তারপর আপনি যার লোকেশন ট্র্যাক করতে চান তাকে লিংকটি পাঠিয়ে দিন। যখনই সে লিংকটিতে ক্লিক করবে সাথে সাথে তারপর লোকেশন আপনার কাছে চলে আসবে। তার লোকেশন দেখার জন্য উপরে থাকা ট্যাব গুলো থেকে Logged IP's ট্যাবটাতে ক্লিক করুন।

লিংকটি পাঠানোর পর এখানে এসে কয়েকবার রিফ্রেস দিতে হবে যতক্ষন পর্যন্ত না তার আইডিটি এখানে দেখাচ্ছে। যখন সে ক্লিক করবে তখন উপরের মতো একটি লিস্ট যোগ হয়ে যাবে। এখন তার লোকেশন দেখার জন্য bangladesh অপশনটাতে ক্লিক করুন। তার আগে চাইলে আপনি তার আইপি এড্রেসটি রেখে দিতে পারেন। যাতে করে পরবর্তীতে এই আইপি এড্রেস এর মাধ্যমে তার মোবাইল অথবা অন্যকোন ডিভাইস কন্ট্রোল করতে পারেন। Bangladesh লেখাটাতে ক্লিক করার পর লোকেশনটি আসবে।

এখানে তার লোকেশনটি দেখাবে। আপনি পেজটি যত জুম করবেন তত তার লোকেশন দেখতে পাবেন। এভাবেই চাইলে যেকারো লোকেশন সহজেই ট্র্যাক করতে পারবেন।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

Police এমনে location trace করে?
আর ভাই আরো advance post করেন।