আমাদের দৈনন্দিন মোবাইল ব্যবহার করার সময় অনেক দরকারি অ্যাপলিকেশন এর প্রয়োজন হয়। প্রয়োজনবোধে আমরা আমাদের মোবাইলে অ্যাপগুলো ইনস্টল করি। যার ফলে আসতে আসতে বেশি অ্যাপ ইনস্টল হওয়ায় আমাদের মোবাইল স্লো হয়ে যায়। যদি এমনটা হতো শুধু মাত্র একটি অ্যাপ ইনস্টল করেই আমাদের দৈনন্দিন ব্যবহারকৃত অ্যাপগুলো পেয়ে যেতাম। তাহলে কতই না ভালো হতো। আজকে আমি সেইরকমই একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো। যে অ্যাপের মাধ্যমে আপনি ভিন্ন ভিন্ন ৩২ টি অ্যাপ ব্যবহার করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
অ্যাপটির নাম হচ্ছে smart kit 360। এই অ্যাপটির নাম আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন। কারণ এটি একটি জনপ্রিয় অ্যাপ যার প্লে স্টোরে রেটিং হচ্ছে 4.4। তার মানেই বুঝতেই পারতেছেন অ্যাপটি কতটুকু জনপ্রিয় এবং ভালো মানের অ্যাপ।
অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমেই আপনি আপনার প্লে স্টোরে চলে যান। এবং প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করুন smart kit 360 তাহলে নিচের মতো একটি অ্যাপ দেখতে পাবেন।
এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিবেন। তারপর অ্যাপটি অপেন করবেন। এবং অপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে আপনি পারমিশন দিয়ে দিবেন। এরপর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখানে প্রথমেই রয়েছে notepad অ্যাপটি যেখানে আপনার কিছু লিখে রাখতে পারবো। তারপর রয়েছ Translator যা আমাদের প্রায় সবারই প্রয়োজন হয়। আপনি এখান থেকে সহজেই ব্যবহার করতে পারবেন। অ্যাপটির আরেকটা মজাদার বিষয় হচ্ছে আপনি যদি এখান থেকে কোন অ্যাপ অপেন করেন। তারপর ব্যবহার করার সময় আপনার মনেই হবে না আপনি অন্য কোন অ্যাপের মাধ্যমে ব্যবহার করতেছেন। যার ফলে কোন প্রকার বিরক্তি ভাব আপনার মাঝে আসবে না। এই অ্যাপটিতে লক্ষ্য করলে দেখা যায় আমাদের দৈনন্দিন ব্যবহারকৃত প্রায় অ্যাপই এখানে রয়েছে। যা কিনা আমাদের আগে আলাদা আলাদা ভাবে ইনস্টল করতে হতো। চলুন এখান থেকে একটা অ্যাপ অপেন করে দেখা যাক কিরকম। এখানে যেহেতু notepad অ্যাপটি রয়েছে তাই আমি সেটিই অপেন করতেছি।
দেখুন অপেন করার পর মনেই হচ্ছে না এটি অন্য কোন অ্যাপের মাধ্যমে অপেন করা হয়েছে। আপনি চাইলে এখন এখানে যেকোন কিছু লিখে রাখতে পারবেন। এবং পরবর্তীতে যখন এই অ্যাপটিতে প্রবেশ করবেন তখন আবার আপনার লেখাটি দেখতে পারবেন। চলুন আবার হোমপেজে ফিরে যাই দেখি আর কি কি অ্যাপ রয়েছে আমাদের জন্য।
আপনারা হোম পেজটির একদম নিচে আসলে দেখতে পারবেন NAVIGATION AND MEASURING TOOLS নামে একটি অংশ রয়েছে। এখানে অনেক মজাদার অ্যাপ রয়েছে তার মধ্যে একটি রয়েছে HEART RM চলুন একটু এটি অপেন করে দেখি।
আপনি যখন এই অ্যাপটি অপেন করবেন তখন আপনার মোবাইলে ফ্লাশ লাইটটি চালু হয়ে যাবে। আর যখনই আপনি ফ্লাম লাইটটিতে আপনার হাত রাখবেন তখন অ্যাপটি আপনার হার্টবিট স্ক্রিনে দেখাবে। এই অ্যাপটির মাধ্যমে আপনি সহজেই আপনার হার্টবিটের অবস্থা দেখতে পাবেন। এইরকম আরো অনেক কাজের অ্যাপ রয়েছে। সবগুলো দেখানো সম্ভব না তাই আপনারা দেখে নিবেন কি কি অ্যাপ রয়েছে এবং আপনার কাজে লাগবে সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন।
আশা করি টিউনটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে জোসসে ক্লিক করুন। এবং নিত্য নতুন এই টিউন পেতে আমাদেরকে ফলো করতে পারেন।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।