Windows xp,vista,7 MSCOMCTL.OCX সমস্যা???

আসসালামু আলাইকুম, অনেক ব্যস্থতার মাঝেও আজ আবার টি উন করতে বসে গেলাম ।
আজ আমি আপনাদের একটি ছোট সমস্যার কথা বলবো । আপনারা এই error massage এর সম্মখীন হয়েছেন কিনা জানি না কিন্তু আমি হয়েছি ।আমি একটি  Flash video play করতে গিয়ে এই সমস্যায় পড়েছিলাম

এই বিষয়ে কে উ টি উন করে থাকলে ক্ষমা করবেন ।

সমস্যা সমাধানের জন্য নিম্মের পদক্ষেপ নিন ।

প্রথমে এইখান  থেকে MSCOMCTL.OCX  file টি ডাউনলোড করে নিন। file টি কপি করে  সিসটেম ড্রাইভ

এর WINDOWS\SYSTEM তে past করে দিন।

( Windows NT এবং  2000 এ  \WINNT\system32)

এবার আপনি Start বাটনে ক্লিক করে  Run  এ টাইপ করুন।Windows ভেদে-----

Windows 95, 98, or Me এর জন্য----
regsvr32 \windows\system\MSCOMCTL.OCX

Windows NT or 2000 এর জন্য---
regsvr32 \WINNT\system32\MSCOMCTL.OCX

Windows XP এর জন্য ----
regsvr32 \windows\system32\MSCOMCTL.OCX

Windows 7 এর জন্য---

regsvr32 /u MSCOMCTL.OCX

এবার enter চাপুন। দেখন একটি massage দেখাচ্ছে।

ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না যেন ।

আচ্ছা সব সময়  techtunes  এ Error  দেখায় কেন? দুইবার করে টি উন লিখতে হয়েছে।

Admin দৃস্টি আকর্ষন করছি ...... এর কি  সমাধান  হবে না।

Level 2

আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for the tips

    Level 2

    Thanks you for comments……

Level 0

Thanks vai.

Level 2

Thanks hossain Vai