আপনার YoutTube Channel এর জন্য 3D Intro Video তৈরি করুন কোন রকম Software অথবা Apps ছাড়া খুব সহজেই

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম,

আমি মুন্না নীল। আশা করি আপনারা সবাই ভালো আছেন।  আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সহজেই আপনারা YouTube Channel এর জন্য Intro Video তৈরি করে তা আপনার তৈরি ভিডিও তে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার কোন রকম Software অথবা Apps এর প্রয়োজন হবে না। (আপনি আপনার SmartPhone থেকেও করতে পারবেন। )

আমরা অনেকেই ভিডিও তৈরি করতে অথবা ভিডিও Editing এর Software গুলো ভালো ভাবে ব্যবহার করতে পারি না অথবা জানিনা। কিন্তু কোন কিছু জানা ছাড়াই যদি আমরা অনেক ভালো Intro Video তৈরি করতে পারি তাহলে কেমন হবে? আজ আমরা এটাই করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে এমন করা যায়ঃ

১। প্রথমে আপনার পছন্দের যেকোনো Browser ওপেন করুন। এই লিঙ্কে ক্লিক করে Panzoid নামের এই সাইটে গিয়ে আপনার পছন্দের যেকোনো intro video পছন্দ করুন।

২। এখন আপনার  পছন্দের ভিডিও তে ক্লিক করুন।

Munna NeeL

৩। এরপর Open in Clipmaker এর ক্লিক করুন।

Munna NeeL

৪।  আপনার সামনে এমন একটি Window ওপেন হবে।

Munna NeeL

৫। এখন Object নামের Option এ ক্লিক করুন। এখন খুঁজে বের করুন কথায় Text লেখা আছে।

Munna NeeL

৬। এখন দেখেন আপনার পছন্দের ভিডিও তে কি Text টি লেখা আছে > যেমন থাকে > Text, Your Name, Name etc. যাই লেখা থাক আপনি তার অপর ক্লিক করুন। এখন ছবিতে দেখান মত নিচে গিয়ে আপনি আপনার ইচ্ছা মত Text লিখে Enter করুন। (প্রায় ভিডিও তে ২ টি ঘর থাকে। যদি text এর ঘর বেশি থাকে তাহলে সব গুলোই Edit করুন। আপনি চাইলে Color ও পরিবর্তন করতে পারেন)। দেখবেন আপনার পছন্দের ভিডিও তেও নাম টি পরিবর্তন হয়ে গেছে।

Munna NeeL

৭। এখন ছবিতে দেখানো মত Download Button এ ক্লিক করুন। এখানে Mode এ আপনার ভিডিওর Quality কেমন চান তা Select করুন। এরপর Start Video Render এ ক্লিক করুন।

Munna NeeL

৮।  আপনার Web Browser থেকে Storage এর জন্য একটি Permission চাইবে। তা Allow করে দিন।

Munna NeeL

৯। এখন আপনার পছন্দের ভিডিও টি Render হতে শুরু করবে। আপনার কাজ শেষ।

Munna NeeL

১০। খুবি কম সময়ের মাঝে Render শেষ হয়ে যাবে। এখন Download Your Video তে ক্লিক করে আপনার পছন্দের নিজের Intro Video টি Download করে নিন।

Munna NeeL

এভাবে আপনি খুবি কম সময়ে আপনার পছন্দের যেকোনো Intro Video বেছে নিয়ে তা নিজের করে Edit করে Download করতে পারেন। কোন কিছু Extra ভাবে জানা অথবা সেখার প্রয়োজন নেই।

আমার টিউনটি আপনাদের ভালো লাগলে আমার Blog site থেকে ঘুরে আসতে পারেন।

আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Level 2

আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস