কোনো কিছু উপস্থাপনার জন্য এমএস পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। পাওয়ার পয়েন্টের কিছু সুবিধা যেমন, প্রতি পেজ পরিবর্তনের সময় অ্যা নিমেশন দেয়া, মিউজিক দেয়া বা ফুল স্ক্রিনে চলা ইত্যাদি যদি পিডিএফে দেয়া যেত, তাহলে কেমন হত! এমনই পিডিএফ ফাইল বানানো যায় ‘পিডিএফরিজাটর’ সফটঅয়্যার দ্বারা।
এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পিডিএফ ফাইলের সব অ্যানিমেশন বা মিউজিক অ্যাডো বি রিডারে ভালভাবে চলবে। অন্যান্য পিডিএফ রিডারে অ্যা নিমেশন বা মিউজিক ঠিকমত না-ও চলতে পারে।
৩ মেগাবাইটের মতো ফ্রিঅয়্যার সফটঅয়্যারটি থেকে ডাউনলোড করা যাবে।
আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইতা কিতা লিখলেন বাই। আই তো কিছূ বুজতোননো। বাংলা না হিন্দি।