PDF এ animation দিবেন যেভাবে

কোনো কিছু উপস্থাপনার জন্য এমএস পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। পাওয়ার পয়েন্টের কিছু সুবিধা যেমন, প্রতি পেজ পরিবর্তনের সময় অ্যা নিমেশন দেয়া, মিউজিক দেয়া বা ফুল স্ক্রিনে চলা ইত্যাদি যদি পিডিএফে দেয়া যেত, তাহলে কেমন হত! এমনই পিডিএফ ফাইল বানানো যায় ‘পিডিএফরিজাটর’ সফটঅয়্যার দ্বারা।

  • অ্যানিমেশন যুক্ত পিডিএফ বানাতে সফটঅয়্যারটি চালু করে ইচ্ছামত ছবি বা পিডিএফ ফাইল খুলুন।
  • এবার ডানে Document ট্যাবে গিয়ে Presentation Mode-এর ড্রপ-ডাউন থেকে Yes করুন।
  • পিডিএফ ফাইলটি চলার সময় কোনো মিউজিক শুনতে চাইলে Background Music-এ মিউজিক আনতে পারেন। এ ছাড়া Metadata-এর দরকারি তথ্য দিতে পারেন।
  • এবার বিভিন্ন পেজে অ্যানিমেশন দিতে পেজটি নির্বাচন করে Page ট্যাব থেকে Transition effect-এ পছন্দের ইফেক্টস দিন। এভাবে প্রতি পেজে আলাদা আলাদা অথবা একাধিক বা সব পেজ
  • নির্বাচন করে পছন্দের ইফেক্টস দিতে পারেন।
  • সবশেষে Convert to PDF-এ ক্লিক করে পিডিএফ ফাইল তৈরি করুন।

এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই পিডিএফ ফাইলের সব অ্যানিমেশন বা মিউজিক অ্যাডো বি রিডারে ভালভাবে চলবে। অন্যান্য পিডিএফ রিডারে অ্যা নিমেশন বা মিউজিক ঠিকমত না-ও চলতে পারে।

৩ মেগাবাইটের মতো ফ্রিঅয়্যার সফটঅয়্যারটি  থেকে ডাউনলোড করা যাবে।

Visit my blog

Level 0

আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইতা কিতা লিখলেন বাই। আই তো কিছূ বুজতোননো। বাংলা না হিন্দি।

Level 0

kita koilen?