আমরা অনেকেই ব্লগার ব্যবহার করি তাই নাহ?
হ্যা করি তো! এখানে এত কথা বলার কি আছে?
আরে ভাই আছে সবকিছুতে এত তাড়াতাড়ি দেখান কেনো?
কজ ভাই টাইম লিমিটেড! এর একটা দাম আছে!
ব্লগার এ custom domain কিভাবে অ্যাড করব?
এইটা? এটা তো অনেক সহজ!
তো বলে ফেলেন!
আচ্ছা বলতেছি!
স্টেপ বাই স্টেপ বইলেন কিন্তু!
আচ্ছা ভাই!
প্রথমেই আপনি আপনার ব্লগারে যাবেন! এরপর Settings এ গিয়ে Blog Address খুঁজবেন!
এরপর Setup 3rd Party URL for your blog এ চাপ দিবেন।
তারপর ডোমেইন ঠিকানা দিবেন(মানে যেই ডোমেইন অ্যাড করতে চান) এরপর save বাটনে চাপ দিবেন।
ইরোর আসবে We have not been able to verify your authority to this domain. Error 12
তো কি করব এখন? জলদি বলেন!
ডোমেইন সার্ভারে যাবেন!
আচ্ছা গেলাম তারপর?
Manage Orders এ গিয়ে List/Search Orders খুঁজবেন যেখানে সব দেখতে পারবেন।
একদম নিচে দেখবেন DNS Management ওইখানে চাপ দিলে Manage DNS আসবে।
CNAME Records খুঁজবেন। Add CNAME Record এ চাপ দিবেন।
তারপর Host Name এ www
Value তে গিয়ে ghs.google.com
Add Record
আবার ও Add CNAME Record এ চাপ দিবেন।
blogger এ গিয়ে আবার www এর নিচে যেটা(Name.Label or Host field) থাকবে সেটায় যাবেন সেটা কপি করে host name এ পেস্ট করবেন।
আবার ghs.google.com এর নিচে যেটা (Destination, Target or Points To field) অইটা কপি করে Value এ পেস্ট করবেন।
Add record এ চাপ দিবেন।
Settings instructions এ চাপ দিলে ৪ টা আইপি আসবে।
সেগুলা কপি করে ডোমেইনের ওইখানে গিয়ে A Records রাখবেন।
তারপর Add a Record এ গুতা দিবেন।
Destination IPv4 Address তে গিয়ে Add Record এভাবে ৪ টা অ্যাড করবেন।
ব্যাস হয়ে গেল। 😍 ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার ভিতর ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে।
আমি টেক লাভার। , lessonery.com, Mathbaria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি একজন টেকটিউনার। টেক সব কিছুই আমার ভালো লাগে। টেক বিষয় বস্তু আমি মানুষের মাঝে আদান-প্রদান করতে খুব বেশি কম্ফোর্টেবল ফিল করি। পার্সোনালি আমি নিজেও ব্লগিং করি এবং আমার ব্লগ সাইটে অনেক আর্টিকেল হয়েছে। eduqw.com (এডুকিউ)