হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই দরকারি সেটিংস গুলো না জানলে হবে না কিন্ত

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টিউন টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই টিউন টি মনোযোগ সহকারে পড়ুন।

হোয়াটসঅ্যাপ খোলো বর্তমান সময়ের বহুল ব্যবহৃত একটি সোশ্যাল অ্যাপ। বর্তমান সময়ে অনেক মানুষ ব্যবহার করে। আপনিও যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের টিপস গুলো আপনার জানা দরকার। আপনার কষ্টের মূলত আমি দরকারি তিনটি সেটিংস নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি।

প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ টি ওপেন করুন। এবার উপরে ডানপাশে তিনটি বৃত্তের মধ্যে ক্লিক করুন। এখান থেকে সেটিং অপশনে যান। এখান থেকে একাউন্ট সেটিং অপশনে যান। তারপর প্রাইভেসিতে জান।

১. Last Seen
এই অপশনটিতে এভরিওয়ান করা আছে। যদি আপনি নবডি করে দেন তাহলে আপনি কখন অনলাইনে অ্যাক্টিভ আছেন তা কেউ দেখবে না।

২. Profile Photo
এই অপশনটিতে দেখুন এভরিওয়ান করানো আছে। এখানে যদি এই অপশনটি এভরিওয়ান করা থাকে তাহলে সবাই আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি কন্টাক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্ট নাম্বার গুলোই আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবেন। অথবা নবডি করে দিলে কেউ দেখতে পারবে না।

৩. About

এই অপশনটিতে দেখুন এভরিওয়ান করানো আছে। এখানে যদি এই অপশনটি এভরিওয়ান করা থাকে তাহলে সবাই আপনার প্রোফাইল দেখতে পারবেন। কিন্তু আপনি যদি কন্টাক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্ট নাম্বার গুলোই আপনার প্রোফাইল দেখতে পারবেন। অথবা নবডি করে দিলে কেউ দেখতে পারবে না।

৪. Status
এখানে যদি এই অপশনটি এভরিওয়ান করা থাকে তাহলে সবাই আপনার status দেখতে পারবেন। কিন্তু আপনি যদি কন্টাক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্ট নাম্বার গুলোই আপনার status দেখতে পারবেন। অথবা নবডি করে দিলে কেউ দেখতে পারবে না।

৫. Read Receipts
আমরা যখন হোয়াটস্অ্যাপ অ্যাপ ব্যবহার করি না কারো সাথে চ্যাট করি তখন একটা জিনিস খেয়াল করেছেন হয়তো যে আমরা যার সাথে চ্যাট করি সে কি লিখছে তা আমাদের এখানে শো করে। ঠিক তেমনি আপনি কি লিখছেন তা ওদের ওইখানে দেখা যায়। অপশনটি বন্ধ করার মাধ্যমে চাইলে আপনি এটি বন্ধ করে দিতে পারেন।

আমার আজকের টিউনটি এতোটুকু। উপরের বিষয়গুলো যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন। ভিডিওতে আমি সবগুলো ভালো ভাবে বোঝানোর চেষ্টা করেছি।

আপনার যদি আমার পোস্টগুলো বা টিপস গুলো ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। নিচে ইউটিউব চ্যানেল লিংক দেয়া হল।

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস