৫টি অসাধারণ ওয়েবসাইট যা আপনার অবশ্যই জানা উচিত

ইন্টারনেট হল ওয়েবসাইটের ভান্ডার আর সেখানে প্রায় পৃথিবীর সমস্ত বিষয়ের ওপর ও ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আছে তা আমরা জানি।

তবে ইন্টারনেটে ঠিক কতগুলি ওয়েবসাইট আছে তার সংখ্যা ভিত্তিক সঠিক মান নির্ণয় আমাদের কারোরই সঠিক ভাবে করা সম্ভব না বা জানা নেই।

তো আজকে আমরা এরকমই ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের মধ্যে থেকে ৫টি ওয়েবসাইট সম্পর্কে জানবো যেগুলি সম্পর্কে অনেক কম লোকে জানেন তার সাথে এই ওয়েবসাইট গুলি আপনার প্রাত্যহিক ইন্টারনেট ব্যবহারে অনেকেই কাজে আসবে।

তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আমরা জেনেনি সেই ৫টি ওয়েবসাইট কি?

১. Temp-Mail.org

টেম্প মেইল অসাধারণ ওয়েবসাইট

টেম্প মেইল এই সাইটটি হল একটি ডিস্পোসেবেল টেম্পোরারি ইমেইল সার্ভিস যেখান থেকে আপনি অল্প সময়ের জন্য ইমেইল আইডি জেনারেট করে আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

আমরা প্রতিদিন প্রচুর পরিমানে ইন্টারনেট ব্যবহার করি আর যার দরুন বিভিন্ন কাজের জন্য কখনো কখনো আমাদের ইমেইল আইডির প্রয়োজন পরে। যেরকম ধরুন কোনো ওয়েবসাইট বা এপ্লিকেশন ব্যবহার করার জন্য।

তো এই ক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা সরাসরি আমাদের পার্সোনাল ইমেইল আইডি প্রদান করতে চাইনা Spam ইত্যাদির কারণে।

আবার কখনো বাধ্যতামূলক ভাবে আমাদের ইমেইল আইডি প্রদান করতেই হয়। তো এই ক্ষেত্রে আপনি খুব সহজেই এই Temp-Mail সাইটটি থেকে ফ্রিতে একটি ইমেইল জেনারেট করে যেকোনো জায়গায় যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

আপনার বেক্তিগত ইমেইল আইডি প্রদান করার আর কোনো দরকার পড়বে না তাই কোনো স্পেম হওয়ার চিন্তাও নেই।

২. BugMeNot.Com

bugmenot ওয়েবসাইট

আমাদের দ্বিতীয় সাইটটি হল বাগ-মি-নোট ডট কম এটি হল একটি একাউন্ট আইডি এন্ড পাসওয়ার্ড শেয়ারিং ওয়েবসাইট।

আপনি এই সাইটটি থেকে এরকম বহু ওয়েবসাইট বা প্লাটফর্মের আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন যা ব্যবহার করে কোনো নির্দিষ্ট সাইটটিতে লগ ইন করতে পারবেন।

এই সাইটটি অনেকই হেল্পফুল কারণ আপনাকে আর কোন ওয়েবসাইট ব্যবহার করার জন্য নিজের ইমেইল ও বেক্তিগত তথ্য প্রদান করে একাউন্ট তৈরি করতে হবে না।

সরাসরি BugMeNot.Com এসে যেই সাইটটিতে প্রবেশ বা লগ ইন করতে চান তার url দিয়ে সার্চ করলেই আপনি পূর্বে কারো দ্বারা শেয়ার করা আইডি পাসওয়ার্ড জেনারেট করে ওই সাইটটিতে লগ ইন করতে পারবেন।

৩. Privnote.com

প্রিভনোট একটি মজারদার ওয়েবসাইট সাইট কারণ এই সাইটটির বিশেষত্ব হল আপনি এখান থেকে সেলফ ডিস্ট্রাক্টেড অর্থাৎ নিজে থেকেই ধংস বা নষ্ট হয়ে যাবে এরকম নোট *(Note) লিখে যেকোনো বেক্তিকে পাঠাতে পারবেন।

ধরুন কোনো বন্ধুর সাথে মজা করার জন্য এখান থেকে কোনো মেসেজ লিখে তাকে সেন্ড করলেন আর আপনার বন্ধু যখন একবার মেসেজ বা নোটটি ওপেন করে দেখে নেবে তারপর নিজে থেকেই নোটটি নষ্ট হয়ে যাবে।

৪. GetNotify.com

আরো একটি ব্যবহারযোগ্য ওয়েবসাইট হল Get Notify এটি একটি ইমেইল ট্র্যাকিং সার্ভিস ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার সেন্ড করা ইমেইলের সমস্ত এক্টিভিটিস সম্পর্কে জানতে বা ট্রেক করতে পারবেন।

যেরকম ধরুন আপনি যদি এখান থেকে কোনো বেক্তিকে ইমেইল করেন সেই বেক্তি আপনার ইমেইলটি খুলেছেন বা পড়ছেন কিনা তা জানতে পারবেন।

তার সাথে সেই ইমেইলের মধ্যে থাকা কোনো লিংক বা এটাচমেন্টটিও যদি আপনি যুক্তি করে থাকেন সেটিও ওপেন করছে কিনা তাও জানতে পারবেন।

৫. Unroll.Me

অসাধারণ ওয়েবসাইট

আমাদের শেষ ওয়েবসাইটটি হল আনরোল ডট মি এই সাইটটি আপনার ইমেইলে অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করতে সাহায্য করবে।

অবশ্যই এরকম অনেকই আছেন যাদের মেইল একাউন্ট এর মধ্যে বিরক্তিকর ভাবে অপ্রয়োজন ইমেইল বারংবার আসে এবং স্টোরেজ ভর্তি করে দেয়।

আপনি এই সাইটটির দ্বারা খুব সহজেই সেই সমস্ত ইমেইল সাবস্ক্রিপশন গুলিকে আনসাবস্ক্রাইব করার মাধ্যমে মেইল আসা বন্ধ করতে পারবেন।

#বোনাস টিপস:

আপনি যদি ব্লগিং, অনলাইন ইনকাম এবং এরকম আরো ইন্টারনেট টিপস সম্পর্কে জানতে ও শিখতে চান তাহলে অবশ্যই আমার সাইটটি ভিসিট করুন এখানে ক্লিক করে

 

 

 

 

 

 

Level 1

আমি সুকান্ত মাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস