Windows 7 USB/DVD Download Tool” দিয়ে USB Brun করার সময় Error Message এর সমাধান ??

আসসামু আলাইকুম ,, সবাইকে সালাম জানিয়ে আমার     জীবনের প্রথম টিউনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি ।
বিগত এক বছর ধরে আমি টেকটিউনের নিরব পাঠক ছিলাম । কিন্তু রেজিস্টার করেছি কয়েক মাস হল ।
টিউন করতে সাহস হয় না । আজ সাহস করে বসে গেলাম । আমি আজ যে বিষয়ে টিউন করবো , এ বিষয়ে
কেউ যদি আগে টিউন করে থাকেন, তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন । কে জানে এত বড় বড় টিউনার
এর মাঝে আমার টিউন কেউ পড়ে কিনা । তো আসা যাক আসল কথায়।
আজ আমি লিখবো -
Windows 7 USB/DVD Download Tool" দিয়ে  USB Brun  করার সময়
Error Message

আমরা অনেকেই windows  7 ব্যবহার করি , নানা সমস্যার কারণে আমাদের কম্পিউটারে windows install
করতে হয়। আমরা সাধারণত  সিডি দিয়ে install করে থাকি। যাদের সিডি/ডিভিডি নষ্ঠ বা  নেই , তারা সাধারণত
USB Flash এর সাহায্য নিই। কিভাবে bootable USB বানাতে হয় তা  হয়তো আপনারা জানেন। না জানলে
techtunes সার্চ option এ সার্চ  করে নিয়মাবলি জেনে নিন।
bootable USB করার অনেক গুলো নিয়মের মধ্যে আমার কাছে Windows 7 USB/DVD Download Tool" টি অনেক ভাল লাগে।

যখন আমি windows 7  ISO file টি দেখিয়ে দিয়ে Brun করার চেষ্টা করি, তখন  এই  Error Message  টি দেখতে পাই।

এটা আবার কি ? তো শুরু করে দিলাম গুগলে সার্চ করা । এক সময় পেয়ে যাই এর সমাধান -  কিভাবে ???? নিচে লক্ষ করুন।
১।  "UltraISO PE v9.3.5 build 2716 full version" Mediafire থেকে ডাউনলোড করে নিন। এবং  install করুন ।
২। UltraISO Open  করুন, file  এ গিয়ে  এবং আপনার windows 7  ISO file টি Open  করুন। নিচের চিত্র গুলো  লক্ষ করুন-

৩।  file  এ গিয়ে   properties  এ যান।  একটা window আসবে- এখানে (check UDF, Uncheck Joliet and Omit ISO 9660 version number  করে  ok দিন ।
এবং ছবির মতো  করে কাজ করুন -নিচের চিত্র গুলো  লক্ষ করুন-


৪। windows 7  ISO  Save করার জন্য  file  এ গিয়ে  Save as  করে নতুন  Windows 7 UDF.iso  নাম  দিয়ে   Save বাটনে click করুন   ।

৫।   Saving progress সম্পূর্ন হওয়ার পর windows 7  ISO   ফাইল টি  Brun করার চেষ্টা করুন।


এবার দেখুন টিক মতো কাজ করছে ।

কেমন লাগলো জানাবেন। প্রথম টি উন বলে কথা........... ধন্যবাদ ।

United Arab Emirates এ আছি ২০০৭ সাল থেকে ।অনেক টি উন করার ইচ্ছা ছিল কিন্তু কাজের জন্য করার সময় মিলে না । দেশে গিয়ে website developing এ কাজি শিখার ইচ্ছা আছে।
Website বানাতে গিয়ে ফাহিম ভাইয়ের সাথে কিছু দুর গিয়ে faile মারছি......দেখেন কি অবস্থা http://www.mddoulat.co.cc

blogspot এ আজো  themes  বদলানোতে আছি............


Level 2

আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার প্রথম টিউন ভালো হয়েছে। সামনে এগিয়ে যান। ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ আউয়াল ভাই , মন্তব্যর জন্য ।

viya apni united arab emirate kothai thaken ami o akhane ase Sahama te

    Level 2

    ধন্যবাদ, alain, Remah. 0558337189