টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
ল্যাপটপে ওয়েবক্যাম একটা সাধারণ বিষয়। সব ল্যাপটপের সামনের স্ক্রিনের একটা ছোট ওয়েবক্যাম থাকেই। আমরা বিভিন্ন কাজে এটা ব্যবহার করি যেমন, ভিডিও কল, ভিডিও কনফারেন্সিং, ছবি তুলা, আবার কখনো কখনো ফেস রিকুইজিশন দিয়ে লক খুলতে।
আপনি চাইলে এই ওয়েব-ক্যাম দিয়েই কিন্তু ভাল একটা নজরদারির ব্যবস্থা করে ফেলতে পারবেন। ভাল একটি সফটওয়্যার ইন্সটল এবং প্রয়োজন মত কনফিগারেশন করেই নজর রাখতে পারবেন আপনারা বাসা বা অফিসের উপর। একই সাথে করতে পারবেন ভিডিও এবং ইমেইলে পাবেন মোশন ডিটেক্ট এর নোটিফিকেশন।
আজকে আমি এই টিউনের আলোচনা করার চেষ্টা করব কিভাবে সিসিটিভি ক্যামেরার পেছনে টাকা খরচ না করে ওয়েবক্যাম দিয়েই নিজরদারির ব্যবস্থা করে নেবেন। ওয়েবক্যামকে সিসিটিভি ক্যামেরা বানানোর অনেক সফটওয়্যার থাকলেও আজকে কথা বলব সেরা ১২ ফ্রি সফটওয়্যার নিয়ে। প্রতিটা সফটওয়্যারই কিছু সুবিধা অসুবিধা আছে তবে ১২ টি থেকে যেকোনো একটি আপনার পছন্দ হবেই।
Camera Viewer Pro
ডাউনলোড লিংক @ Camera Viewer Pro
স্মার্ট নজরদারির জন্য সেরা একটি সফটওয়্যার হচ্ছে Camera Viewer Pro। এর Surveillance ফিচারের জন্য এটি সহজেই ব্যবহার এবং কনফিগারেশন করা যায়। সাধারণ সফটওয়্যার গুলো CPU কে বেশ চাপে রাখলেও Camera Viewer Pro এর দারুণ ক্ষমতায়, মনিটরিং হবার সময় মাত্র ০%-১% এর CPU ব্যবহার করে।
আপনি ক্যামেরা এড করার পর সেটিং থেকে এর Frame Rate চেঞ্জ করতে পারবেন, ডিফল্ট ভাবে Higher FPS স্মুথ রেকর্ডিং দিলেও আপনি চাইলে সেটা কমিয়েও ব্যবহার করতে পারবেন।
যদি Camera Viewer Pro এর অসুবিধার বলি, এর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে সুতরাং এখন নতুন করে আর আপডেট আসবে না। সর্বশেষ আপডেট ছিল ২০১৩ সালের এপ্রিলে। এটি শুধু মাত্র Windows 8 এ ভাল ভাবে কাজ করে।
ContaCam
ডাউনলোড লিংক @ ContaCam
Camera Viewer Pro এর মত আরেকটি দারুণ সফটওয়্যার হচ্ছে ContaCam। কম্পিউটারকে সিসিটিভি ক্যামেরায় রূপান্তর করতে যা যা ফিচার থাকার কথা সবই আছে এতে। এখানে আপনি প্রতিদিন কত টাইম ফ্রেমে ভিডিও হবে এবং মোশন ডিটেক্ট হবে সেটা সেটআপ করে দিতে পারবেন।
ContaCam, মোশন ডিটেকশনের জন্য ডিফল্ট ভাবে SWF animation ফরমেটে রেকর্ডিং সেভ করবে। ১৬, ০০০ ফ্রেম লিমিটেড জন্য Surveillance সফটওয়্যার SWF ফরমেট ইউজ করতে খুব কমই দেখা যায়। তার মানে আপনি প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম হলে ৯ মিনিটের ভিডিও করতে পারবেন। অবশ্য আপনি চাইলে Movement Detection ট্যাব থেকে Device Settings এ গিয়ে এটিকে AVI হিসেবেও সেট করে নিতে পারেন।
Genius Vision NVR
ডাউনলোড লিংক @ Genius Vision NVR
Genius Vision NVR একটি IP রেকর্ডিং ক্যামেরা যা তাইওয়ানে তৈরি করা হয়। এর ফ্রি ভার্সনটির নাম Community Edition। ফ্রি ভার্সনটিতে ৪ টি ইনটেলিজেন্ট ভিডিও চ্যানেল এবং ১৬ টি চ্যানেলে লিমিট করা। যা সাধারণভাবে ব্যক্তিগত ব্যবহারের জন্য যথেষ্ট।
এই লিস্টের সকল নজরদারি সফটওয়্যারের চেয়ে Genius Vision NVR এর কনফিগারেশন এবং ব্যবহারের ধরন বেশ কঠিন। এখানে মোশন ডিটেকশনকে বলা হয় Video Anlytics, তাছাড়া ইউজার ইন্টারফেসটি আদিম যুগের মনে হবে Windows 98/2000 ব্যবহার করছেন। আমি যখন টেস্ট করি তখন কয়েকবার ক্রাশ ও করেছিল Genius Vision NVR।
iSpy
ডাউনলোড লিংক @ iSpy
iSpy একটি ওপেন সোর্স ক্যামেরা সিকিউরিটি সফটওয়্যার যা অসংখ্য ফিচার নিয়ে এসেছে। এখানে আছে অডিও মনিটরিং সিস্টেম যা অন্য সফটওয়্যার গুলোতে প্রায় দেখাই যায় না। এখানে বিভিন্ন ফিচার থাকায় আপনি সহজেই আপনার শিশু, মেশিন, পশু পাখি, কর্মীদের মনিটর করতে পারবেন।
ওপেন সোর্স সফটওয়্যার iSpy হিসাবে দারুণ কাজ করে। iSpy এর অনেক গুলো ফিচার থাকলেও পেইড ইউজাররা শুধু মাত্র লাইভ স্ট্রিমিং এবং ইমেইল এলার্ট এর মত অতিরিক্ত ফিচার গুলো পায়। আপনি এর ওয়েবসাইটে লগইন করে সব গুলো রেকর্ড ভিডিও ডিফল্ট মিডিয়া প্লেয়ারে রান করতে পারবেন।
Netcam Studio
ডাউনলোড লিংক @ Netcam Studio
জনপ্রিয় ওয়েবক্যাম সফটওয়্যার WebcamXP এবং Webcam 7, নতুন একটি ওয়েবক্যাম ডেভেলপ করেছে যার নাম দিয়েছে Netcam Studio। সফটওয়্যারটির গ্রাফিক্যাল ইন্টারফেস এবং আর্কিটেকচারটি দারুণ। আপনি সহজেই এখানে বিভিন্ন কনফিগারেশন করতে পারবেন। আপনি যদি অসাধারণ সব ফিচারেরে সফটওয়্যার খুঁজে থাকেন তাহলে আপনার জন্য উপযুক্ত হচ্ছে Netcam Studio। অন্য নজরদারি ক্যামেরার সব ফিচারের পাশাপাশি এখানে পাবেন, অডিও ডিটেকশন, লাইসেন্স প্ল্যাট রিকুইজিশন, এবং ক্লাউডের সাথে রেকর্ডিং Sync।
আমি টেস্ট করার জন্য Netcam Studio এর ইন্সটলেশন কিছুটা সমস্যা পেয়েছিলাম। আপনার পিসিতে Netcam Studio ইন্সটল দিতে হলে, .NET Framework 4 এবং Visual Studio 2012 C+ redistributable লাগবে। আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করেন তাহলে Netcam Studio এর রেকর্ডিং গুলোতে ওয়াটার-মার্ক শো করবে।
Rear View Mirror
ডাউনলোড লিংক @ Rear View Mirror
বাকি সব গুলো সফটওয়্যার থেকে বেশ সিম্পল হচ্ছে Rear View Mirror। এখানে শুধু মাত্র মোশন ডিটেকশন হলেই কেবল ভিডিও রেকর্ডিং হবে। কনফিগারেশনের মাধ্যমে এতে এলার্ট চালু করতে পারবেন। এখানে ভিডিও গুলো. Wav ফাইলে সেভ হবে।
অন্যান্য ক্যামেরা সফটওয়্যারের মত Rear View Mirror এ অনেক ফিচার না থাকলেও আমি যখন এটি টেস্ট করি এতে CPU খরচ হয় ১৭% -২০% যা আমার কাছে অস্বাভাবিক লেগেছে।
SecureCam 2
ডাউনলোড লিংক @ SecureCam 2
ওয়েব-ক্যামেরার যাবতীয় ব্যাসিক ফিচার আছে SecureCam 2 তে। SecureCam 2 এর ইন্সটলেশন ফাইল 343KB এর মত। এর মাধ্যমে আপনি ম্যানুয়াল ভিডিও রেকর্ডিং, অটোমেটিক ভিডিও রেকর্ডিং এবং শিডিউল ভিডিও রেকর্ডিং করতে পারবেন সাথে পাবেন মোশন ডিটেকশন, ফ্রেমে টেক্সট ওভার লেপ এবং অনলাইন স্ট্রিমিং। SecureCam 2 এর সাথে আরও পাবেন একটি ভিডিও প্লেয়ার যা দিয়ে MJPG ভিডিও রান হয়।
SecureCam 2 এর একটি লিমিটেশন হচ্ছে এখানে মাত্র ৪ টি ক্যামেরা সাপোর্ট করবে তবে আপনি যদি ডোনেশন দেন তাহলে এখানে ১০০ এর মত ক্যামেরা এড করতে পারবেন।
Sentry Vision
ডাউনলোড লিংক @ Sentry Vision
Sentry Vision একটি ফ্রি ওয়েবক্যাম নজরদারি সফটওয়্যার যা শুধু মাত্র ওয়েবক্যামে কাজ করে IP ক্যামেরায় কাজ করতে পারে না। এটি ভিডিও এবং অডিও দুটিই রেকর্ড করতে পারে যদি কম্পিউটারে মাইক্রোফোন কানেক্ট থাকে। এখানে অন্য সফটওয়্যার গুলোর মতই পাবেন, Motion Detection, Broadcast, Schedule, Email এবং Sound Alert।
এখানে আপনি একটি ইউনিক ফিচার পাবেন যার মাধ্যমে ইমেইলের মাধ্যমে দুর থেকেও এই সফটওয়্যারটি কন্ট্রোল করতে পারবেন, এবং সফটওয়্যারটি হাইট করে রাখতে পারবেন যাতে করে সাধারণ ব্যবহারকারী বুঝতে পারবে না তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও এখানে পাসওয়ার্ড প্রোটেকশনের ব্যবস্থা ছিল কিন্তু আমার কাছে সেটি কাজ করে নি।
Sighthound Video
ডাউনলোড লিংক @ Sighthound Video
দারুণ মোশন ডিটেকশনের মাধ্যমে Sighthound Video সহজেই বুঝে ফেলতে পারবে মানুষের চলাচল। ক্যামেরা এড করার পর সহজে এটি কনফিগারেশন করে নিতে পারবেন। Sighthound Video ব্যবহার করে আপনি দূর থেকেও ক্যামেরা গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন।
Sighthound Video খুবই ইউজার ফ্রেন্ডলি কিন্তু মাল্টিপল প্রসেসে রান হয় বলে এখানে অনেক মেমোরি ইউজ হয়। ফ্রি ভার্সন দিয়ে আপনি একটি ক্যামেরা দিয়ে Low Resolution এ এর ভিডিও রেকর্ড করতে পারবেন।
Yawcam
ডাউনলোড লিংক @ Yawcam
দারুণ দারুণ সব ফিচারের অন্যতম একটি নজরদারি ক্যামেরা সফটওয়্যার হচ্ছে Yawcam। এটি একই সাথে ওয়েবক্যাম এবং IP ক্যাম দুটিই সাপোর্ট করে। একই সাথে আছে, ফাইল সেভ করা, ftp আপলোড, ইমেইল সেন্ড, সাউন্ড এলার্ট, ভিডিও স্ট্রিমিং ইত্যাদি। Yawcam এর আছে বিল্ড-ইন ওয়েব-সার্ভার।
Yawcam রান হতে আপনার পিসিতে অবশ্যই Java থাকতে হবে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে ভিডিও গুলো ইমেজ আকারে সেভ হবে। তবে এর বিল্ড-ইন মার্জ সফটওয়্যার দিয়ে ছবি থেকে ভিডিও বানাতে পারবেন।
Cyberlink YouCam
ডাউনলোড লিংক @ Cyberlink YouCam
ব্যাসিক সিকিউরিটি ক্যামেরার মত HP ল্যাপটপ গুলোতে ডিফল্ট ভাবেই Cyberlink YouCam এর ফ্রি ভার্সন ইন্সটল দেয়া থাকে। এখানেও আপনি পাবেন মোশন ডিটেকশন ফিচার।
এই Cyberlink YouCam সফটওয়্যারে আপনি টাইম ফ্রেম নির্দিষ্ট করে দিতে পারবেন এবং মোশন ডিটেক্ট করার জন্য নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে পারবেন। এর ইমেইল ফিচারটি 5 ভার্সনের জন্য ফ্রিতে পাবেন না, আপনাকে প্যাকেজ কিনতে হবে তবে এর 4 ভার্সনে এটি ফ্রিতেই পেয়ে যাবেন৷ তাই আপনি ফ্রিতে ইমেইল ফিচার পেতে চাইলে এর 4 ভার্সন ব্যবহার করতে পারেন।
Logitech Webcam Software
ডাউনলোড লিংক @ Logitech Webcam Software
Logitech আগে থেকে ওয়েবক্যামের জন্য জনপ্রিয় হলেও তাদের আছে দরুন সিকিউরিটি ক্যামেরা Logitech Webcam Software যা মোশন ডিটেক্ট করে অটোমেটিক ভাবে ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারে। কিছু কিছু ল্যাপটপে এই ক্যামেরা গুলো ইন্সটল করা থাকে। আপনি যদি জানতে চান যে আপনার OEM ক্যামেরা Logitech এর তৈরি কিনা তাহলে Device Manager থেকে দেখুন ইমেজ হার্ডওয়্যার এর আইডি 046D কিনা।
আপনি Logitech Webcam Software ব্যবহার করে মোশন সেনসেটিভিটি এবং রেকর্ডিং এর সময় নির্দিষ্ট করে দিতে পারবেন। একই সাথে আপনি শিডিউল মোশন ক্যাপচারও করতে পারবেন।
ব্যবহার যোগ্যতা এবং ফিচারের উপর ভিত্তি করে ১২ টি সিকিউরিটি ক্যামেরার পার্থক্য গুলো দেখানো হল
আমরা যদি ব্যাসিক ফিচারের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি সব গুলো সফটওয়্যারই ওয়েবক্যাম এবং মোশন ডিটেক্ট করতে পারে। এর মধ্যে শুধু মাত্র iSpy এবং Netcam Studio অডিও ডিটেক্ট করতে পারে যার মাধ্যমে শিশুর কান্নার সাউন্ড মনিটর করা যায়।
আমরা এখানে দেখতে পাচ্ছি কোন কোন সিকিউরিটি সফটওয়্যার গুলো বিল্ড-ইন ভিডিও প্লে করে এবং কোন গুলো আলাদা সফটওয়্যার ব্যবহার করে। আরও দেখতে পাচ্ছি ভিডিও ফরমেট গুলো। এই টেবিলে আমরা আরও জানতে পারছি কোন গুলো লাইভ স্ট্রিমিং করতে পারে। এখানে Rear View Mirror, Sentry Vision, Sighthound Video এবং YouCam সফটগুলোতে কোন ধরনের টেক্সট ওভার-লেপ হয় না। মানে ভিডিও ডেট এবং সময় দেখায় না।
প্রতিটি সিকিউরিটি ক্যামেরার জন্যই ইমেইল নোটিফিকেশন গুরুত্বপূর্ণ। মোশন ডিটেকশনের সাথে সাথে ইমেইল অথবা মেসেজ আমার সিকিউরিটি আরও বাড়িয়ে দিতে সাহায্য করে। সুতরাং এই টেবিলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোন কোন সফটওয়্যার গুলো ইমেইল এবং টেক্সট মেসেজ পাবেন। আরও দেখতে পাচ্ছি কোন কোন সফটওয়্যার ftp সাপোর্ট করবে।
সর্বশেষ আমরা তুলনা করব কোন সফটওয়্যারটি বেশি ইউজার ফ্রেন্ডলি অথবা কতটা মেমোরি দরকার হয়। টেবিলে আমরা সব গুলো সফটওয়্যার এর CPU Usage এবং Memory Usage দেখতে পাচ্ছি। এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হলে, CPU Usage গুলো একটি ক্যামেরা ইন্সটল দেওয়ার পর রেকর্ড করা হয়েছে।
আমার কাছে সেরা মনে হয়েছে Camera Viewer Pro অথবা ContaCam। কারণ দুটি সফটওয়্যারই খুবই কম মেমোরি ব্যবহার করে। Camera Viewer Pro কনফিগারেশন ও সহজ এবং প্রায় সব সিকিউরিটি ফিচারই আছে। দুটি সফটওয়্যার এর মধ্যে Camera Viewer Pro দিয়ে কয়েক বার শিডিউলিং করা যায় সেখানে ContaCam দিয়ে করা যায় একবার। অন্যদিকে দিয়ে ContaCam এডভান্সড ইউজাররা কমান্ড ব্যবহার করতে পারে কিন্তু Camera Viewer Pro ইউজাররা পারে না।
সুতরাং আপনি কনফিগারেশনে কমান্ড ব্যবহার করতে চাইলে ContaCam উপযুক্ত এবং না চাইলে Camera Viewer Proসফটওয়্যারটিই ভাল। তবে আরও সহজে মাউসে ক্লিক করে ইন্সটল করতে চাইলে Sighthound ব্যবহার করতে পারেন। তবে যেহেতু ContaCam এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে সুতরাং বলা যায় সামনে আরও ফিচার নিয়ে আসবে।
কোন বিষয় না বুঝতে পারলে অথবা কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।