টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আলোচনা করব স্মার্ট-ফোনের ফাস্ট চার্জিং নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
বর্তমানে বেশিরভাগ ফোন গুলোই ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিন্তু সব ফোনের সাথে ফাস্ট চার্জিং টেকনোলজির চার্জার দেওয়া হয় না। তো কিভাবে বুঝবেন আপনার ফোনটিতে ফাস্ট চার্জিং কাজ করে কিনা?
আজকে এই টিউনে আমি আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার ফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে কিনা বা নিশ্চিত হবেন প্রযুক্তিটি পুরোপুরি কাজ করছে কিনা।
রেগুলার চার্জিং থেকে বেশ দ্রুত গতিতে ফোন চার্জ হওয়াই হচ্ছে ফাস্ট চার্জিং। ফাস্ট চার্জিং এর আসলে নির্দিষ্ট কোন স্ট্যান্ডার্ড বা চার্জার নেই, যে আপনি বাজার থেকে একটি ফাস্ট চার্জার কিনে ফেলবেন আর আপনার ফোন দ্রুত চার্জ হতে থাকবে। একটি ফোন ফাস্ট চার্জ হবে কিনা সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে যেমন, চার্জার, ক্যাবল, এমনকি কোন কোন ফোন অন্য ফোন থেকে দ্রুত চার্জ হয়।
বেশিরভাগ স্মার্ট-ফোনে Qualcomm QuickCharge সাপোর্ট থাকলেও আরও কিছু স্ট্যান্ডার্ড থাকে যার উপর নির্ভর করে, ফোনটি ফাস্ট চার্জ হবে কিনা। এজন্য অবশ্যই আপনাকে ফোনের স্পেসিফিকেশন, কোন স্ট্যান্ডার্ড সাপোর্ট করে ইত্যাদি ভাল করে দেখে নিতে হবে।
আলাদা আলাদা কোম্পানির ভিন্ন ভিন্ন চার্জিং স্ট্যান্ডার্ড থাকে যেমন
এখন পর্যন্ত Huawei এর ফাস্ট চার্জিং এর মধ্যে আছে Huawei Mate X এর 55W SuperCharge, এর মধ্যে Mate 20 Pro, 40W এ চার্জ হতে পারে। অন্যদিকে iPhones 8 অথবা নতুন ডিভাইস গুলোতে 29W এ চার্জ দেয়া সম্ভব এজন্য অবশ্যই আপনাকে USB-C Charger এবং USB-C to Lightning Cable ব্যবহার করতে হবে।
আপনার ফোনের সাথে ফাস্ট চার্জার পেয়েছেন কিনা এই বিষয়টি নিশ্চিত হতে আপনার দুটি বিষয় জানতে হবে, প্রথমত আপনার চার্জারের Wattage কত? দ্বিতীয়ত ম্যাক্সিমাম কত Wattage এ আপনার ফোন চার্জ হতে পারে।
প্রথম বিষয়টি জানা খুবই সহজ, আপনি চার্জারে দেয়া ইনফো গুলো ভাল করে দেখলেই বুঝতে পারবেন, যেমন আমি নিচে apple এর একটি চার্জার দেখিয়েছি। খেয়াল করলে সব চার্জারের আউটপুট গুলোর Volts এবং Amps দেখতে পাবেন।
যেমন উপরের চার্জারটিতে দেখাচ্ছে 5V, 3A তার মানে এটি 15W চার্জার কারণ Watts= Volts*Amps। যদি আপনার চার্জারে mA লেখা থাকে, এটিকে ১০০০ দিয়ে ভাগ দিন তাহলে Amps বের হবে। এছাড়াও চার্জারে আপনি অনেক আউটপুট দেখতে পাবেন যাতে করে বের করতে পারবেন আপনার চার্জার ফাস্ট কিনা। USB-C পোর্ট চার্জার গুলোতে বিভিন্ন আউটপুট দেখতে পাবেন তবে আশা করছি উপরের ফর্মুলা গুলো ফলো করলে Wattage বের করে ফেলতে পারবেন।
USB-C পোর্ট চার্জার গুলোতে বিভিন্ন আউটপুট দেখতে পারেন তবে আশা করছি উপরের ফর্মুলা গুলো ফলো করলে Wattage বের করে ফেলতে পারবেন।
এবার চেক করার পালা আপনার ফোন কত Wattage পর্যন্ত চার্জ গ্রহণ করতে পারে। এজন্য আপনার ফোনের মডেল অনুযায়ী গুগলে সার্চ দিয়ে সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখুন। যদি আপনার চার্জারের ম্যাক্সিমাম আউটপুট, ফোনের ম্যাক্সিমাম Wattage এর সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন আপনার চার্জারটি ফাস্ট এবং ফোন দ্রুত চার্জ হবে।
আসলে কোন স্ট্যান্ডার্ড চার্জিং Wattage নেই যে পার্থক্য করা যাবে, তবে সাধারণ চার্জার এবং পাওয়ার ব্যাংক গুলো 1A*5W = 5V এ চার্জ সাপ্লাই করে। কম্পিউটার পোর্ট গুলো সাধারণত সাপ্লাই করে 2.5W।
আপনি অবশ্যই মনে রাখবেন পাওয়ার ব্যাংক গুলোর ক্ষেত্রেও ফাস্ট চার্জ ডিপেন্ড করে এর পোর্ট গুলোতে কত Watts আছে।
আপনার পছন্দের ফোনটির চার্জ ফাস্ট হচ্ছে নাকি রেগুলার স্পীডে হচ্ছে এটা বুঝার অনেক পদ্ধতিই আছে। যেমন আপনার ফোন চার্জের সময় যদি লক স্ক্রিনে Charging Rapidly অথবা Fast charging লেখা শো করে তাহলে বুঝবে ফোন দ্রুত চার্জ হচ্ছে।
Huawei এর কিছু ফোনে চার্জের পারসেন্টেজ দুই ডেসিম্যালে দেখায় অন্যদিকে আই-ফোনে ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে দুইবার সাউন্ড হয় যেখানে রেগুলার চার্জিং এর ক্ষেত্রে হয় একবার।
যদি আপনার ফোনে কোন সাউন্ড বা ডিসপ্লেতে ইনডিকেটর না থাকে তাহলে কিভাবে বুঝবেন?
ইনডিকেটর না থাকলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি ফাস্ট চার্জিং হচ্ছে কিনা। এজন্য প্রথমে প্লে-স্টোর থেকে Ampere অ্যাপটি ইন্সটল করে নিন।
সাধারণত এই Ampere অ্যাপটি ইনকামিং চার্জিং কারেন্ট এবং ভোল্টেজ দেখায়, এতে আপনি হিসেব করে বুঝে নিতে পারবেন চার্জিং এর ধরন।
আমরা এখানে পরীক্ষামূলক ভাবে Moto G7 দিয়ে ট্রাই করেছিলাম যা, 5V at 3A, 9V at 2A or 12V at 1.5A পাওয়ারে চার্জ করতে পারে।
Ampere ব্যবহার করে আমরা বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি যেমন চার্জারটি 4.11 V এবং পাওয়ার সাপ্লাই 2960 mA একই সাথে এখানে ব্যাটারির ক্যাপাসিটিও দেখাচ্ছে।
সব মিলিয়ে এই যখন অবস্থা তখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে Wireless চার্জার গুলোর ক্ষেত্রে বিষয়টি কেমন। ওয়ারলেস চার্জারের মিনিমাম স্পীড Qi স্ট্যান্ডার্ডে 5W। তারপরেও কিছু কিছু চার্জার দিয়ে 7.5W, 10W, এমনকি 15W পাওয়ারেও চার্জ হয়।
আপনি যে ফোনই ব্যবহার করেন, যদি এটি ওয়ারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে তাহলে মনে রাখবেন এটি ক্যাবল অথবা ফাস্ট চার্জার থেকে কিছু স্লো থাকবেই।
যেকোনো ডিভাইস ফাস্ট চার্জিং এর জন্য ফোনের টেকনোলোজি, চার্জারের ক্ষমতা, ক্যাবলের বিদ্যুৎ পরিবহন ইত্যাদি বিষয় জড়িত থাকে সুতরাং দ্রুত চার্জের জন্য আপনাকে সব গুলো বিষয়ই মাথায় রাখতে হবে।
আরেকটি বিষয় মনে রাখবেন, কখনো অন্য ফোনের ফাস্ট চার্জার নিজের ফোনে ব্যবহার করবেন না কারণ চার্জার গুলো নির্দিষ্ট প্রযুক্তি দিয়ে নির্দিষ্ট ফোনের জন্যই বানানো হয়।
আশা করছি আপনাদের ফাস্ট চার্জিং নিয়ে আর কোন কনফিউশন থাকবে না। কোন বিষয় না বুঝতে পারলে অথবা কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।