আমি মূলত একজন অ্যান্ড্রয়েড ইউজার। ছোটবেলা থেকেই অ্যান্ড্রয়েড দুনিয়ায় থেকেছি। যদিও মাঝে একবার মাত্র ১ মাসের জন্য আইফোনে চলে গিয়েছিলাম। আজকে আমি নিয়ে এলাম আমার নিজস্ব ব্যক্তিগত কিছু অ্যান্ড্রয়েড ডেইল ইউসেজ টিপস এবং হ্যাকস যেগুলো আপনার প্রতিদিনকার অ্যান্ড্রয়েড ব্যবহারে অবশ্যই কাজে লাগবে। এই টিপসগুলো আমি নিজে ব্যবহার করি এবং এগুলো অ্যান্ড্রয়েড কেন্দ্রিক হলেও কিছু কিছু টিপসকে আপনি ক্রসপ্লাটফর্ম মোবাইল ডিভাইসেও ব্যবহার করতে পারবেন। প্রায় বেশ কয়েকটির মতো অ্যান্ড্রয়েড সিক্রেটস, টিপস এবং ট্রিক্স থাকছে আজকের টিউনে। আর টেকটিউনসে প্রায় ২ বছর পর লিখছি, আশা করি আমাকে সবাই ভুলে যাননি! তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই:
১) অ্যান্ড্রয়েড কিংবা আইফোন বা বাটন সেট যেটাই বলেন না কেন, মোবাইল ফোনের মূল কাজ হচ্ছে কল করা এবং কল রিসিভ করা। আর যারা এখনো টেলিফোন ব্যবহার করেন এবং আগে যারা করেছেন যেখানে দেখবেন যে Redial নামে একটি বাটন থাকে যেটা সর্বশেষ যে নাম্বারে ডায়াল করা হয়েছিলো যেটায় রিডায়াল করবে। অবশ্য বর্তমানে অ্যান্ড্রয়েডে এই অপশনটি নেই আপনাকে মেনুয়্যাল ভাবে ফোন লগ থেকে নাম্বার খুঁজে তারপরই ডায়াল করতে হয়। কিন্তু আপনি জানেন কি ডায়াল প্যাড খুলে কল বাটনে প্রেস করলেই আগের ডায়ালকৃত নাম্বারটি বোর্ডে আপনাআপনিই চলে আসবে!
২) অ্যান্ড্রয়েডের সবথেকে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আর আজকের ২য় টিপ হচ্ছে একটি কুইক টিপ! আপনি জানেন কি ক্রোমের এড্রেস বারে যদি আপনি ডানে/বামে সোয়াইপ করেন তাহলে আপনার অনান্য চালুকৃত ট্যাবের মধ্যে সুইচ করা যায়? এভাবে দ্রুততর সোয়াইপ করতে পারবেন।
৩) বাসায় ওয়াইফাই থাকলে যে প্রশ্নের মুখোমুখি আপনাকে হতেই হয় সেটা হলো ওয়াইফায়ের পাসওর্য়াড। আবার বাসায় মেহমান আসলে তো কথাই নেই। তাদের জন্য আলাদা নেটওর্য়াক খুলতে পারেন যদি প্রাইভেসি নিয়ে সমস্যা থাকে, কিন্তু আলাদা নেটওর্য়াক খুলতে গেলে যেটা একদিকে যেমন ঝামেলার জিনিস ঠিক তেমনি রাউটার নিয়ে জ্ঞান না থাকলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তাই সরাসরি চলে যান QR Stuff ওয়েবসাইটে এবং এখানে এসে আপনার ওয়াইফায়ের ডিটেইল লিখে ফেলে এন্টার দিন। তাহলে দেখবেন আপনার ওয়াইফাইয়ের জন্য QR কোড চলে এসেছে। এবার এই QR কোডটি সবার সাথে শেয়ার করুন।
৪) আমার মতো যারা টিনের ঘরে বসবাস করেন অথবা যারা বাস/ট্রেন/লঞ্চ ইত্যাদিতে জার্নি করেন তখন দেখবেন যে মাঝে মাঝে ফোন নেটওর্য়াকে বেশ ঝামেলা করবে। তখন এই কুইক টিপসটি ট্রাই করতে পারেন। মোবাইলের নোটিফিকেশন বার থেকে Airplane মোডটি চালু করুন, ২/৩ মিনিট অপেক্ষা করে তারপর Airplane মোডটি অফফ করে দিন। এতে আপনার নিকটস্ত সেলফোন টাওয়ারের সাথে সংযুক্ত হবে।
৫) যারা মোবাইলে ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য আমি বলবো যাবতীয় ফটো এডিটিং (প্রফেশনাল এবং ক্যাজুয়াল) এর জন্য Adobe Lightroom অ্যাপটি ব্যবহার করুন। প্রিমিয়াম এই অ্যাপটিকে পিসি লেভেলের ফটো এডিটিং ফিচার দিয়ে রাখা হয়েছে।
৬) অনেক সময় মোবাইল আমাদের হারিয়ে যায়, আর হারিয়ে গেলে যেই মোবাইলটা পাবে সে যদি ভালো মনে মানুষ হয়ে থাকে তাহলে প্রথমেই ডিভাইসটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করবে। আর ডিভাইস চুরি করার উদ্দেশ্যে নিয়ে গেলে তো কথাই নেই। কিন্তু ওই সব ভালো মনের মানুষের জন্য আপনি লক স্ক্রিণে আপনার অন্য কোনো ফোনের নাম্বার দিয়ে রাখতে পারেন যেটায় ব্যক্তিটি কল করে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু মনে রাখবে হারিয়ে যাওয়া মোবাইলেরই নাম্বার দিয়ে রাখলে এই টিপসটি আপনার কোনো কাজে আসবে না!
৭) নতুন কোথাও বেড়াতে গেলে কিংবা সাইকেলে বাইক রাইড দিতে দিতে কখনো পথ হারিয়ে ফেলেছেন? ওদিকে গুগল ম্যাপ দেখে যে একটা গতিবিধি করবেন সেটাও করতে পারছেন না কারণ মোবাইলের চার্জ একদম শেষের দিকে। আর মোবাইল ডাটা অন রেখে আবার গুগল ম্যাপ ব্যবহার করতে গেলে বেশ দ্রুতই চার্জ ফুরিয়ে যাবে! তাহলে কি করবেন? এখানে আমার বুদ্ধি হচ্ছে গুগল ম্যাপের একটি স্ক্রিণশট নিয়ে নিন এবং ছবি অনুসারে নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আনুমানিক ভাবে যেতে থাকুন। সেখানে এসে আবারো কিছুক্ষণের জন্য ডাটা এবং ম্যাপ অন করলেন। এভাবে নরমালের থেকে বেশ বেশিক্ষণের জন্য চার্জ ধরে রাখতে পারবেন।
৮) বর্তমানের সব ফোনেই ফ্ল্যাশ থাকে। কিন্তু আমাদের অনেকেই বিপদের সময় একে টর্চলাইট হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু ভুলে যাই যে এটা ফ্ল্যাশলাইট, টর্চলাইট নয়। তাই কোনো অন্ধকার রুমে ফ্ল্যাশ চালু করলে দেখবেন যে আলোটি একমুখি হয়ে থাকে। আর এই সমস্যা থেকে দ্রুত উত্তরণ করতে একটি কাঁচের গ্লাসে পানি নিয়ে সেটা ফ্ল্যাশের উপরে রেখে দিন, তাহলে দেখবেন যে আলোটি চারিদিকে ছড়িয়ে গিয়েছে। তবে লক্ষ্য রাখবেন যে গ্লাসের ওজনে যাতে ক্যামেরা লেন্সের কোনো ক্ষতি না হয়।
৯) সব সময় চেষ্টা করবেন একটি আঙ্গুলেরই ভিন্ন ভিন্ন এঙ্গেলের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রি করতে। কারণ প্রতিটি ডিভাইসেই ১০০% শুদ্ধ ফিঙ্গারপ্রিন্ট সার্ভিস আপনাকে দিতে পারবে না। ৩ থেকে ৫% চান্স থাকে ফিঙ্গারপ্রিন্ট মিস করে যাবার। কিন্তু্ আপনি যদি একই ফিঙ্গারের ভিন্ন ভিন্ন এঙ্গেল থেকে রেজিস্ট্রি করিয়ে থাকেন তাহলে আর মিস যাবার চান্স থাকবে না। মানে ১০০% না হলেও ৯৯% চান্স থাকবে মিস না হবার।
১০) প্রায় সকল ডিভাইসেই এই ট্রিকটা কাজ করার কথা। আমরা প্রায় সবাই কম বেশি ওয়েব ব্রাউজ করে থাকি। আর অনেক সময় দেখা যায় যে নিউজ ব্রাউজ করতে করতে আমাদেরকে ওই সাইটের URL টিকে কপি করার প্রয়োজন হয়ে থাকে। আর সে জন্য আমরা স্বাভাবিকভাবে এড্রেস বারে গিয়ে পুরো সাইটের নামকে কপি করতে যাই। কিন্তু অতি সহজেই এটা অন্ন্যভাবেও করা যায়। তা হলো ক্রোমের 3 dots মেন্যু থেকে Share বাটনে চাপলে দেখবেন যে Copy to Clipboard অপশন থাকবে, যেটায় ট্যাপ করলেই সাইটটি কপি হয়ে যাবে।
১১) মোবাইলে Tethering ফিচারটির ব্যাপারে তো জানেনই! এটার মাধ্যমে আপনার মোবাইলের ডাটাকে অনান্যদের সাথে WiFi এর মাধ্যমে শেয়ার করা যায়। কিন্তু NetShare নামের একটি অ্যাপের মাধ্যমে আপনি আপনার মোবাইলের WiFi কেও Tethering এর মতো শেয়ার করতে পারবেন। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে কোনো প্রকার রুট এর ঝামেলা নেই এতে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!