মুসলমান হলে এই অ্যাপটি আপনার ফোনে থাকা অবশ্যই জরুরী

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

হ্যালো বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ, আমরা আমাদের দৈনন্দিনের বেশিরভাগ কাজ ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করে থাকি। ইন্টারনেট ব্যবহার করে যেকোন বিষয় জানতে হলে আমাদের প্রয়োজন হয় একটি ব্রাউজার। যার মাধ্যমে সহজেই ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্য জানা যায়। কিন্তু আমরা প্রতিনিয়ত যে ব্রাউজার গুলো ব্যবহার করি সেই ব্রাউজার গুলোর ভালো দিকের পাশাপাশি অনেক খারাপ দিকও রয়েছে। যার ফলে আমাদের মধ্যে খারাপ বিদ্যমান হচ্ছে। আর এই থেকে বাচার জন্য মুসলমানরা নিয়ে এসেছে একটি অসাধারণ ব্রাউজার। যার মাধ্যমে আপনি কোন খারাপ সাইটে প্রবেশ করতে পারবেন না। এবং রয়েছে অনেক অসাধারণ ফিচার।

এই ব্রাউজারটি ব্যবহার করার মাধ্যমে আপনি অনেক গুলো সুবিধা উপভোগ করতে পারবেন। কোন দিকে কিবলা তা সঠিকভাবে জানতে পারবেন। নামাজের সময়সূচি সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া আপনি যদি কোন নতুন জায়গায় যান তাহলে এই ব্রাউজারের মাধ্যমে কোথায় মসজিদ রয়েছে তা জানতে পারবেন। তাদের নিজস্ব অনেক গুলো ফোরাম রয়েছে যেখানে প্রশ্ন করে এই ব্রাউজার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো চলুন কিভাবে এটি ইনস্টল এবং ব্যবহার করতে হয়।

 

কিভাবে ইনস্টল এবং ব্যবহার করবেন?

ব্রাউজারটি ইনস্টল করার জন্য প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। সেখানে গিয়ে সার্চ বারে সার্চ করবেন salam web তাহলে নিচের মতো একটি অ্যাপ দেখতে পাবেন।

এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিবেন। এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপটি অপেন করবেন। এরপর নিচের মতো একটি পেজ আপনার সামনে অপেন হবে।

এখানে আসার পর দেখতে পাবেন অ্যাপটি একদম নিচে লেখা রয়েছে Procced সেখানে ক্লিক করবেন। তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে।

এই পেজটিতে আপনার লোকেশন চাইবে। আপনি যদি লোকেশন শেয়ার করতে চান তাহলে নিচের Share location বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার কাছে লোকেশন অন করার অনুমতি চাইবে এবং আপনি allow বাটনে  ক্লিক করবেন। যদি আপনি লোকেশন শেয়ার করেন তাহলে কোন দিকে কিবলা রয়েছে তা সহজেই জানতে পারবেন। আর যদি লোকেশন শেয়ার না করতে চান তাহলে Not now বাটনে ক্লিক করবেন।

আপনি যদি নামাজের সময় নটিফিকেশন পেতে চান তাহলে এই পেজের নিচে থাকা Turn on notifications বাটনে ক্লিক করুন। আর যদি না চান তাহলে Not now বাটনে ক্লিক করুন।

এবার আপনার ব্রাউজারটি ব্যবহার জন্য তৈরি হয়ে গেছে। এখানে শুধু মাত্র Let's Start বাটনে ক্লিক করুন।

ব্রাউজারটির হোম পেজে আপনি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অপশন দেখতে পাবেন। এখানে প্রথমে আপনি দেখতে পাবেন বর্তমানের তাপমাত্রা। তারপর একটি অপশন দেখতে পাবেন যেখানে পরবর্তী নামাজ কয়টা বাজে তা সম্পর্কে বলা আছে। এরপর একটি অপশন রয়েছে যেখানে লেখা আছে Mosques এখানে ক্লিক করবেন।

এখানে আপনার আশে পাশে থাকা সকল মসজিদের লোকেশন দেখতে পাবেন। যার ফলে আপনি কোন নতুন জায়গায় গেলেও ব্রাউজারটির মাধ্যমে আশে পাশে থাকা মসজিদের লোকেশন সহজেই খুঁজে পাবেন। যেকোন একটি মসজিদের উপর ক্লিক করলে আপনাকে গুগল লোকেশনে নিয়ে যাবে। এবং মসজিদটির সঠিক লোকেশন আপনাকে দেখাবে।

এখানে আরেকটি অপশন রয়েছে Qibla নামে। এখানে ক্লিক করবেন।

এই অপশনটির মাধ্যমে সহজেই আপনার কোনদিকে কিবলা তা সঠিক ভাবে জানতে পারবেন। যার মাধ্যমে আপনি আপনার নামাজের দিক ঠিক করে নিতে পারবেন।

শেষে যে অপশনটি রয়েছে তা হলো Talks অপশন। যার মাধ্যমে আপনি তাদের সাথে চ্যাটের মাধ্যমে বিভিন্ন জিনিস জানতে পারবেন। এবং আপনি চাইলে তাদের ফোরাম গুলোতেও ম্যাসেজ করতে পারেন।

আশা করি ব্রাউজারটি আপনাদের অনেক কাজে লাগবে। তাই আর দেরি না করে এখনই গিয়ে ডাউনলোড করে ফেলুন। এবং নিশ্চিন্তে ব্যবহার করুন।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো পোষ্ট।ভালো লাগলো।

আমার সাইট: https://www.bitlap.xyz