কোন ‍সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ করুণ

টেকটউনস এ এটাই আমার প্রথম টউন।

যদি কোন ভুল হয় তাহলে এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি

যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্য আমার এই টউন। আজ আমি আপনাদের সাথে শেয়ার

করবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়া উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ করা যায়। তাহলে

কাজের কথায় আশা যাক।

Customize the Windows 7 log-on screen

উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে Run এ

Run এ গিয়ে Regedit লিখে enter চাপুন তারপর চলেযান নিচের মত করে

HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground

তাতে ডাবল ক্লিক করুণ তারপর দেখবেন একটা বক্স এসেছে সেই বক্সের Value data: ঘরের 0 কে 1

বানিয়ে দিয়ে ok করুণ।

তারপর আপনার পছন্দ মত ছবি নিন যার সাইজ হতে হবে 256KB এর মধ্যে হতে হবে। ছবি নির্বাচন

হয়ে গেলে সেই ছবিটি কপি করে চলেযান নিচের মত করে

C:\Windows\system32\oobe\info\backgrounds folder এ গিয়ে ছবিটি পেস্ট করুণ এবং তার নাম দিন backgroundDefault.jpg ব্যাস কাজ শেষ তারপর কম্পউটার Reboot করুণ আর উপবভাগ করুণ আপনার লগ অন স্ক্রিণ।

বি:দ্র: oobe folder এ গিয়ে যারা info\backgrounds folder না পাবেন তারা নিজেরা এই folder তৈরি করে নিন তাহলে কাজ হয়ে যাবে।

ভালো লাগলে কমেন্টস করবেন

Level 2

আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজের টিউন ধন্যবাদ। চালিয়ে যান। টেকটিউনসে স্বাগতম।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ।

Good

    Level 2

    ধন্যবাদ; ভাই techtunes এর প্রোফাইলে নিজের ছবি কীভাবে দেব যানালে উপকৃত হতাম।

আপনি লিখেছেন যে Background এ গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground. কিন্তু OEMBackground ayta to passi na. pls help me.

    Level 2

    OEMBackground যদি না পান তাহলে ঐ স্থানে মাউসের রাইট পাশের কী চাপুন তাহলে দেখবেন New এখানে গিয়ে DWORD (32-bit) Value তে ক্লিক করুণ তাহলে দেখবেন New Value তৈরি হয়েছে। তখন সেটার নাম Rename করে লিখুন OEMBackground এর পর বকী কাজ আগের মত করুণ তাহলেই কাজ হয়ে যাবে।

আপনার প্রথম টিউন হিসেবে বেশ ভাল হয়েছে 🙂

    Level 2

    ভাই techtunes এর প্রোফাইলে নিজের ছবি কীভাবে দেব যানালে উপকৃত হতাম।

    Level 2

    ভাই techtunes এর প্রোফাইলে নিজের ছবি কীভাবে দেব যানালে উপকৃত হতাম। কমেন্ট করার জন্য আপনাকে নেক ধন্যবাদ।

    http://en.gravatar.com/signup এখানে যেয়ে রেজিস্ট্রেশান করুন। আপনি এই টেকটিউনসে যে ইমেইল দিয়ে রেজিস্টার করেছেন, সেই ইমেইল দিয়ে গ্রাভাটার এ অ্যাকাউন্ট খুলুন। ওখানে আপনার কোনো ছবি আপলোড করুন। তারপর অটো টেকটিউনসে আপনার সেই ছবিটা দেখাবে। শুধু এখানেই না, বিভিন্ন ব্লগ ও ফোরামে ও আপনার গ্রাভাটার অ্যাকাউন্ট থেকে ছবি শো করবে, 🙂

    Level 2

    ভাই আমি একাউন্ট খুলে ছবি যুক্ত করলাম কিন্তু হলোনা তো। এখন কী করব?

    ভাই আপনি যে ইমেইল আইডি দিয়ে টেকটিউনসে রেজিস্টার করেছেন, সেই ইমেইল আইডি দিয়েই গ্রাভাটারে অ্যাকাউন্ট খুলেছেন তো? আমার কিন্তু ওভাবেই করা।

C:\Windows\system32\oobe\info\backgrounds folder এ গিয়ে ছবিটি পেস্ট করুণ এবং তার নাম দিন backgroundDefault.jpg ব্যাস. kintu bhaia ami to info te jawar por backgrounds folder ta paita c na.INTEL_BADGE name akata inteler logo ase matro. akhon upay?

    Level 2

    C:\Windows\system32\oobe\info এই পর্যন্ত যদি পেয়ে থাকেন তাহলে backgrounds folder টি নিজে তৈরি করুণ তারপর ঐ folder এ ছবিটি পেস্ট করুণ তাহলেই হবে। আর যদি info\backgrounds এই দুটি folder ই না থাকে তাহলে info\backgrounds folder এই দুটি folder ই তৈরি করুণ তাহলেই হবে।

Level 0

ভাইয়া কাজ হচ্ছেনা তো? instruction অনুযায়ী সব কিছুই তো করলাম কিন্তু বাকগ্রাউন তো চেঞ্জ হচ্ছেনা?

    ছবিটা অবশ্যই ২৫৬ কেবি এর কম হতে হবে। আর JPG বা BMP ফরম্যাটের হতে হবে

    Level 0

    its in JPG fromat n size is 228K but still not working!!!

Level 0

সবই তো ঠিক ঠাক করলাম কিন্তু কাজ হয়
না।

sob bhua