আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করুন খুব সহজেই

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। অনেকদিন পর টেকটিউনসে আজকে একটি টিউন করছি। বিভিন্ন ব্যস্ততার কারণে টিউন করা হয় না। আজকের সিদ্ধান্ত নিলাম একটি টিউন করব। টিউন টাইটেল দেখে আপনি বুঝতে পারছেন আমার টিউনের বিষয় কি? এরপর আবারও বলছি আমার আজকের টিউনের বিষয় হলো কিভাবে আপনি আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন। আমি মূলত ডি লিংক রাউটার এর পাসওয়ার্ড বের করার নিয়ম কি দেখাবো।

আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াইফাই কানেক্ট করে থাকি। অনেক সময় আমরা কিছু ওয়াইফাই কানেক্ট করে থাকলে যেগুলোর পাসওয়ার্ড আমরা জানি না। অনেকে আমাদের ফোনে ওয়াইফাই কানেক্ট করে দেয় কিন্তু পাসওয়ার্ড বলে না। আপনি চাইলে ওই কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড খুব সহজে বের করে নিতে পারবেন এবং যেকোন সময় আপনি আর অন্য কারো সাহায্য ছাড়াই নিজে ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি।

প্রথমে আপনি আপনার সেটিংস থেকে ওয়াইফাই অপশন এ যান। এরপর কানেক্ট করা ওয়াইফাই টির উপর আঙ্গুল দিয়ে চেপে ধরুন।

তারপর দেখবেন একটি উইন্ডো আসবে যেখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে। আপনি স্ক্রিনশট নিয়ে কিউআর কোড টি সংগ্রহ করে রাখুন। এরপর আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিংক হল। এই ওয়েবসাইটে গিয়ে আপনি যে কিউআর কোডটি সংগ্রহ করেছেন তা আপলোড করে দিন। এরপর সাবমিট এ ক্লিক করুন। তাহলেই আপনি দেখতে পারবেন আপনার কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড টি।

এভাবেই আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন আপনার কাঙ্খিত ওয়াইফাই পাসওয়ার্ড। তাহলে দেরি না করে আপনিও বের করে নিন। আপনার যদি বিষয়টি বুঝতে সমস্যা হয় নিচে আমি এই বিষয়ে একটি ভিডিও দিচ্ছি ভিডিওটি দেখে নিন।

আপনি যদি নিয়মিত বিভিন্ন মোবাইল টিপস পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আশাকরি আপনার উপকারে আসবে।

আমাদের ইউটিউব চ্যানেল লিংক: Android Poribar

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস