Nid card এর গোপন আইডি নম্বরের মানে জেনে নিন

Nid card এর গোপন আইডি নম্বরের মানে জেনে নিন

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকের ই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র। আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি কিন্তু এই ১৩ সংখ্যার মানে
কি?

1. প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার
আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই
কোড ২৬।

2. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও (RMO)
কোড।
• সিটি কর্পোরেশনের জন্য – ৯
• ক্যান্টনমেন্ট – ৫
• পৌরসভা – ২
• পল্লী এলাকা – ১
• পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
• অন্যান্য – ৪

3. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা
থানা কোড।

4. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর
জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি
কর্পোরেশনের জন্য)

5. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময়
আপনি যে ফর্ম পূরণ করেছিলেন টা সেই ফর্ম
নম্বর।

বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি
কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে
জন্মসাল!

ভাল লাগলে আমাদের সাইটে ঘুরে আসার অনুরোধ রইলো - https://www.mohinbd24.com

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস