নিম্নোক্ত গুরুত্ত্বপূর্ণ কাজগুলো করে আমাদের কম্পিউটারে গতি বাড়াতে পারি। যেমন:
উইনডোজ কম্পিউটারের জন্য খুব গুরুত্ত্বপূর্ণ টুলস। এর সাহায্যে হার্ড ডিস্ক এর ডাটাকে কমপ্রেস করে সাজিয়ে রাখা যায়, ফলে কম্পিউটারের গতি বৃদ্ধি পায়।
Windows Start >Defragment and Optimize Drive ক্লিক করুন। ধাপে ধাপে সবগুলো ড্রাইভে কাজটি করুন।
প্রতিদিন কম্পিউটার ব্যবহার করার ফলে অনেক অপ্রয়োজনীয় ফাইল কম্পিউটারে জমা হতে থাকে। এসব Junk ফাইল কম্পিউটার গতি অনেক কমিয়ে দেয়। Disk cleanup টুলস্ ব্যবহারে মাধ্যমে এসব Junk ফাইল মুছে ফেলতে পারেন। অথবা C-Cleaner সফট্ওয়ারটি ব্যবহার করতে পারেন। এখান থেকে ডাউনলোড করুন। আমি অনেকদিন ধরে ব্যবহার করছি।
Windows Start> Disk CleanUp একে একে সকল ড্রাইভ ক্লিন করুন। C -drive ক্লিন করা বেশি জরুরী। কারণ সি-ড্রাইভে Windows Os থাকে। এই কাজটি মাঝে মাঝে করতে হবে।
হার্ডিডস্ক প্রযুক্তিটি পুরোনো। প্রসেসর বা র্যাম যতো বেশি হক না কেন হার্ড ডিস্কের কারণে আপনি প্রত্যাশিত গতি পাবেন না। কারণ হার্ড ডিস্ক এর চাকতি ঘুরে ঘুরে ডাটা সরবরাহ করে। একটি হার্ডিডস্ক এর গতি ৫২০০ আরপিএম থেকে- সর্বৌচ্চ ৮, ০০০ আরপিএম। আপনার পিসি যতই হাই কনফিগারেশনের হোক না কেন। হার্ডডিস্ক স্লো হওয়াতে আপনি স্পীড পাবেন না। আমি আমার কম্পিউটারে SSD লাগিয়েছি। খুব ভালো কাজ করছে। পিসি স্লো হলো মেজাজ খারাপ হয়ে যায়। SSD/M.2 লাগালে অনেক ফাস্ট হবে।
পিসিতে যদি আপনি লাইসেন্স/অরিজিনাল সফট্ওয়ার ব্যবহার করেন ভালো পার্ফমেন্স পারেন। ভাইরাসে আক্রান্ত হবার ভয় থাকে না।
কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সফট্ওয়ার আনইনস্টল করে গতি বাড়ানো যায়। অনেক বেশি প্রোগ্রাম থাকলে তা র্যাম ও প্রসেসর এর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা কম্পিউটারের গতি কমিয়ে দেয়। অনেক সময় পিসি হ্যাং করে। প্রয়োজনীয় সফট্ওয়ার গুলো আপডেট করে ব্যবহার করুন।
Windows Start.>Control Panel>Programs And Features থেকে অপ্রয়োজনীয় সফট্ওয়ার আনইনস্টল করুন। অতিরিক্ত সফটওয়ার আপনার কম্পিটারের গতি অনেক কমিয়ে দেয়।
এই সমস্যায় অনেক বেশি ব্যবহারকারী ভোগে থাকেন। অনেক কম্পিউটার চালু হতে সময় নেয়। এর মূল কারণ আপনার কম্পিউটার যখন চালু হয় তখন অনেক প্রোগ্রাম অটোমেটিক চালু হয়ে যায়। এর মধ্যে অনেক গুলো প্রোগ্রাম অপ্রয়োজনীয়। এই অপ্রয়োজনীয় সফট্ওয়ার গুলো প্রসেসর ও র্যাম এর উপর চাপ সৃষ্টি করে ফলে পিসি চালু হতে বেশি সময় নেয়। আমি নিজে অনেক দিন সমস্যায় ছিলাম। ধাপে ধাপে কিছু কাজ করলে স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করে পিসি ফাস্ট করা যায়। কাজগুলো একবার করলেই হবে। বার বার করার প্রয়োজন নেই।
অটোস্টার্ট প্রোগ্রাম বন্ধ করার করার ধাপ গুলো আমি নিচে দেখিয়েছি। আপনারা নিচের ভিডিওটি অনুসরণ করতে পারেন। সমস্যা হলে জানাবেন। আমি সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ।
জীবন রক্ষাকারী এমএস এক্সেল টিপস্ এন্ড ট্রিকস্, সবারই জানা অতি প্রয়োজন, নিজের মহা-মূল্যবান সময় বাঁচান
আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।