!! চারটি মজার ট্রিকস !!

আজকে চারটি মজার ট্রিকস সবার সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের সবার কাছেও ভাল লাগবে।

১. ফোল্ডার নাম

একটি নতুন ফোল্ডার তৈরি করে নাম দিন CON । দেখুন তো পরিবর্তন করতে পারেন কিনা। চেষ্টা করলেও কোন ফোল্ডারের নাম এই নামে দেওয়া সম্ভব না। অবশ্য এটি পূর্বে তৈরিকৃত ফোল্ডারের ক্ষেত্রেও হবে।

২. নামহীন ফোল্ডার

যেকোন একটি ফোল্ডারকে নামহীন করতে পারেন নিমিষেই। ফোল্ডারটি রিনেম করে Alt+0160 অর্থাৎ Alt কী চেপে ধরে নিউমেরিক্যাল প্যাড থেকে 0160 চেপে Alt কী ছেড়ে দিন। দেখুন ফোল্ডারটি নামহীন হয়ে গেছে।

৩. টুইন টাওয়ারে হামলা

আপনারা হয়তো জেনে থাকবেন টুইন টাওয়ারে হামলার সময় যে প্লেন ব্যবহার করা হয়েছিল তার মধ্যে একটির নাম Q33N । তাই এবার নোটপ্যাড খুলে লিখুন Q33N আর লেখা হয়ে গেলে Format মেনু থেকে ফন্ট পরিবর্তন করে Wingdings করে দিন এবং ফন্ট সাইজ 72 নির্ধারন করুন। এখন সেভ করুন। দেখুন তো কিছু বুঝা যায় কিনা।

 ৪. নোটপ্যাড ডায়েরি

নোটপ্যাডকে ডায়েরি হিসেবে ব্যবহার করা যায় খুব সহজে। নোটপ্যাড খুলে লিখুন .LOG এবং যেকোন নাম দিয়ে সেভ করুন। এবার সেভ করা ফাইলটিকে ডায়েরি হিসেবে ব্যবহার করা যাবে। ফাইলটি যতবার ওপেন করা হবে ততবারই ঐ মুহূর্তের সময় সহ তারিখ সংযুক্ত হতে থাকবে আর তাতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যাবলী লিখে রাখতে পারবেন।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মিথুন ভাই জটিল জিনিস শিখাইলেন। আপনার লেখাগু্লি আমার খুব ভাল লাগে।

অসাধারন !!!

Level 0

khobi valo laghlo.chalie jan

বাহ বেশ মজার তো, খুব ভাল লেগেছে।

Level 0

দারুন ট্রিক্স এক কথায় অসাধারন।

ভাই আমার তো নাম নাই, ফোল্ডারেরো নাম নাই। কি মজা হি: হি: হি:

Level 0

boss jotil hoiche. thankx

আপনি লিখলেন ‘অপরিবর্তনীয় ফোল্ডার’ যাতে মনে হয় এমন একটি ফোল্ডার তৈরী করা যার নাম কখনোই পরিবর্তণ করা যাবে না।
কিন্তু লিখলেন কী?
CON নামে ফোল্ডার তৈরী করা যায় না, এটা একটা ব্যাপার, আর অপরিবর্তনীয় ফোল্ডার হলো আরেকটা ব্যাপার।
শিরোনামের সাথে বর্ণনার মিল থাকা দরকার। তা না হলে পাঠক বিভ্রান্ত হতে পারে।
ধন্যবাদ।

‘আমরা একটি ফোল্ডার তৈরি করবো যার নাম পরিবর্তন করা যাবে না।’ – এটা পড়ে আমিও কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম।
আপনি লিখতে পারতেন – আমরা একটি ফোল্ডার তৈরি করবো যার নাম CON করা যাবে না।

৩. টুইন টাওয়ারে হামলা

আপনারা হয়তো জেনে থাকবেন টুইন টাওয়ারে হামলার সময় যে প্লেন ব্যবহার করা হয়েছিল তার মধ্যে একটির নাম Q33N । তাই এবার নোটপ্যাড খুলে লিখুন Q33N আর লেখা হয়ে গেলে Format মেনু থেকে ফন্ট পরিবর্তন করে Wingdings করে দিন এবং ফন্ট সাইজ 72 নির্ধারন করুন। এখন সেভ করুন। দেখুন তো কিছু বুঝা যায় কিনা।

এইটা খুব ভালো লেগেছে।

Level 0

3 এবং 4 নাম্বারটা বেশি জটিল, শেয়ার করার জন্য ধন্যবাদ

জটিল!!!!!!!!

সংশোধন করে দিলাম। পথিক এবং ভাবুককে ধন্যবাদ।

JOTILLLLLLLL,,খুব ভাল লেগেছে

জটিলস । অসাধারন।

Level 2

টুইন টাওয়ারের ব্যপারটা আশ্চর্য লাগল !

এই লেখা গুলো আগে টিউন করা হয়েছে ।একটু দেখে টিউন করুন আর আপনি হয়তো বলবেন অনেকে জানে না কিন্তু এই লেখা গুলো আগে যারা টিউন করেছে তাদের কাছে আপনার এই টিউনটা ভাল লাগবে না তাই নতুন কিছু শেয়ার করুন।শুধুই টপ টিউনার হওয়ার জন্য টিউন করা বাদ দিন।
আর আমার মন্তব্য খারাপ ভাবে নিবেন না আমি আপনার কিছু অসাধারন টিউনের ভক্ত।

মনে করেন আপনার একটা অসাধারন টিউনে মন্তব্য পেলেন আটটি আর অনেক দিনপর অন্য একজন একই টিউন করে মন্তব্য পেল 16 -17 টি তাহলে আপনার কেমন লাগবে?আশাকরি আপনি আমার কথাটি বুঝতে পেরেছেন।

Level 0

মেহেদী ভাইয়ের সাথে একমত।

Level 0

First two are really excellent. Third one was discussed much that time and the last one was tuned several days ago.
Anyway great tune.
Continue buddy.

Level 0

yes i make con folder name.

1-go to run
2-type cmd
3- md \\.\c:\con

মেহেদী ভাইকে বলছি, আমি প্রতিটি টিউন করার পূর্বে ভালভাবে দেখে তবেই টিউন করি। আর এই টিউনটি যেহেতু নির্দিষ্ট কোন টপিকের উপর নয় তাই টিউন করার আগে সেভাবে খুঁজে দেখা কি সম্ভব? তবুও থেকে যেতেই পারে। টেকটিউনস আর্কাইভ কত বড় জানেন? সহস্রাধিক টিউন সমৃদ্ধ আর্কাইভ। তাহলে কি একটা একটা করে খুঁজে দেখব? আর যে বা যারা আগে টিউন করেছে তা কি তাদের উদ্ভাবিত? নাকি তা টেকটিউনসের নীতিমালার পরিপন্থী। আপনার অবগতির জন্য বলছি, এক টিউন একাধিকবার হতেই পারে, আমার টিউনও রিপিট হয়েছে, আরও অনেকেরই হয়েছে, ভবিষ্যতেও হবে এবং আখেরে লাভবান হব কিন্তু আমরাই তথা নতুনরাই, যাদের জানার আগ্রহ অপরিসীম। আর টপ টিউনার হওয়ার কথা বলছেন, টেকটিউনস কি এর জন্য আমাকে পুরস্কৃত করবে নাকি আমি টাকা পয়সা পাব? আমার লাভ কি? আমার লাভ এতটুকুই যে, আমি যা জানি তা সবার সাথে শেয়ার করছি। এতে করে সবার সাথে সাথে আমার জ্ঞানের পরিধিটা আরো বিস্তৃত হচ্ছে। নতুন নতুন জিনিস শিখছি। এতে তো কারও আপত্তি থাকার কথা নয়।
আমার একটি টিউনে যদি কোন মন্তব্যও না পাই, আর অন্য কেউ একই টিউন করে যদি ১৬-১৭ টা মন্তব্য পায় তাহলে নিশ্চয় আমার জানানোর মধ্যে কোন দূর্বলতা ছিল। এতে তো খারাপ (আপনার ভাষায় হিংসাত্বক মনোভাব) লাগার কথা নয়। খারাপ লাগবে কাকে, যার মানসিকতা অত্যন্ত খর্বকায় প্রকৃতির। আশাকরি আপনিও আমার কথাটি বুঝতে পেরেছেন।

Level 0

What a Counter attack !! Ha Ha….

Arman bhai thnx amio con banate parsi but delete korte parchi na.Kivabe korbo?

ধন্যবাদ। খুব ভাল লেগেছে। টুইন টাওয়ারের ব্যপারটা আশ্চর্য লাগল !

মিথুন ভাই আপনার মন্তব্যটার সাথে আমি একমত।
ভাল টিপস, ইনফরমেশন যেখানেই পাবেন টেকটিউনারদের সাথে শেয়ার করবেন। এতে নতুনরা সত্যই লাভবান হবে।

আরমানকে বলছি, আপনি কমান্ড প্রম্পট থেকে হয়তো CON নাম দিয়ে ফোল্ডার তৈরী করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে Windows এ নামটিকে Invalid মনে করে। তাই আপনি একে স্বাভাবিক ফোল্ডরের মত ব্যবহার করতে পারবেন না। এতে ফাইল Copy/Save হবে না, এমনকি স্বাভাবিক উপায়ে ফোল্ডারটি Move/Deleteও করতে পারবেন না।
ধন্যবাদ।

আমিও মিথুন ভাইয়ের মন্তব্যটার সাথে একমত
আমার মনে হয় মেহেদী আকরাম ভাইয়ের নামে অন্য কেউ এখানে মন্তব্য করেছে।

Level 0

@রবিন
@পথিক
Try this
1-open cmd
2-type rd \\.\c:\con

enjoy =) 🙂

Level 0

শুধু CON নয়। উইন্ডোজে নিম্নলিখিত ফোল্ডারগুলোও তৈরী করা যায় না।
PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, ….. COM9, LPT1, LPT2 …… LPT9

Level 0

con লিখে alt+255 বা alt+0160 দিণ। দেখুন con নামে ফোল্ডার তৈরী হয়েছে।

Level 0

con লিখে alt+255 বা alt+0160 দিণ। দেখুন con নামে ফোল্ডার তৈরী হয়েছে। PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, ….. COM9, LPT1, LPT2 …… LPT9 এই নাম গুলোও হবে

Level 0

@ Ferdous 69
আপনি ভুল ব্যাখ্যা দিলেন।
CON লেখার পর Alt 0160 দিলে সেটি আর CON থাকে না।
কারণ Alt 0160 ও একটা বর্ণ যদিও তা দৃশ্যমান নয়।
সুতরাং তখন ফোল্ডার Name এর Length হয়ে যাবে 4 বর্ণ।
আর শুধু CON লিখলে হবে 3 বর্ণ।
সুতরাং দুটো এক জিনিস নয়।
ধন্যবাদ।

অসাধারণ ,অসাধারণ জটিল ট্রিকস,জটিলস।

দারুন… ধন্যবাদ মিথুন ভাই…

Level 0

অসাধারণ দারুন চালিয়ে য়াও

Level 2

৩ নম্বরটা জটিল হয়েছে।

Level 0

Hm CON charao baki je gulo nam apnara bolchen sob diyei kora jai folder name. Tar jonno apnake je kono ekta folder ke right click kore rename korun tarpor text guloke delete kore sekhane abar right click korun text er box a. Tarpor Insert unicode control character click kore LRM a click korun. Tarpor sei CON nam to likhun. Eti apnara Command prompt a giyeo korte paren. Ami nijeo kore dekhechi DOS mode a kore. Tobe ami ei moment a apnader sei code ta bolte parchi na. Karon ami anekdin age korechilam command a tai ekhon vule giyechi.

Level 0

Command a korte gele ei code ta use korben “md \\.\c:\con”