আজকে চারটি মজার ট্রিকস সবার সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের সবার কাছেও ভাল লাগবে।
একটি নতুন ফোল্ডার তৈরি করে নাম দিন CON । দেখুন তো পরিবর্তন করতে পারেন কিনা। চেষ্টা করলেও কোন ফোল্ডারের নাম এই নামে দেওয়া সম্ভব না। অবশ্য এটি পূর্বে তৈরিকৃত ফোল্ডারের ক্ষেত্রেও হবে।
যেকোন একটি ফোল্ডারকে নামহীন করতে পারেন নিমিষেই। ফোল্ডারটি রিনেম করে Alt+0160 অর্থাৎ Alt কী চেপে ধরে নিউমেরিক্যাল প্যাড থেকে 0160 চেপে Alt কী ছেড়ে দিন। দেখুন ফোল্ডারটি নামহীন হয়ে গেছে।
আপনারা হয়তো জেনে থাকবেন টুইন টাওয়ারে হামলার সময় যে প্লেন ব্যবহার করা হয়েছিল তার মধ্যে একটির নাম Q33N । তাই এবার নোটপ্যাড খুলে লিখুন Q33N আর লেখা হয়ে গেলে Format মেনু থেকে ফন্ট পরিবর্তন করে Wingdings করে দিন এবং ফন্ট সাইজ 72 নির্ধারন করুন। এখন সেভ করুন। দেখুন তো কিছু বুঝা যায় কিনা।
নোটপ্যাডকে ডায়েরি হিসেবে ব্যবহার করা যায় খুব সহজে। নোটপ্যাড খুলে লিখুন .LOG এবং যেকোন নাম দিয়ে সেভ করুন। এবার সেভ করা ফাইলটিকে ডায়েরি হিসেবে ব্যবহার করা যাবে। ফাইলটি যতবার ওপেন করা হবে ততবারই ঐ মুহূর্তের সময় সহ তারিখ সংযুক্ত হতে থাকবে আর তাতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যাবলী লিখে রাখতে পারবেন।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি লিখলেন ‘অপরিবর্তনীয় ফোল্ডার’ যাতে মনে হয় এমন একটি ফোল্ডার তৈরী করা যার নাম কখনোই পরিবর্তণ করা যাবে না।
কিন্তু লিখলেন কী?
CON নামে ফোল্ডার তৈরী করা যায় না, এটা একটা ব্যাপার, আর অপরিবর্তনীয় ফোল্ডার হলো আরেকটা ব্যাপার।
শিরোনামের সাথে বর্ণনার মিল থাকা দরকার। তা না হলে পাঠক বিভ্রান্ত হতে পারে।
ধন্যবাদ।
‘আমরা একটি ফোল্ডার তৈরি করবো যার নাম পরিবর্তন করা যাবে না।’ – এটা পড়ে আমিও কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম।
আপনি লিখতে পারতেন – আমরা একটি ফোল্ডার তৈরি করবো যার নাম CON করা যাবে না।
৩. টুইন টাওয়ারে হামলা
আপনারা হয়তো জেনে থাকবেন টুইন টাওয়ারে হামলার সময় যে প্লেন ব্যবহার করা হয়েছিল তার মধ্যে একটির নাম Q33N । তাই এবার নোটপ্যাড খুলে লিখুন Q33N আর লেখা হয়ে গেলে Format মেনু থেকে ফন্ট পরিবর্তন করে Wingdings করে দিন এবং ফন্ট সাইজ 72 নির্ধারন করুন। এখন সেভ করুন। দেখুন তো কিছু বুঝা যায় কিনা।
এইটা খুব ভালো লেগেছে।
এই লেখা গুলো আগে টিউন করা হয়েছে ।একটু দেখে টিউন করুন আর আপনি হয়তো বলবেন অনেকে জানে না কিন্তু এই লেখা গুলো আগে যারা টিউন করেছে তাদের কাছে আপনার এই টিউনটা ভাল লাগবে না তাই নতুন কিছু শেয়ার করুন।শুধুই টপ টিউনার হওয়ার জন্য টিউন করা বাদ দিন।
আর আমার মন্তব্য খারাপ ভাবে নিবেন না আমি আপনার কিছু অসাধারন টিউনের ভক্ত।
মনে করেন আপনার একটা অসাধারন টিউনে মন্তব্য পেলেন আটটি আর অনেক দিনপর অন্য একজন একই টিউন করে মন্তব্য পেল 16 -17 টি তাহলে আপনার কেমন লাগবে?আশাকরি আপনি আমার কথাটি বুঝতে পেরেছেন।
First two are really excellent. Third one was discussed much that time and the last one was tuned several days ago.
Anyway great tune.
Continue buddy.
আরমানকে বলছি, আপনি কমান্ড প্রম্পট থেকে হয়তো CON নাম দিয়ে ফোল্ডার তৈরী করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে Windows এ নামটিকে Invalid মনে করে। তাই আপনি একে স্বাভাবিক ফোল্ডরের মত ব্যবহার করতে পারবেন না। এতে ফাইল Copy/Save হবে না, এমনকি স্বাভাবিক উপায়ে ফোল্ডারটি Move/Deleteও করতে পারবেন না।
ধন্যবাদ।
আমিও মিথুন ভাইয়ের মন্তব্যটার সাথে একমত
আমার মনে হয় মেহেদী আকরাম ভাইয়ের নামে অন্য কেউ এখানে মন্তব্য করেছে।
শুধু CON নয়। উইন্ডোজে নিম্নলিখিত ফোল্ডারগুলোও তৈরী করা যায় না।
PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, ….. COM9, LPT1, LPT2 …… LPT9
con লিখে alt+255 বা alt+0160 দিণ। দেখুন con নামে ফোল্ডার তৈরী হয়েছে। PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, ….. COM9, LPT1, LPT2 …… LPT9 এই নাম গুলোও হবে
@ Ferdous 69
আপনি ভুল ব্যাখ্যা দিলেন।
CON লেখার পর Alt 0160 দিলে সেটি আর CON থাকে না।
কারণ Alt 0160 ও একটা বর্ণ যদিও তা দৃশ্যমান নয়।
সুতরাং তখন ফোল্ডার Name এর Length হয়ে যাবে 4 বর্ণ।
আর শুধু CON লিখলে হবে 3 বর্ণ।
সুতরাং দুটো এক জিনিস নয়।
ধন্যবাদ।
মিথুন ভাই জটিল জিনিস শিখাইলেন। আপনার লেখাগু্লি আমার খুব ভাল লাগে।