Pc troubleshooting(যারা নতুন কম্পিউটার ব্যবহার কারী তাদের জন্য)(পর্ব-১)

computer repair 75x75 Pc troubleshooting(যারা নতুন কম্পিউটার ব্যবহার কারী তাদের জন্য)(পর্ব ১) | Techtunesসবাইকে আমার প্রথম টিউনে স্বাগতম।আসা করি সবাই ভাল আছেন।

আমার এই টিউনটি নতুন কম্পিউটার ব্যবহার কারিদের কাজে আসবে বলে আসা করি।যদি কারো কাজে আসে তাহলে আমার কষ্ট করে লিখার কিছুটা সার্থকতা আসবে।

দুনিয়াতে একজন মানুষের রোগ-চিন্তা-চাহিদা অর্থ্যাৎ সব কিছু মিলিয়ে সমস্যার যেমন শেষ নেই তেমনিই একটি কম্পিউটারের বেলায় সমস্যার কোন অভাব নাই।আর এই জন্য computer এর ক্ষেত্রে প্রথমে trouble খুজতে হবে এবং সেটি কি সমস্যা তা বুঝেই Shooting করতে হবে।

আজকের বিষয়ঃ পাওয়ার সংক্রান্ত সমস্যা।

১.সমস্যাঃ সিস্টেম ইউনিট এবং  মনিটরের পাওয়ার আসেনা।

সমাধানঃএইক্ষেত্রে প্রথমে লক্ষ্য করতে হবে-মাল্টিপ্লাগ এবং মেইন সকেটটিতে পাওয়ার আছে কিনা।যদি না পায় তাহলে কম্পিউটারের পাওয়ার কেবল এবং পাওয়ার সাপ্লাইটি চেক করতে হবে।

2.সমস্যাঃ সিস্টেম ইউনিট পাওয়ার পায় কিন্তু মনিটরের পাওয়ার আসেনা।

সমাধানঃ মনিটরের পাওয়ার ক্যাবল টি লুজ অথবা নষ্ট থাকতে পারে।মাল্টি প্লাগটি এবং মনিটরটি অন্য কোথাও লাগিয়ে দেখা যেতে পারে।

৩.সমস্যাঃ সিস্টেম ইউনিট পাওয়ার পায় না কিন্তু মনিটরের পাওয়ার পায়।

সমাধানঃপাওয়ার সাপ্লাইটি ভাল ভাবে চেক করতে হবে।পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার সঠিক থাকলে মাদারবোর্ডটি চেক করতে হবে।

৪.সমস্যাঃ কম্পিউটার অন করার পর বুট হওয়ার সময় হটা পাওয়ার অফ হয়ে যায়।বারবার এই রকম হতে থাকে।

power supply5 Pctroubleshootingযারা নতুন কম্পিউটার ব্যবহার কারী তাদের জন্য

সমাধানঃএইটি সাধারনত পাওয়ার সাপ্লাই এর কারনে হয়ে থাকে।এই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটি বদলাতে হবে।প্রয়োজনে পাওয়ার সাপ্লাইটি বদলাতে হবে।প্রয়োজনে বায়োস সেটিং এবং মাদারবোর্ড চেক করতে হবে।

৫.সমস্যাঃপিসি কিছুক্ষন কাজ করার পর হটাত বন্ধ হয়ে যায় আবার ইন্টারনেট ব্রাউজিং এর সময় ও বন্ধ হয়ে যায়।

1.   প্রথমে my computer থেকে control panel প্রবেশ করুন।

2.  পাওয়ার অপশনটি অপেন করুন।

3.  টার্ন অফ মনিটর,হার্ডডিস্ক,ড্রপ ডাউন বক্স থেকে never নির্বাচন করে ওকে করুন।

সমাধান না হলে শক্তিশালী নতুন ভার্সনের কোনো এন্টি ভাইরাস সফটওয়্যার দিয়ে ভাইরাস ক্লিন করে নিন।

জানা-অজানাঃক্যাশ রেজিস্ট্রার আবিষ্কারের নেপথ্য।

এটি ১৮৭৯ সালের ঘটনা।ওহায়োর ডেটনের রেস্টুরেন্টের মালিক জেমস রিস্টির কর্মচারীরা প্রায়ই ক্যাশ বাক্স থেকে পাউন্ড চুরি করত।শেষে এ সমস্যার সমাধান করেন তিনি ক্যাশ রেজিস্ট্রার যন্ত্র তৈরি করেন।পরে আইডিয়াটি তিনি মাত্র ২০০ পাউন্ডে এক কোম্পানির কাছে বিক্রি করে দেন।আর ওই কোম্পানি ক্যাশ রেজিস্ট্রার বানিয়ে কোটি কোটি পাউন্ড আয় করে।

জেনে নিন কিছু তথ্যঃ

১।মানুষের হাচির গতি ঘন্টায় ১০০ মাইল।

king cobra Pctroubleshootingযারা নতুন কম্পিউটার ব্যবহার কারী তাদের জন্য

২।একটি রাজ গোখরার ১ গ্রাম বিষ ১৫০ জন লোকের প্রাণনাশ করতে পারে।

বলতে পারেন?

প্রশ্নঃ কোন প্রাণী চোখ দিয়ে শ্বাস নেয়?

উওরঃআগামী টিউনে

আজকের টিউন শেষ করলাম একটি কৌতুক দিয়ে

১ম বন্ধুঃশুনলাম তোর নাকি ছেলে হয়েছে?তা নাম কি রাখলি?

২ম বন্ধুঃমাইকেল

১ম বন্ধুঃশুধু মাইকেল,আর কিছু না?

২য় বন্ধুঃবড় হলে ওই ঠিক করে নিবে জ্যাকসন না মধুসুধন।

আগামী টিউনটি হবে display সংক্রান্ত সমস্যা নিয়ে।যদি কারো কোন প্রবলেম থাকে এই বিষয়ে তাহলে জানাবেন ,চেষ্টা করব সঠিক উওর দিয়ে আপনার সমস্যা সমাধান করতে।

সমস্যা জানাতে commnet অথবা ইমেল করতে পারেনঃ[email protected]

Level 0

আমি wapmax। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর। আমার পিসিতে প্রায়ই ব্লু স্কিন দিয়ে অফ হযে যায়। পরে নতুন করে সেটাপ দেয়া লাগে। সম্যাসাটা কি মাদারবোর্ডে,র‍্যামে নাকি ভাইরাস।

    Level 0

    kono lakha jodi na asha, tahola motherboard a problem

Level 0

পরবর্তী টিউনে আপনাকে জানানো হবে।আর যদি তার আগে জানতে চান তাহলে আমাকে ইমেল করে দিতে পারেন।আমি ইমেলে উওর দিয়া দিব।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আমার পিসি কিছুক্ষন চলার পর হ্যাং হয়ে যায় কোন কারন খুজে পাইতেছিনা।

    ভাইরাস আছে কিনা এন্টিভাইরাস দিয়ে চেক করুন। ভাইরাস না থাকলে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করুন @রাশেদ

    Level 0

    এখানে প্রথমে লক্ষ্যনীয় যে,কোন ধরনের software-gameঅথবা song চালাতে গেলে বা চালালেই হ্যাং হয়।যদি কোন নির্দিষ্ট software এর কারনে হ্যাং হয় তবে সেই software টি uninstall করে আবার install করা যেতে পারে।
    আর এই বিষয় নিয়ে টিউন করব সে পর্যন্ত অপেক্ষা করুন।
    আর কোন সমস্যা থাকলে আমাকে ইমেল করুনঃ[email protected]

    আউয়াল ভাইয়ের কথাই ঠিক, এখন কারনটা বুঝতে পারছি।পাওয়ার সাপ্লাইযের কারনে যে এই রকম হবে ধরনা ছিলনা।
    wapmax ভাইকে মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ

    Level 0

    New Windos din.pore anti virus & pendrive security din.Ram ta khule kapore diye ramer sonali piner uppor ghoshe din.hard disk valo rakhar jonne Advance System Care Babohar Korun.Ehate
    File Defragment hobe.Hard disk er speed barbe.Assa kori r hang hobe na. 011-9956-0684

    Level 0

    Power Saply er shathe hang er shomporko jantam na. ajke janlam valo holo.Donnobad Auwal Bai
    ke.

    মন্তব্যর জন্য মনির ভাইকে ধন্যবাদ।আমার পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা আছে তাই সন্দেহ করতেছি

আমার PC তে on এর সুইচ জোরে অনেক সময় চেপে ধরার পর CPU start হয় normal ভাবে চাপ দিলে start হয়না।ভায়া,এর সমাধান কী?

    আপনার কম্পিউটার খুলে দেখেন,ক্যাসিং এর সাথে পাওয়ার সুইচের তার গুলি ঢিলে হয়ে গিয়েছে কিন। যদি সব ঠিক থাকে চোখ বন্ধ করে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেন। আসা করি সমাধান পাবেন ইনশাআল্লাহ। @এহসানুর রহমান।

    আসলে আইটা পাওয়ার সুইচ এরই সমস্যা। সুইচ এর তার ঢিলে হয়ে জাবারও কুন উপায়নেই। যেহেতু সুইচ জোরে চেপে ধরা লাগে সেহেতু আপনার পাওয়ার সুইচ টি খারাপ, যদি পারেন সুইচ পাল্টান অনথায় system unit পাল্টেফেলুন। আপনার পাওয়ার unit এর কিছুই হয়নি 🙂

    system unit বলে বুঝিয়েছি casing 😛

Level 0

আউয়াল ভাইকে ধন্যবাদ নিজে থেকে এহসানুর ভাইয়ে সমস্যার সমাধান দেয়ার জন্য।

pc restart mare kisu shomoi por-por. What can i do …..& valo 1ta antiviruser name or download link need. i use eset but update hochena……