আমরা যারা নিয়মিত মাইক্রোসফট অফিস ব্যবহার করি তাদের এই টিটোরিয়ালটি কাজে আসবে। কমপিউটারে নতুন করে অফিস সেটআপ দিতে হলে সব সময় আমাদেরকে সিরিয়াল কী, ইউজার নেম ও কম্পানি নেম দিতে হয়। আপনি যদি একটু ট্রিকস খাটান তাহলে আর প্রতিবার এই তথ্য গুলো দিতে হবে না এবং কষ্ট করে সিরিয়াল কী টাইপ করতে হবে না। আসুন দেখি কি করতে হবেঃ
অফিস সফটওয়ারের ভিতর \FILES\SETUP সাবফোল্ডারের ভিতর হতে setup.ini ফাইলটি খুজে বের করুন। নোটপ্যাড দিয়ে ফাইলটি খুললে নিচের মতো ইনফরমেশন দেখাবেঃ
[Options]
; The option section is used for specifying individual Installer Properties.
;USERNAME=Customer
;COMPANYNAME=my company
;INSTALLLOCATION=C:\Program Files\MyApp
এখানে ইউজারনেম , কম্পানি নেমের আগে সেমিকোলোন ( উঠিয়ে দিন। কাস্টোমার এর জায়গায় আপনার নাম, মাই-কম্পানির জায়গায় আপনার নিজের পছন্দের নাম দিন। ইচ্ছে করলে ইন্সটলেশন লোকেশন চেঞ্জ করে দিতে পারেন তাহলে প্রতি বার নির্দিষ্ট লোকেশনে অফিস সেটআপ হবে। লোকেশনের পরে নিচের লাইনটি লিখুনঃ
PIDKEY=ABCDEFGHIJKLMNOPQRSTUVWXY
এখানে PIDKEY পাশে = চিহ্ন দিয়ে A থেকে Y পর্যন্ত লেটারের জায়গায় আপনার সিডির সাথে দেয়া সিরিয়াল কী টা কোন হাইফেন বা স্পেস ছাড়া লিখুন। সব কিছু ঠিক ঠাক থাকলে কনফিগারেশন টা নিচের মতো দেখাবেঃ
[Options]
; The option section is used for specifying individual Installer Properties.
USERNAME=RONY
COMPANYNAME=RockingZone
;INSTALLLOCATION=C:\Program Files\MyApp
PIDKEY=ABCDEFGHIJKLMNOPQRSTUVWXY
ফাইলটি সেভ করে বের হয়ে আসুন। এখন থেকে আপনাকে আর এই সব তথ্য বার বার টাইপ করতে হবে না। ইচ্ছে করলে চেঞ্জ করা ফাইল সহ পুরো অফিসটি সিডিতে বার্ন করে ব্যবহার করতে পারেন।
অফিস২০০৩ ছাড়া অন্যান্য অফিসেও কাজ করতে পারে। তবে setup.ini ফাইলটি ব্যাকআপ রেখে কাজ করুন।
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
অফিস এক্স পির টা দরকার।
http://www.techvission.com