কম্পিউটারের ফাইল Schedule অটো ব্যাকআপ রাখুন, দৈনিক/সাপ্তাহি/মাসিক নিজের ইচ্ছা মতো, অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে, ফাইলের নিরাপত্তা নিশ্চিত করুন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

Schedule ব্যাকআপ মাইক্রোসফট্ অপারেটিং সিস্টেম এর খুব অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ একটি ফিচার। তাই মাইক্রোসফট্ কর্পোরেশন তাদের সকল অপারেটিং সিস্টেম Schedule ব্যাকআপ ফিচারটি রেখেছেন। আমরা এই ফিচারটি ব্যবহার না করার ফলে মাঝে মাঝে তথ্য হারিয়ে মহা বিপদে পরে যাই। আপনার মূল্যবান তথ্য হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে এই ফিচারটি খুবই গুরুত্ত্বপূর্ণ।

আমরা যদি আমাদের গুরুত্ত্বপূর্ণ ফাইল/তথ্য একটি কম্পিউটারে এক জায়গায় রাখি তাহলে, তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেরে যায়। মূল ফাইলের হার্ডিডস্ক নষ্ট হওয়া/ফাইল করাপ্টেট/ডিলিট/ভাইরাস ইনফেকটেড বা অন্য যেকোন কারণে উক্ত তথ্য হারিয়ে যেতে পারে। আবার যদি বিভিন্ন স্থানে আপনার তথ্য গুলো সংরক্ষণ করা হয় তাহলে হারানোর সম্ভাবনা থাকে না। মূল ফাইল/তথ্য কোন কারণে হারিয়ে গেলে, অন্য জায়গা থেকে তথ্য উদ্ধার যাবে।

মূলত Schedule ব্যাকআপ এর মাধ্যমে এই কাজটি খুব সহজে করা যায়। Schedule ব্যাকআপ খুব গুরুত্ত্বপূর্ণ তথ্য নিরাপত্তা ব্যবস্থা। এর মাধ্যমে একই তথ্য বা ফাইলকে বিভিন্ন কম্পিউটারে অথবা ভিন্ন ভিন্ন হার্ডডিস্কে অথবা নেটওয়ার্কে ব্যাকআপ করা যায়। এই কাজটি সয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময়ে হয়ে থাকে। ধরুন আপনি যদি বিকাল ৪টায় ব্যাকআপ সেট করে দেন। তাহলে প্রতিদিন আপনার কম্পিউটার বিকাল ৪ টায় আপনার মূল ফাইলের কপি অন্য জায়গায ব্যাকআপ করে রাখবে।

ইচ্ছামতো ব্যাকআপ সময় ঠিক করে দিতে পারবেন। তথ্যের নিরাপত্তার জন্য সবারই কম্পিউটারে Schedule ব্যাকআপ চালু করে রাখা উচিত। কাজটি বার বার করার প্রয়োজন নেই। একবার Schedule ব্যাকআপ চালু করে রাখলে আপনার কম্পিউটার অটোমেটিক নির্দিষ্ট সময়ে ফাইল ব্যাকআপ করে রাখব। কাজটি খুব সহজ।

আমি ধাপে ধাপে দেখাচ্ছি, মাইক্রোসফট্ এর সকল অপারেটিং সিস্টেমে মোটামুটি একই ভাবে কাজটি করতে হয়। আমি মাইক্রোসফট্ এর সর্বশেষ অপারেটিং সিস্টেম উইনডোজ-১০ এর উপর ভিত্তি করে দেখাচ্ছি।

01.Windows Star Menu>Control Panel>Backup And Restore
02. Backup And Restore> Change Setting

এখানে যে ফাইলটি ব্যাকআপ করতে চান তা দেখিয়ে দিতে হবে। আপনারা যারা এখনও এই গুরুত্ত্বপূর্ণ ফাইল ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে ফাইলের নিরাপত্তা নিশ্চিত করেননি, তারা নিচের ভিডিওটি অনুসরণ করতে পারেন। কোথাও কোন সমস্যা হলে জানাবেন। যদি এই টিউন থেতে উপকার হয় অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।

 

এমন আরো ভালো ভালো ভিডিও পেতে এখানে ক্লিক করুন।

Level 1

আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস