কিভাবে কম্পিউটারে তথ্য রাখলে তা কখনো হারাবে না?

 

আপনার বিয়ের ফটো যদি আপনার কম্পিউটার থেকে হারিয়ে যায় সামান্য একটু ভুলের কারণে তখন কি করার থাকে? এই ফটো উদ্ধার করা একমাত্র উপায় আবার বিয়ে করে ফটো তুলে নিরাপদে সংরক্ষণ করা। এটা কি আবার করা সম্ভব? অফিসের দাপ্তরীক কোন তথ্য হারিয়ে বিপদে পরেছেন, এমন লোক অনেক আছেন। বসের কাছ থেকে অনেক কথা শুনতে হয়, নতুন করে কাজটি করতে হয়, মাঝে মাঝে কারণ দর্শানোর চিঠি দেয়া হয়। যারা কখনো ব্যক্তিগত অথবা দাপ্তরিক গুরুত্ত্বপূর্ণ তথ্য হারিয়েছে তারা খুব ভালো করে তথ্যের নিরাপত্তার বিষয়টি অনুধাবন করেছেন। সামান্য একটি ভুলের কারণে আমাদের অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ তথ্য সারা জীবনের জন্য হারিয়ে যেতে পারে। নিচের কাজটি সবাই করে রাখুন। নিরাপদে থাকুন।

শুধু একটি কাজ করলে আপনার কম্পিউটারের তথ্য হারাবে না।

Cloud Storage :

Google Drive আমাদের ১৫ জিবি ফ্রি স্টোরেজ সুবিধা দিচ্ছে, এছাড়া মাইক্রোসফট্ এর OneDrive থেকেও ১৫ জিবি ফ্রি স্টোরেজ পেতে পারেন। এর চেয়ে বেশি স্টোরেজ প্রয়োজন হলে একাধিক ই-মেইল একাউন্টস্ খুলে স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন।

আপনার কম্পিউটারে Google Drive Desktop/ OneDrive ইনস্টল করে ব্যবহার করতে পারেন। আমাদের কম্পিউটারে ইন্টার্নেট সংযোগ সাময়িক সময়ের জন্য না থাকলেও অফলাইনে কাজ করা যাবে। ইন্টার্নেট সংযোগ পুন:স্থাপিত হলে আবার কম্পিউটারের তথ্য স্বয়ংক্রীয়ভাবে Google Drive এ সংরক্ষিত হবে। ম্যানুয়ালি আপলোড করার প্রয়োজন নাই।

Google Drive Download করুন এখানে। যে কোন তথ্য নিরাপদে Cloud এ সংরক্ষণ করতে পারি এবং বিশ্বের যেকোন স্থান থেকে Google Drive/One drive এ সংরক্ষিত তথ্যে প্রবেশ করতে পারি। সবার সাথে শেয়ার করতে পারি। পেন ড্রাইভ নিয়ে ট্রান্সফার করার ঝামেলা করার দরকার নাই। ভাইরাসে তথ্য নষ্ট হবার ভয় নাই। কাজটি খুব সহজ, এই ছোট্ট কাজটি আপনার কম্পিউটারের তথ্যকে ১০০% নিরাপদে রাখবে। অবশ্যই Cloud Storage এর জন্য শক্তিশালী পাসওয়ার্ড দিবেন এবং কারো সাথে আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না।

ধাপে ধাপে Google Drive Desktop সফট্‌ওয়ারটি ইনস্টল করলেই কাজটি হয়ে যাবে।

Google Drive Desktop এর জন্য gmail একাউন্টস্ লাগবে, One Drive এর জন্য মাইক্রোসফট্ এর E-mail থাকতে হবে।

তার পরও যদি সমস্যা হয়, নিচের ভিডিওটি দেখতে পারেন। আপনার তথ্য ১০০% নিরাপদ রাখুন।

ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

 

আপনার মোবাইল ফোনের স্ক্রিন ল্যাপটপের সাথে তারবিহীন (Wireless) শেয়ার করে, ল্যাপটপের বড় স্ক্রিনে গেমস্ খেলুন, নাটক/মুভি দেখুন। 

Level 1

আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস