অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগইন ছাড়াই দেখে নিন অ্যাকাউন্টের স্টাটাস

আপনকে কি দিনে-রাতে সব সময় অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগইন করতে হয় বা করে থাকেন? এজন্য নিশ্চয় আপনার অনেক সময় নষ্ট হয়? আপনি কি বার বার লগইন এর সমস্যা থেকে মুক্তি চান? যদি চান তবে তা অনায়াসে করতে পারেন।

এজন্য আপনার প্রয়োজন হবে Mozilla Firefox এর । Mozilla Firefox এ http://code.mincus.com/extensions/adsense.xpi আড্রেসটি লিখে Enter চাপুন। ৯৩ কিলোবাইট এর একটি অ্যাডোন ডাউনলোড হবে। অ্যাডোন ডাইনলোড শেষে Firefox রিস্টর্ট করুন। এবার অ্যাডোনের Option এ ক্লিক করে কনফিগারেশন করে নিন। স্ক্রিনশটটি দেখুন:

adsense.jpg

এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, সবনিম্ন আপডেট সময়(আপনার প্রয়োজন অনুসারে আপডেট সময় দিন ৫ মিনটি বা ১০ মিনিট) ইত্যাদি আপনার মত করে কনফিগারেশন করে ok চাপুন।
এবার দেখুন স্টাটাসবারে আপনার অ্যকাইন্টের ইনফোরমেশন দেখতে পাচ্ছেন। ঠিক নিচের ছবির মত।

adsense_preview.jpg

আপনি ইচ্ছা করলে এটি নতুন উইন্ডো বা ট্যাবেও দেখাবে। সে ক্ষেত্রে এভাবে কনফিগারেশন করে নিতে হবে।
ভাল লাগলে মন্তব্য দিয়েন।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক অনেক ধন্যবাদ

Level 0

ভালো লাগসে । আমার জন্য দরকারি । হাবিবুর ভাই আপনার চেক আসতে আর কতদিন ? চেক আসবে আপনার আর এদিকে আমি উত্তেজিত… !

ভাই চেক তো সামনে মাসের 1-5 তারিখের মধ্যে আসার কথা। বাকিটা আপনাদের দোয়া।

Level 0

যাক… আল্লাহ যাতে ভালোভাবে পৌছে দেয় । আমারটা আসতে আরও মাস দুয়েক লাগবে । দোয়া রাইখেন … যাতে কোন সমস্যা
না হয় ।

ওহ্‌ দারুন জিনিস… এ্যাড্‌সেন্স্‌ একাউন্ট চেক করতে করতে একবারই বিরক্ত হয়ে যাই… যাই হোক এখন কাজ টা আরও সহজ হল… আমার তো আগে প্রতি ৩০ মিনিট পর পর এমনি চেক করা লাগতো… এখন…। আরও সহজ হল।।
ধন্যবাদ হ্যাবিবুর ভাই।

দুঃখিত ভুলে আমার নামের জায়গায় আমার সাইটের নাম লিখে ফেলেছি। আসলে নতুন করে এসইও করতেছিতো তাই বিভিন্ন জায়গায় ব্যাকলিংক তৈরী করার জন্য এভাবে কমেন্ট দিচ্ছি তাই সেইভাবে এখানেও লিখে ফেলেছি।

Level 0

Shakil vai techtunes no-follow tai eikhane apni apnar siter url diye hoito temon benefited oben na. apni do-follow site e apnar URL dite paren

ধন্যবাদ শাকিল ভাই রেজপনজ করার জন্য। আমার চেক জুন মাসের 22 তারিখে ইসু করা হয়েছে। এবং এটা ক্যালিফোরনিয়া, ইউ.এস.এ থেকে করা হয়েছে। এবার বলেন কখন পাবো?

দারুন!
হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ
ভাই যদি একটি পূণাঙ্গ সাইট তৈরী করার টিউটোরিয়াল লিখতেন গুগল এডসহ তাহলে দারুন হতো।

ভাই 22 তারিখ দেখালেও আসলে ওই তারিখে ইস্যু করা হয়নি ওটা হল প্রসিসং শুরুর তারিখ আপনার details গেলে ইস্যু এর আসল তারিখ পাবেন। আর গুগলের ক্যালিফোর্নিয়া থেকে আসলে চেক ইস্যূ করা হয়নি ওটা এমনিতেই দেয়া হয়। এখানকার জন্য সাধারনত আয়ারল্যান্ড থেকে ইস্যূ করা হয় কিন্তু আপনার যেহেতু প্রথম তাই আপনারটি মনে হয় ইন্ডিয়া থেকে ইস্যূ করা হয়েছে। আর আপনি নওগাঁতে চেক পাবেন 6 তারিখে।

কই ভাই কাজ হয় না তো। কি দিলেন এটা?

হাবিবুর ভাইকে ধন্যবাদ।