টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব উইন্ডোজ এর God Mode নিয়ে।
আপনি জানেন কি God Mode কি?
God Mode হচ্ছে উইন্ডোজ পিসির অন্যতম একটি হিডেন ফিচার যা অধিকাংশ ইউজারই জানেন না। মাইক্রোসফট সর্বপ্রথম Windows 7 এ এই ফিচারটি এড করে যার মাধ্যমে একজন ইউজার চাইলেই সকল এডমিন টুল নিয়ে আসতে পারে এক স্ক্রিনে।
সৌভাগ্যবশত এই চমৎকার ফিচারটি Windows 10 অপারেটিং সিস্টেমও কাজ করে।
এই God Mode ফিচারটি নামের দিক থেকে যেমন অদ্ভুত তেমনি কাজের দিক থেকেও। প্রথমে আপনি ডেক্সটপে যান গিয়ে রাইট ক্লিক করে New Folder এ ক্লিক করুন
এবং নাম হিসাবে নিচের কোড দিন।
GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
আর দেখুন যাদু!
এখানে আপনি অসংখ্য গুরুত্বপূর্ণ সেটিং সহজেই খুঁজে পাবেন যেগুলো আপনি উইন্ডোজ এর অন্য কোন প্রোগ্রামে আর পাবেন না।
নিচে আরও গড মোড কোড দিয়ে দিলাম। উপরের নির্দেশনা অনুযায়ী নিউ ফোল্ডার খুলে এই গড মোড কোড গুলো ব্যবহার করলে আপনি আরো নতুন গড মোড অপশন একটিভ করতে পারবেন।
অনেকে হয়তো আগে থেকে উইন্ডোজ গড মোড ফিচার সম্পর্কে জানেন বা আজকেই জানলেন। তবে আমি ব্যক্তিগত ভাবে এই ফিচারটি নিয়ে দারুণ খুশি তাই শেয়ার করলাম।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।