Nimi Places – অগোছালো আইকন গুছিয়ে রেখে পিসিতে নিন Mac Mojave লুক

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে দেখাব কিভাবে আপনি উইন্ডোজে পাবেন ম্যাকবুক এর লুক।

প্রতিদিনের কাজ সহজে পেতে আমরা ডেক্সটপে বিভিন্ন ফাইল রেখে দেই কিন্তু একটা সময় সেগুলো দেখতে এলোমেলো লাগে আমাদের মাঝে চলে আসে বিরক্তি। ম্যাক এই সমস্যা সমাধানে অনেক আগে macOS Mojave এর জন্য নিয়ে এসেছিল Desktop Stack Feature। যা অটোমেটিক ভাবে ডেক্সটপের ছড়ানো ছিটানো ফাইলকে একত্র করতে ব্যবহৃত হয়। উইন্ডোজে এই ফিচার না থাকলেও আমরা করে নিতে পারব এর এর মত চমৎকার ফিচার।

Nimi Places কি?

আজকে আমি আপনাদের Nimi Places এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে ডেক্সটপের সকল শর্টকাট সাজিয়ে নিতে পারবেন কনটেইনারের মধ্যে। এটি ম্যাক এর মত এক্সটেকলি না হলেও অনেকটাই ওইরকমই। এই সফটওয়্যার আপনাকে কনটেইনার দেবে যার ভেতরে আপনি এলোমেলো ফাইল গুলো গুছিয়ে রাখতে পারবেন।

Nimi Places

অফিশিয়াল ওয়েবসাইট @ Nimi Places

কিভাবে ব্যবহার করবেন Nimi Places?

প্রথমে চলে যান Nimi Places এর ওয়েবসাইটে। সেখানে এই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। প্রথমে ডাউনলোড Nimi Places এ ক্লিক করুন > Captcha verification করুন> ১৯ সেকেন্ড অপেক্ষা করুন ডাউনলোড শুরু হয়ে যাবে। ইন্সটল করে ওপেন করুন।

ধাপ ১

নিচের মত একটি উইন্ডো দেখতে পারবেন। প্রথমিক অবস্থায় আপনি ছয় ধরনের স্টাইলে এটিকে ব্যবহার করতে পারবেন।

আমি এখান থেকে পাঁচ নাম্বারটি সিলেক্ট করলাম।

ধাপ ২

আপনি চাইলে কনটেইনারের ভেতরের ফাইল গুলো কেমন হবে এটি নির্ধারন করতে পারেন। যেমন নিচের মত করে টাইটেল কেমন হবে সিলেক্ট করতে পারেন।

আপনি বাছাই করে দিতে পারেন আপনার শর্টকাটের আইকন গুলো কেমন হবে, বড়, ছোট, নাকি মাঝারি।

ধাপ ২

এই দারুণ সফটওয়্যারে পাবেন টাইলসের থিম সিলেক্ট করারও সুযোগ। এখানে ৫ টি আলাদা থিমও পাবেন।

ধাপ ৩

চলুন দেখা নেয়া যাক কনফিগারেশন করার পর কেমন দেখায় আমার ডেক্সটপ।

Nimi Places এর সুবিধাঃ

চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন Nimi Places এবং এর কিছু সুবিধা

  • অগোছালো ডেক্সটপ সাজিয়ে ফেলতে পারবেন নিমিষে
  • macOS Mojave এর ফিচার পাচ্ছেন উইন্ডোজ পিসি
  • ডিফল্ট ভাবে পাচ্ছেন ছয়টি স্টাইল
  • সফটওয়্যারটি পোর্টেবল হওয়াতে পিসি অতিরিক্ত চাপে থাকবে না
  • সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনা মূল্যে

শেষ কথাঃ

এই দারুণ সফটওয়্যারটি আপনার ডেক্সটপকে সাজিয়ে তুলতে সাহায্য করবে। আমার কাছে সফটওয়্যারটি দারুণ লেগেছে, আশা করছি আপনার কাছেও ভাল লাগবে।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস