আপনি জদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আপনার জন্য এই টিউন। এসকল কোড আপনার জানা থাকলে নিজেকে বাকি সবার থেকে একটু এডভান্সড ভবতে পারবেন একজন অ্যান্ড্রয়েড ইউজার হিসেবে।
তো চলুন জেনে নেই অ্যান্ড্রয়েড এর গুরুত্বপূর্ণ কোডগুলি
○*#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে।
○*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে)।
○*#7465625# – ফোন লক স্ট্যাটাস।
○*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
○*#*#2664#*#* – টাচস্ক্রীন টেস্ট কোড।
○*#*#273282*255*663282*#*#* – সকল মিডিয়া ফাইল ব্যাকআপ করার কোড।
○*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড।
○*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন।
○*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন।
○*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
○*#*#0842#*#* – ব্যাকলাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
○*#12580*369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
○*#9900# – সিস্টেম ডাম্প মোড।
○*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
○*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন।
○*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
○*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।
○*#*#7780#*#* – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্টসহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
○*2767*3855# – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
○*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
○*#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাকআপ করা যাবে।
○*#*#197328640#*#* – সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
○*#*#7594#*#* – এই কোড আপনার পাওয়ার বাটনকে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
○*#*#8255#*#* – G Talkসার্ভিস মনিটর কোড।
○*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশনটি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।
○W-LAN, GPS and Bluetooth Test Codes:-
○*#*#232339#*#* অথবা *#*#526#*#* অথবা *#*#528#*#* – W-LAN টেস্ট কোড।
টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
○*#*#232338#*#* – ওয়াইফাই ম্যাক এড্রেস।
○*#*#1472365#*#* – জিপিএস টেস্ট।
○*#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড।
○*#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড।
○*#*#232337#*# – Bluetooth ডিভাইস ইনফর্মেশন।
○*#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
○*#*#0*#*#* – এলসিডি টেস্ট।
○*#*#2664#*#* – টাচস্ক্রীন টেস্ট।
○*#*#2663#*#* – টাচস্ক্রীন ভার্সন।
○*#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক।
○মেলোডি টেস্ট - *#*#0673#*#* OR *#*#0289#*#*
○ র্যাম ভার্সন টেস্ট- *#*#3264#*#*
ধন্যবাদ। আমার সাইটে ঘুরে আসার অনুরোধ রইলো - mohinbd24.com
আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com