Error Reporting বন্ধ করুন

মাঝে মাঝে পিসিতে কোন ইললিগ্যাল অপারেশনের কারনে,অথবা কোন এপ্লিকেশন হ্যাঙ্ক করলে "send error report to Microsoft” এই মেসেজ আসে,যা খুবই বিরক্তিকর। এটা সহজেই তাড়াতে পারেন।এজন্য Start মেনুতে ক্লিক করে My Computer এর আইকনে রাইট ক্লিক করুন।

111.JPG

এরপর Properties এ ক্লিক করুনAdvance সেলেক্ট করুন এরপর Error Reporting এ ক্লিক করুন।

212.JPG

এরপর Disable error reporting নির্বাচন করুন।
38.JPG
46.JPG

এখন আর Error Reporting দেখাবে না।

তথ্যসূত্র : আমি নিজেই

Level 0

আমি জিকো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই খুব বিরক্তিকর। কাজে দিল।

ধন্যবাদ। খুবই ভাল এবং কাজের টিউনস।

এই পদ্বতি কাজ করবে তো ভাই বুজতে পারছি না।তার পড় ও আপনাকে ধন্যবাদ ভাই।কারন আপনারা আছেন বলে আমরা নতুন রা অনেক কিছু জানতে পারছি।

ভাই আমি windows 7 use করি কোথা থেকে করব advanced tab এ গেলে এরর রিপোটিং নামে কিছু নাই

আসলেই এটি খুব বিরক্তিকর,ধন্যবাদ জিকো ভাই।

ভাল টিউন,জানা ছিল।ধন্যবাদ।