টেক নির্ভর ওয়েব পোর্টালগুলোতে চোখ বোলালে প্রতিদিনই নজরে আসে তথ্য চুরির ঘটনা।
এ পর্যন্ত ফেসবুক থেকে গ্রাহকদের তথ্য চুরির ঘটনা কয়েকবারই শোনা গেছে.
তাই, ফেসবুকও বেশ সতর্ক এ ব্যাপারে.
ইউজারের প্রোফাইল জেনো তার বন্ধুরা বাদে আর কেউ দেখতে নাহ পারে, সেজন্য তারা আনে প্রোফাইল লকিং সুবিধা.
ইউজার তার প্রোফাইল লক করে দিলে তার ফেসবুক ফ্রেন্ডেরা বাদে আর কেঊ তার প্রোফাইল ডিটেইল দেখতে পারবে নাহ
লক করা প্রোফাইলের প্রোফাইল পিকচার ও হয়ে যায় আনটাচেবল, সেটা আর ফুল স্ক্রীনে দেখা যায় নাহ.
যাক ভাই [নাকি আপনি আমার বোন?], এসব নিয়ে কথা বলা অন্যায় হচ্ছে. কারণ, আজ আমি আপনাদের সাথে এমন একটা ট্রিকই শেয়ার করতে যাচ্ছি.
লকড ফেসবুক প্রোফাইল পিকচার ফুল সাইজ ডাউনলোড
আজকে আমি আপনাদের ফুল ডিটেইলে দেখাবো, কিভাবে আপনি কোনো লক করা প্রোফাইলের প্রোফাইল পিকচার ফুল স্ক্রীনে দেখবেন এবং তা আপনার মোবাইল/পিসিতে ডাউনলোড করে রাখতে পারবেন
তাহলে চলুন.শুরু করা যাক
প্রথমে আপনি আপনার মোবাইল/পিসির যেকোনো ব্রাউজার থেকে ফেসবুক এ লগিন করুন. তারপর যে প্রোফাইল থেকে তার লকড প্রোফাইল পিকচারটির ফুল সাইজ ডাউনলোড করতে চান, প্রথমে সেই প্রোফাইটিতে যান।
এখানে আপনাদের বোঝানোর জন্য আমার প্রোফাইল লিঙ্কটা দিলাম.
আপনি আপনার টার্গেট প্রোফাইলে গেলে এমন একটি প্রোফাইল লিংক পাবেন.
তারপর অ্যাড্রেসবার থেকে প্রোফাইল লিংকটা কপি করুন -
এরপর চলে যান, findmyfbid.com এ — সেখানে আপনার কপি করা টার্গেট প্রোফাইল এর কপি করা লিংকটা পেস্ট করে দিয়ে, "Find Nemeric Id" তে প্রেস করুন.
এরপর আপনি একটি বিশাল আকারের সংখ্যা পাবেন,
সেই সংখ্যাটি ঝটপট করে কপি করে ফেলুন
এবার মোবাইল বা পিসির যেকোনো ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করে নিচের এই লিংকটি পেস্ট করুন, দাঁড়ান এখনই লিংকটি ভিজিট করবেন না!
https://graph.facebook.com/ID/picture?width=800
উপরের লিংকে থাকা ID টেক্সটটি কেটে আপনার কপি করা সংখ্যাটি পেস্ট করে দিন, এতে লিংকটি দেখতে হবে নিচের মতো!
https://graph.facebook.com/100018024730166/picture?width=800
এবার এই লিংকটিতে প্রবেশ করলেই ঐ প্রোফাইলের লকড থাকা প্রোফাইল পিকচার ফুল সাইজ ওপেন হয়ে যাবে, আপনি যেটা আরামে সেভ করতে পারবেন।
এই পোস্টটাতে আমি আমার নিজের ফেসবুক প্রোফাইল ফটো ডাউনলোড করে দেখিয়েছি, যদিও আমার প্রোফাইল ফটো লকড নয়, কিন্তু এই ম্যাথড সকল লকড প্রোফাইলে কাজ করে, আমি অনেকগুলো লকড প্রোফাইলের প্রোফাইল পিক ডাউনলোড করে শিউর হয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম.
Notice :- আপনি এই ট্রিক ব্যবহার করে আপনার বন্ধু বা পরিচিতদের সাথে মজা করতে পারেন. কিন্তু প্লিজ অপরিচিত কারো প্রাইভেসি নষ্ট না করাই উত্তম.
আমি তাহমিদ আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।
Just A Tech Lover
hmm….very informative wesite