যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ/চেঞ্জ করুন ১ মিনিটে, কোনো অ্যাপ/সফটওয়্যার ছাড়াই!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

অনেক যত্নে তোলা ছবিগুলো থেকে পেছনের অসুন্দর ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিয়ে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড যোগ করে নিজের ভালো ছবিটাকে আরো ভালো করার প্রয়াস এখন আমরা সবাই করে থাকি!

তবে এর জন্য আমাদের ফটোশপ-পিক্সআর্ট এর মতো ফটো এডিটর গুলোকে অস্ত্র ব্যবহার করে কম যুদ্ধ করতে হয় নাহ  (;

এতো কাঠ-খড় পুড়িয়েও আবার অনেকের ভাগ্যে সয় নাহ :).

ছবির এজ ঠিক মতো রিমুভ হয় না, ছবির সাথে ব্যাকগ্রাউন্ডের কালার ঠিক মতো মেলানো যায় নাহ.আরো কতো কি?!

কেমন হতো, যদি এত কিছুর কিছুই করতে না হয়? শুধু মাত্র ১ টা সাইট ব্যবহার করে মাত্র ১ মিনিটেরও কম সময়ে কাজগুলো সঠিক ভাবে হয়ে যায়?

আরে হবে.হবে.নিচের দেখানো পদ্ধতিটা ফলো করে মাত্র ১ মিনিটেই সব কাজ শেষ করে ফেলতে পারবেন >>>>

STEP 1

প্রথমে আপনাকে যেতে হবে REMOVE.BG  নামের ওয়েবসাইটটিতে.যেখানে গেলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন

 

 

STEP 2

 

এরপর আপনাকে যা  করতে হবে তা হলো - "UPLOAD IMAGE" নামের বাটনটিতে ক্লিক করে আপনি যে ছবিটা নিয়ে কাল করতে চান, সেটা আপলোড করে দিন এবং আপলোড করার সাথে সাথে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে.

আপনার উদ্দেশ্য যদি হয় শুধুই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তবে আপনার কাজ এখানেই শেষ."DOWNLOAD" বাটনে ক্লিক করলেই ছবি আপনার ডিভাইসে ছবিটা ডাউনলোড হয়ে যাবে

তবে আপনি যদি ছবিটাতে আরেকটি ব্যাকগ্রাউন্ড এড করতে চান, তবে আপনাকে এগোতে হবে আরেকটি ধাপ.এবার নিচের "EDIT"বাটনে ট্যাপ করুন.

 

 

STEP 3

নিচের "EDIT" বাটনে ট্যাপ করতেই আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে.

এবার পাশে লক্ষ্য করে দেখুন, আপনার জন্য আছে শত রকমের প্রিসেট ব্যাকগ্রাউন্ড, এছাড়া রয়েছে পছন্দের ব্যাকগ্রাউন্ড আপলোদ করে এড করার সুবিধা.সেখান থেকে পছন্দের ছবিটাতে ট্যাপ করলেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে.
এবার পছন্দের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলেই, নিচে থাকা ডাউনলোড বাটনে ট্যাপ করে আপনার ডিভাইসে ছবিটা ডাউনলোড করে নিন.

 

 

 

দেখলেন তো, কত সহজেই হয়ে গেলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ  🙂

আমার এই টিউনটি কেমন লাগলো আপনার কাছে, টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু  🙂

ফেসবুকে আমি - http://www.facebook.com/find.abbd

ইন্সটাগ্রামে আমি - http://www.instagram.com/abrar_boom

Email - [email protected]

 

 

  • সবাইকে অনেক ধন্যবাদ 🙂

 

 

 

 

Level 1

আমি তাহমিদ আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Just A Tech Lover


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এরপর আর কোন বিষয়গুলো নিয়ে টিউন করতে পারি,তা জানাতে পারেন কমেন্টে বা ইনবক্সে

ভাইজান কথা হলো 1944 x 1458 এই বেজুলেশনের Png কিভাবে আনলিমিটেড ডাউনলোড করা যায়…তোনিয়ে একটা টিউন করুন।

ভাইজান কথা হলো 1944 x 1458 এই বেজুলেশনের Png কিভাবে আনলিমিটেড ডাউনলোড করা যায়…তা নিয়ে একটা টিউন করুন।