কিভাবে ইউটিউব চ্যানেল সুন্দর করে সাযাবেন দেখে নিন Youtube Channel Customize

হায়, আমি জুয়েল আহমদ লিটন আর আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলটাকে একটু সুন্দর করে কিভাবে সাজাতে পারবেন। অনেকেই নতুন চ্যানেল খুলার পরে ভিডিও আপলোড করে কিন্তু হোমপেজে কিছু দেখায় না একটু খালি খালি দেখায়। তো সেটাকে কিভাবে পরিপূর্ণ করবেন সে বিষয়টা আজকে দেখাবো। তো চলুন শুরু করে দেই।

প্রথমে আপনি ইউটিউবে ঢুকবেন। তো ইউটিউবে ঢুকার পর, লগো আইকনে একটি ক্লিক করবেন তারপর দেখুন এখানে Your Channel দেখা যাচ্ছে এটিতে ক্লিক করবেন। তারপর Customize Channel এ ক্লিক করবেন। প্রথমে যে কাজটি করতে হবে আমাদের সেটি হলো একটি চ্যানেল আর্ট সেট করে নিতে হবে। তো চ্যানেল আর্ট কিভাবে পারফেক্টলি তৈরি করে এবং কিভাবে চ্যানেলে সেট করতে হয় তা আমি এর আগে একটি টিউটোরিয়ালে দেখিয়েছি সেই টিউটোরিয়াল দেখে আসতে পারেন। তো বন্ধুরা তারপর এই প্রো্ফাইল পিকচারটি সেট করতে হবে। তো তার জন্য এই যে আইকনটা বা পেন আইকনে জাস্ট এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর Edit এ ক্লিক করবো তারপর Upload Photo তে ক্লিক করবো, তারপর প্রোফাইল পিকচার বা লগো যে লোকেশনে আছে সেটি দেখিয়ে দিয়ে Open এ ক্লিক করবো। এবার আপলোডিং শুরু হবে এবং আপলোডিং শেষে Done এ ক্লিক করবো। তারপর এটি সেট হয়ে যাওয়ার পর এই উইন্ডোটি কেটে দিবো, তারপর এই পেইজটি Reload করবো। তো অনেক সময় এটি সেট হতে প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যেতে পারে। তো চিন্তার কোন কারণ নেই হয়ে যাবে।

এবার আমরা এই গিয়ার আইকনটিতে ক্লিক করবো গিয়ার আইকনটিতে ক্লিক করার পরে Customize the layout of your channel এটা অন করে দিবেন। এখানে আরো কিছু সেটিং আছে দেখতে পাচ্ছেন Keep all my liked videos private এটা কি কি ভিডিও লাইক করছেন সেটা আপনার চ্যানেলে চলে আসতে পারে, সেজন্য আপনি প্রাইভেট রাখতে পারেন। এরপর  Keep all my subscriptions private এটাও হলো কোন কোন চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন সেটা তাও আপনি প্রাইভেট করে দিতে পারেন। সবকিছু Enable করার পর এই Save এ ক্লিক করুন। ‍

এবার আমরা ডেসক্রিপশন এবং এই আইকন গুলা ফেইসবুক বা টুইটার কিভাবে এড করবেন এটা করার জন্য জাস্ট এই যে আইকনটা পেন আইকনটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর Edit Links এই যে Edit Links এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন এই রকম আসবে। তারপর description থেকে Channel Description এ ক্লিক করে চ্যানেল সম্পর্কে সুন্দর একটি description লিখে দিবো তো আমার লেখা আছে সেটা কপি করে পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের মনমতো করে দিয়ে দিবেন। এখানে দেখুন For business inquiries: এখানে একটি ইমেইল দিয়ে দিবেন যাতে কেউ কোন প্রয়োজনে আপনার সাথে ইমেলে যোগাযোগ করতে পারে। Location:  এ Bangladesh দিয়ে দিবেন। তো এখন এখানে আমরা আমদের ফেসবুক লিংক বা টুইটার লিংক বা ওয়েবসাইট সবকিছু এখানে সেট করে দেবো। তো তারজন্য এই Add বাটনে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম। তারপর এই Link Title এ লিখব Facebook এবং এই URL এর ঘরে ফেসবুক পোফাইল বা পেইজের লিংক দিয়ে দিবো। তারপর আবারও এড করতে চাইলে Add বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে  Link Title এ লিখব Twitter এবং এই URL এর ঘরে টুইটার পোফাইল লিংক দিয়ে দিবো। এবার দেখবো যদি আমরা ভুল বশত কোন একাউন্ড Add করে ফেলি তাহলে কিভাবে ডিলেট করবো দেখুন প্রথমে আমরা একটি Add দিলাম তো ডিলেট করার জন্য জাস্ট এই ডিলেট আইকনে একবার ক্লিক করতে হবে। তো অনেক সময় দেখবেন এখানে এটা শো করছে না তখন আপনি দেখবেন যে এই Overlay First এ কত দেয়া আছে এটা পরিবর্তন করে দিলেই তা শো করবে।  সব শেষে Done বাটনে ক্লিক করুন। দেন হয়ে গেলো আমাদের About পেইজ সাজানো।
এবার আমরা দেখব কিভাবে এ ব্রান্ডিং আইকনটি এড করবেন কিভাবে তো তার জন্য প্রথমে আমরা আমাদের চ্যানেলে চলে যাবো তারপর Youtube studio beta তে ক্লিক করবো তারপর Setting এ ক্লিক করবো। তারপর Channel এ ক্লিক করবো তারপর Branding এ ক্লিক করবো তো এখন Choose Image এ ক্লিক করতে হবে এখানে একটি কথা আপনার ইমেজটি png মোডে হতে হবে। এবার Choose image এ ক্লিক করে এখানে থেকে ইমেজটি সিলেক্ট করে open এ ক্লিক করুন। তারপর Entire video তে ঠিক মার্ক করে Save এ ক্লিক করবো then হয়ে গেলো আমাদের ব্রান্ডিং ইমেজ সেট করা।
তারপর এখানে চাইলে কিছু রিকমেন্ডেট চ্যানেল এড করে রাখতে পারেন।  তো তারজন্য Add Channels এ ক্লিক করবেন। তারপর আপনার পছন্দমত কিছু ফিচারড চ্যানেল এখানে এড করে দিতে পারবেন।
এবার আমরা হোমপেইজকে সাজাবো তো এটি দেখার জন্য কিছু ভিডিও আপলোড দিতে হবে যেহেতু এটি একটি নতুন চ্যানেল তো এটাতে দেখাতে পারবো না তাই আমার মূল চ্যানেলে ফিরে যাবো। তো এখানে আসার পর এ রকম একটি বার চলে আসবে এখান থেকে For New Visitors সেকশন থেকে Channel Trailer এ ক্লিক করবো তারপর এখান  যে ভিডিওটি আমরা Channel trailer হিসাবে ব্যবহার করতে চাই সেটি সিলেক্ট করে দিবো তো আমি এইটা দিলাম। তারপর Save করে নিবো। এবার For returning subscribers এটিতে ক্লিক করবো তারপর Feature Content এটাতে ক্লিক করে আগের মতো একটি ভিডিও সিলেক্ট করে দিবো তারপর Save আবার Save এ ক্লিক করুন। এবার Done এ ক্লিক করতে হবে। এগুলো সিলেক্ট করে দেয়ার অর্থ হচ্ছে যারা আমাদের চ্যানেলে ভিজিট করতে আসবে তাদের সামনে অটোমেটিক এই ভিডিওগুলো চালু হয়ে যাবে।

তো তারপর এখান থেকে Add a Section এ ক্লিক করবো এবং Content থেকে Upload  অপশনটি Select করবো তারপর Layout থেকে Horizontal row অথবা Vertical List যেকোন একটি সিলেক্ট করে Done এ ক্লিক করবো।

তারপর আবারো Add a Section এ ক্লিক করবো এবং Content থেকে Popular অপশনটি Select করবো তারপর Layout থেকে Horizontal row অথবা Vertical List যেকোন একটি সিলেক্ট করে Done এ ক্লিক করবো।

তো যদি আরো যদি আপনি এড করতে চান তাহলে আমি আরো একটা এড করি তো Add a Section এ ক্লিক করবো এবং Content থেকে ‍Single Play List অপশনটি Select করবো তারপর Layout থেকে Horizontal row অথবা Vertical List যেকোন একটি সিলেক্ট করবো Choose a playlist থেকে My playlist সিলেক্ট করে Find Playlist থেকে একটি playlist সিলেক্ট করে দিবো তারপর Done এ ক্লিক করবো। তো এবাবে যত গুলো এড করতে চান ততো গুলা পারবেন আমি আরো এড করছি আপনারা দেখুন।

নিচে ভিডিওতে দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন।

টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক দিবেন টিউমেন্ট করে জানাবেন টিউটোরিয়াল কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টা টা বাই বাই।

Level 3

আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস