কিভাবে ইউটিউব চ্যানেল কভার আর্ট তৈরি করবেন পারফেক্টলি সাইজ ঠিক করে?

স্বাগত জানিয়ে শুরু করছি আমি জুয়েল আহমদ লিটন। আজকের টিউটোলের টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল কভার আর্ট। তো আমরা যারা ইউটিউবে কাজ করি বা আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের মধ্যে অনেকেই জানিনা আমরা যে কিভাবে একটি কভার আর্ট Create করলে Then ঐটা আমাদের চ্যানেলে পারফেক্টলি শো করাতে পারবো। আমরা অনেকেই আছি যে বিভিন্ন জায়গা থেকে ইমেজ ডাউনলোড করি বা ফটোশপে ইমেজ তৈরি করি। তৈরি করার সেটা যদি আমরা আমাদের ইউটিউব কভার আর্ট হিসাবে আপলোড করি তারপর দেখা যায় এই জায়গায় পারফেক্টলি সেটা শো করাতে পারি না। সাপোজ আমি ইমেজের এ অংশটা শো করাতে চাই বা এ অংশটা শো করাতে চাই তো আমরা যে অংশটা আসলে শো করাতে চাই সে অংশটা এই জায়গায় পারফেক্টলি শো করাতে পারি না। বা আমরা জানিনা যে কোন সাইজে কভার আর্ট তৈরি করলে সেটা আমরা এই জায়গায় পারফেক্টলি শো করাতে পারবো। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ফটোশপে পারফেক্ট একটি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে পারব।

নিচে ভিডিও এর মাধ্যমে তুলে ধরলাম টিউটোরিয়ালটি :

আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক টিউমেন্ট শেয়ার করবেন। টা টা বাই বাই

Level 3

আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস