টিউটোরিয়ালসের পক্ষ থেকে জানাই সু-স্বাগতম, সাথে আছি আমি জুয়েল আহমদ লিটন। আজকে যে টিপস নিয়ে আমি কথা বলবো তা হলো সব মোবাইল অপারেটর গুলোর একাউন্ট ও ইন্টারনেট ব্যাল্যান্স এবং ভুলে যাওয়া নাম্বার দেখার উপায় সম্পর্কে। আমাদের দেশে বর্তমানে ৬টি মোবাইল ফোন অপারেটর রয়েছে যেমন টেলিটক, গ্রামীণফোন, বাংলালিঙ্ক, রবি, এয়ারটেল ও সিটিসেল। গ্রাহক যখন নতুন কোন অপারেটরের সাথে যুক্ত হন তখন সেই মোবাইল ফোন অপারেটরের ব্যাল্যান্সের মেয়াদ কিভাবে দেখতে হয়, ইন্টারনেট ব্যাল্যান্স কিভাবে চেক করে ইত্যাদি জানা অতীব জরুরি হয়ে পড়ে। আজ আমি সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করি.
গ্রামীনফোন(Grameenphone) বা জিপি:
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://www.grameenphone.com/
মূল একাউন্ট ব্যাল্যান্স দেখতে ডায়াল করতে হবেঃ *566#(প্রিপেইড)
আপনি কোন প্যাকেজের মধ্যে আছেন তা জানতে ডায়াল করতে হবেঃ *111*1*6*4#
ইন্টারনেট বালান্স ডাটা (MB) জানতে ডায়াল করতে হবেঃ *566*10# অথবা *121*1*4#
মিনিট(minute) চেক করতে ডায়াল করতে হবেঃ *566*20# অথবা *566*24#
এসএমএস(SMS) ব্যাল্যান্স চেক করতে ডায়াল করতে হবেঃ *566*2#
বিস্তারিত দেখতে ভিডিওটি দেখুন:
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।