সবাইকে স্বগত জানাচ্ছি আজকের Right from of verb এর প্রথম লেকচারে। আজ প্রথম পর্বে পাঁচটি উদাহরণ এর মাধ্যমে আমরা Right from of verb শিখবো।
চলো শুরুকরি,
এক নজরে আমরা আগে ৫টি উদাহরণ দেখে নেই।
1. He speaks as though he (know) everything.
2.He talks as if he (to be) Leader.
3. I fancy i (turn) pale.
4. It izs high time he (change) his bad habit.
5.she proceeded as though i (not speak)
চলুন এবার আমরা প্রতি উদাহরণ সমাধান করি:
1. He speaks as though he (know) everything.
যদি কোন Sentence এর মধ্যে As though থাকে তাহলে As though এর আগের অংশ অনুযায়ী verb পরিবর্তন হবে। এখানে খেয়াল করুন He speaks অনুযায়ী আমরা Know কে পরিবর্তন করব। He speak হলো present indefinite tense তাহলে আমাদের Verb হবে past indefinite tense।
Note: সাধারণত Verb এর সাথে s বা es থাকলে সেটা present indefinite tense হয়।
তাহলে এখানে আমাদের ভার্বকে পরিবর্তন করে past indefinite tense করতে হবে।
Know কে পরিবর্তন করলে হয় Knew
2.He talks as if he (to be) Leader
আমরা প্রথম উদহরণ এ দেখেছি As if/ as though এর আগের অনুশারে ভার্বকে পরিবর্তন করতে হবে কিন্তু এখানে কোন ভার্ব নেই।
তাহলে আমাদের এখানে To be এর স্থানে আমাদের বি ভার্ব বসাতে হবে।
Note: যদি কোন Sentence এর মধ্যে As if / as though / Wish থাকে এবং তারপরে যদি To be verb বসাতে বলে সে স্থানে সব সময় আমরা Were ব্যবহার করব।
Ans : Were
3. I fancy i (turn) pale.
Note: যদি কোন sentence এর মধ্যে It is time / it is high time / wish / fancy. থেকে থাকে তাহলে তারপরের ভার্বের পাস্ট ফ্রম হবে। Trun এর পাস্টফ্রম হবে Turned এর সাথে অতিরিক্ত ed যোগ হয়ে পাস্ট ফ্রম হয়েছে।
4. It izs high time he (change) his bad habit.
তিন নম্বর রুলস অনুযায়ী এটা পরিবর্তন হবে খেয়াল করুন সেন্টেন্স এর মধ্যে it is high time আছে তাহলে তারপরের ভার্বের পাস্ট ফ্রম হবে।
change এর পাস্টফ্রম changed
তাহলে উত্তর হবে Changed
এবার সর্বশেষ রুলস:
5.she proceeded as though i (not speak)
১নং রুলসটা খেয়াল করুন যদি কো সেন্টেন্স এর মধ্যে as though/as if এর আগে যদি present indefinite tense থাকলে পরে হবে past indefinite tense
কিন্তু আমাদের এখানে As though এর আগে past indefinite tense রয়েছে তাহলে পরে বসবে past perfect tense আর past perfect tense করার জন্য আমাদের Not er আগে had বসাতে হবে তারপর ভার্ব এর PP from বসবে
she proceeded as though i had not spoken
ধন্যবাদ সবাইকে এই টিউন পড়ে না বুঝলে ভিডিওটি দেখুন তাহলে বুঝতে সুভিদা হবে
যা সার্চ হয়
right form of verbs, right form of verbs in bangla, right forms of verb, right form of verb in bangla, right form of verbs bangla, right form of verb for hsc, right form of verb bangla, right form of verbs for hsc, right form of verbs bangla video, right form of verb rules, admission test,
right form of verb practice for hsc
right form of verb question
right form of verb question and answer
right form of verb quiz
right form of verb rule
right form of verb rules
right form of verb rules bangla
right form of verb rules for hsc
right form of verb rules in bangla
right form of verb rules pdf
right form of verb short rules
right form of verb shortcut
right form of verb slideshare
right form of verb শেখার সহজ উপায় শর্টকাট টেকনিক
আমি অভি খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।