যারা অনেক ধরে টাইপিং করলেও স্পিড না আসায় হতাশ হয়ে আছে তারা এই ভিডিওটি দেখে টিপস গুলো কয়েকদিন মেন্টেইন করলে অবশ্যই খুব কম সময়ের মধ্যে টাইপিং স্পিড বাড়াতে পারবেন। প্রথমত আপনি একটা ভালো কিবোর্ড সিলেক্ট করবেন যেটা আপনার আঙ্গুলের সাথে কমপোর্টেবল এবং কিবোর্ডের কিগুলো অবশ্যই বড় বড় হতে হবে। মনে রাখবেন টাইপিং স্পিড করা পুরোটাই ব্রেইনের খেলা। তাই আপনার ব্রেইনকে যত দ্রুত বুঝাতে পারবেন তত তাড়াতাড়ি হাতে স্পিড নিয়ে আসতে পারবেন।
১। প্রথম যে কাজটা তা হলো আপনার ব্রেইনকে বুঝিয়ে দিন যে আপনাকে টাইপিং শিখতে হবে এবং দ্রুত টাইপ করতে হবে। তাই সব সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে শুধু টাইপ করার মানসিকতা নিয়ে টাইপ করতে বসুন।
২। সবগুলো কি বা বাটনের অবস্থান ম্যাপ করে নিন; একদম মুখস্ত
৩। ইনডেক্স ফিঙ্গার দিয়ে সব বাটন টাইপ করা যাবে না। হোম রো থেকে কখনো হাত সরানো যাবে না।
৪। অলস বসে আছেন বা কারো সাথে কথা বলতেছেন তখন দুই হাত কোন কিছুর উপর বা এমনি হাওয়াতে রেখে কিবোর্ডের মত প্রেস করতে থাকুন। মনে মনে একটা ওয়ার্ড চিন্তা করুন আর সেটা কিবোর্ডে টাইপ কিভাবে করতে হবে সেটা চিন্তা করুন।
N.B. টিপসগুলো ভিজুয়্যালি দেখে নিন এখানে ক্লিক করে
৫। শুরুতেই ল্যাপটপে টাইপ করবেন না; ল্যাপটপের কিবোর্ডের কিগুলো অতিরিক্ত স্লিম; একদম জিরো ফিগার তো একগুলো হাতে আনা কষ্টকর।
৬। প্রতিটি বাটন প্রেস করার আগে হালকাভাবে মুখে উচ্চারন করে করে প্রেস করুন তাতে আপনার ব্রেইন সহজেই বুঝতে পারবে কোন বাটন আপনি প্রেস করছেন আর ব্রেইন তা দ্রুত স্টোর করে রাখবে।
৭। টাইপ করার জন্য বসার জায়গা/চেয়ার নিজের কমপোর্ট অনুযায়ী নিন। মাথার মধ্যে যদি সীট নিয়ে প্রবলেম থাকে তাহলে ব্রেইন মনোযোগ হারাবে; এতে সময় নষ্ট হবে।
৮। শুরুতেই একটু টাইপ করে বিরক্ত হয়ে ছেড়ে দিবেন না। আঙ্গুল, মাথা, গাড় ব্যথা করলেও চালিয়ে যান।
৯। টাইপ করার জন্য চোখের সুবিধা অনুযায়ী পিসির ব্রাইটনেস ও ফন্ট সাইজ সিলেক্ট করে নিন; এতে ব্রেইন বুঝতে পারবে এটা তার স্বপক্ষে কাজ করতেছে; জানেন ই তো চোখের সাথে ব্রেইনের দারুন সম্পর্ক আছে।
১০। কিছুদিন টাইপিং প্রেকটিস করার পর ওয়ার্ড পার মিনিট ও একুরেসি চেক করে নিবেন; এতে আপনার টাইপিং বাড়তেছে এইটা ব্রেইন বুঝবে এবং আরো দ্রুত কাজ করার জন্য উদ্দিপনা জাগাবে।
টিপস গুলো ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আমাকে ফেসবুকে পেতে চাইলে এখানে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে টিউনটি পড়ার জন্য।
আমি t.i.alamin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চেষ্টায় আছি