ফেসবুক মেসেন্জারে কালো থিম Dark Mode চালু করার উপায়

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।

আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ফেসবুক মেসেন্জারের ডার্ক মোড অন করবেন।

ইউটিউবের পর এবার ফেসবুকও ডার্ক মোড নিয়ে হাজির হয়েছে। ডার্ক মোডের ফলে রাতে চ্যাটিং এ চোখের সমস্যা হয় না। আর এটি মোবাইলের ব্যাটারী খরচও কমিয়ে দেয়। তাই আমি মনে করি ডার্ক মোডটি সকলেরই ব্যবহার করা উচিত।

যেভাবে ডার্ক মোড চালু করবেন-

মেসেন্জারে ডার্ক মোড চালু করতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।

১। আপনার Messenger সফট্ওয়্যারটি যদি আপডেট না থাকে, তবে আপডেট করে নিন। (আমি যে, Messenger সফট্ওয়্যারটিতে ডার্ক মোড অন করেছি, তার ভার্সন হচ্ছে- 205.0.0.18.110)

২। Messenger সফট্ওয়্যারটি আপডেট দেয়ার পরে ওপেন করুন। ওপেন করে আপনার ফ্রেন্ড লিস্ট এ থাকা যে কোন একজন ফ্রেন্ডকে একটি অর্ধ চাঁদের ইমোজি মেসেজ সেন্ড করবেন। অর্ধ চাঁদের ইমোজি সেন্ড করার পর, দেখবেন উপর থেকে অনেক গুলি চাঁদ নিচের দিকে পড়বে। তখন আপনার ডার্ক মোডের অপশনটি খুলে যাবে। (যদি উপর থেকে অনেকগুলি চাঁদ না পড়ে, তবে কিভাবে ডার্ক মোডটি অন করবেন, তা নিচের ভিডিওতে দেখুন। )

৩। উপর থেকে অনেকগুলি চাঁদ পড়লে আপনি প্রোফাইল পিকচার এ ক্লিক করে সেটিং এ গেলে Dark Mode অন/অফ করার একটা অপশন পাবেন। সেখান থেকে ডার্ক মোডটাকে অন করে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ।

যদি কেন কিছু বুঝতে না পারেন বা কোন সমস্যা হয়, তবে নিচের ভিডিওটি দেখে ডার্ক মোড অন করে নিন।

ভিডিও বা পোস্টটি থেকে যদি উপকৃত হোন, তবে Social Media তে শেয়ার করুন এবং এ ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

সবাই, প্রযুক্তির সাথে থাকুন।

মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।

সবাইকে ধন্যবান জানাচ্ছি, এই টিউনটি পড়ার জন্য।

আজকে এই পর্যন্ত, পরের টিউনে আবার দেখা হবে।

Level 0

আমি রিয়াদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস