আশাকরি সবাই ভালো আছে, চলে আসলাম নতুন একটি টিপস এন্ড টিক্স নিয়ে। গতদিনে ফেসবুকেেএবং টেকটিউনস এ সবার সাড়া পেয়ে আজ শেয়ার করবো কিভাবে আপনি আপনার ফ্রেন্ডস লিস্টের সবার ফোন নাম্বার বের করবেন। ধরুন আপনার ফেসবুকে ৫০০০ ফ্রেন্ড আছে। সবার নাম্বার এক এক করে বের করা প্রায় অসম্ভব, সেটাই আজ আমি দেখাবে।
কিভাবে আপনার ফেসবুকের সকলের ফোন নাম্বার একটা লিস্ট আকারে পাবেন। আর্তাত নিয়মটা অনেকটা এক তুড়িতে সব ফোন নাম্বার হাতের মুঠোতে এরকম টাইপের। হ্যা তবে অবশ্যই কিছু হ্যাকিং ট্রিক্স ইউজ করতে হবে। নাহলে ফোন নাম্বার বের করা অতটা সহজ ব্যাপার না। আজকাল মানুষ শুধু ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য ফেক ভিডিও টিপস দেয়, যা আসলে কোন কাজেই দেয় না। কিন্তু আমি আপনাদের ফেক কোন ভিডিও টিপস দিবো না।
আসলেই দেখাবো কিভাবে কি করবেন। তবে যেহেতু এরজন্য একটু ব্রেন খাটানো লাগবে এবং কিছু কমান্ড কোডিং করা লাগবে। তাই ব্রেন ঠান্ডা করে সবকিছু ভালো করে দেখতে হবে। কমান্ড কোডিং ভুল করা যাবে না। আপনাদের সবার সুবিধার্থে আজ ভিডিও বানিয়েছি, A টু Z।
কিভাবে ট্রিক্স খাটাবেন কিভাবে ফোন নাম্বার ইমেল এড্রেস বের করবেন সব কিছু দেখিয়েছি। ধৈয্য ধরে ভিডিওটা দেখবেন এবং ধিরে ধিরে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ট্রিক্স অনুযায়ী কাজ করবেন। ভিডিও টা ২৫ মিনিটের।
কিছুই করার ছিলো না ভাই হ্যাকিং ঠ্রিক্স দিয়ে ফোন নাম্বার বের করবেন সময় ত লাগবেই। তাই ট্রিক্সটা দেখতে ভিডিওটা সবটুকু দেখবেন নাহলে কমান্ড না বুঝলে কিছুই পারবেন না, সবটুকু দেখারপর তাহলে আশাকরি সবার ফোন নাম্বারই বের করতে পারবেন। শুভকামনা রইলো সবার প্রতি। আশা করি ভবিষ্যতে দারুন দারুন টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে উপহার দিতে পারবো। শুধু দরকার আপনাদের ভালোবাসা আর উৎসাহ। নিচে ভিডিও লিংক টা দিয়ে দিলাম।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=d74FxwxXt8Y
আমি টিপস এন্ড ট্রিক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhai amr akta account hack kra khub joruri help asha korchi