আগামি কাল ঘড়ির কাঁটা ১ ঘন্টা এগিয়ে নিতে হবে, এটা নিশ্চই সবাই জানেন। হয়ত ভেবে রেখেছেন, কাল যথাসময়ে আপনার কম্পিউটারের ঘড়ির কাঁটা আপনি নিজেই এগিয়ে নিবেন। আপনি সেটা করতে পারেন। তবে মাইক্রসফট এর একটি সমাধান দিয়েছে। তারা এর জন্য ছোট একটি ফাইল তৈরী করেছে, যার মাধ্যমে আপনার কম্পিউটারের টাইম স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যাবে।
এর জন্য আপনি এই লিঙ্কটিতে যেতে পারেন। অথবা এখানে ক্লিক করুন , MicrosoftFixit50280.msi নামের একটি ফাইল ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর আপনার টাস্কবার এর ঘড়ির উপর মাউসের ডান বোতাম চেপে Adjust Date/Time এ যান। এখান থেকে Change Time Zone এ গিয়ে (GMT + 06:00) Dhaka সিলেক্ট করে বেরিয়ে আসুন। এখন আপনার সময় আগামিকাল স্বয়ংক্রিয়ভাবে এডজাস্ট হবে। সুত্র : আজকের প্রথম আলো
আমি দূরবীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চেষ্টা থাকে ছোট জ্ঞানকেও বড় করে দেখার ।
ইয়াসিন ভাই, আপনি time zone এ গিয়ে (GMT + 06:00) Dhaka সিলেক্ট করে apply ok করে বেরিয়ে আসুন।আশা করি সমস্যর সমাধান হবে।
খুব ভাল।কাজ হয়েছে। জিএমটি 6 এর সাথে শুধু ঢাকা দেখে ভাল লাগলো। এখন কথা হল যে পরবতীতে যে আবারো সময় পিছাতে হবে তার জন্য এই ফিক্সই যথেষ্ট? নাকি আবারও ফিক্স করতে হবে।
আমার ল্যােন 150 িটর অিধক িপেস আেছ, আিম চািচ্ছ সারভার েথেেক টাইম েচন্জ করেবা আমার সারভার উইনেডাজ 2000 এবং েডােমইন কেন্ট্রালার, এমন িক েকান সহজ উপয় আেছ যা িদেয় আিম সারভার েথেক সকল িপিসর টাইম েচন্জ করেত পারেবা। ধন্যবাদ।
সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করলাম কিন্তু কাজ হচ্ছে না,এখন কী করা যায়।