Pen drive কে NTFS এ ফরম্যাট করুন কোন সফটওয়্যার ছাড়া

আমরা জানি যে Pen drive (ইউএসবি) ড্রাইভগুলো ফ্যাট (FAT বা FAT32) হিসাবে ফরম্যাট করা যায়। কিন্তু আপনি চাইলে Pen Drive কে NTFS হিসাবেও ফরম্যাট করতে পারেন। NTFS এর সুবিধা হচ্ছে এতে শতকরা ৫-৪০ ভাগ যায়গা বৃদ্ধি পায়। এছাড়াও NTFS এর অনান্য বৈশিষ্ট বজায় থাকবে কিন্তু অসুবিধা হচ্ছে কিছু ক্ষেত্রে গতি কমে যাবে এবং সবসময় Pen Drive কে Safely Remove করতে হবে।
NTFS হিসাবে ফরম্যাট করতে প্রথমে USB পোর্টে Pen Drive টিকে সংযুক্ত করুন। এবার My Computer থেকে Pen Drive এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবং Hardware  ট্যাব থেকে আপনার যুক্ত করা Pen Drive টি নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এখন Policies ট্যাব থেকে Optimize for Performance অপশন বাটন (সাধারণত Optimize for quick removal চেক করা থাকে) চেক করে OK করুন। এবার My Computer থেকে Pen Drive এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Format এ ক্লিক করুন তাহলে ফরম্যাট ডায়ালগ বক্স আসবে। এখানে File System এ NTFS দেখা যাবে যা আগে ছিলো না। এখন NTFS নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করে ফরম্যাট করুন।

ভাল লাগলে comments করুন ।আর ভিজিট করুন আমার website http://www.outsourcingbd.com

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই টিউন আমি আগে করেছি। এই যে লিংক https://www.techtunes.io/how-to/tune-id/44488/

একটা টিউন করলেন তাও যা তা ।ভাল মত করলেই পারতেন।

Level 2

আমি জানতাম না যে এঐ বিষয়ে টিউন আছে ।সরি

"এছাড়াও NTFS এর অনান্য বৈশিষ্ট বজায় থাকবে কিন্তু অসুবিধা হচ্ছে কিছু ক্ষেত্রে গতি কমে যাবে এবং সবসময় Pen Drive কে Safely Remove করতে হবে।"

উইন্ডোজ সেভেনে এমনিতেই NTFS এ ফরম্যাট করা যায়, Safely remove না দিলেও চলে কারণ Caching অফ থাকে। আর আসল সুবিধা তো বললেননা। NTFS এ সর্বোচ্চ প্রায় ১৬ টেরাবাইট ফাইল রাখা যায়, FAT32 এ তা প্রায় ৩জিবি।

"NTFS এর সুবিধা হচ্ছে এতে শতকরা ৫-৪০ ভাগ যায়গা বৃদ্ধি পায়"

আমার ৮জিবি পেন ড্রাইভ টি ৭.৪৭জিবি দেখায়। আপনি দয়া করে জানাবেন কি ৫-৪০% অর্থাৎ ৪০৯-৩২৭৬৮০এমবি স্পেস কিভাবে বাড়াবো?

pan drive problem হবে না তত।

Level New

হুজুরের ওয়াজ ।বার বার একই আলাপ ।যাই হোক সবাই তো যানেনা তাই টিক আছে।XP চালকদের জন্য এটি perfect.আর ও ভাল টিউন করবেন স্ক্রিনসুট সহ। ইনশাআল্লাহ !ধন্যবাদ।