Affilate marketing থেকে আয় করার সহজ উপায় কি?

Affilate marketing থেকে আয় করার সহজ উপায় কি?

আসলে অনলাইনে আয় করা খুবই কঠিন ।অনলাইনে আয়ের dream অনেকেই দেখে কিনতু

কিছুদিন পরিশ্রম করে যখন দেখে কোন সুফল হচছে না তখন আশা ছেড়ে দেয় ।অথচ যারা

লেগে থাকে একটা সময় গিয়ে তারা সফল হয় ।তাই বলছি হাল ছেড়ে দিলে হবে না ।নিজের মেধাকে

বিকশিত করুন । Affiliate marketing নিয়ে আমি আগে ১ট টিউন করেছিলাম ।সেটা

না দেখে থাকলে এখানে যান ।আমার টিউন টি ছিল amazon.com নিয়ে ।এখান

থেকে আয় করতে গেলে আপনার সাইটটির primary language english হতে হবে ।

কারণ আপনার সাইটে ফরেন ভিজিটর আনতে হবে ।কারন আমাদের দেশের অধিকাংশ মানুষ

অনলাইন কেনাকাটার সাথে পরিচিত নয় ।এখন কথা হল ফরেন ভিজিটর কিভাবে আনবেন?

প্রথমে ৫টি নতুন ফেইসবুক id খুলুন ।id গুলো মেয়েদের নামে হবে এবং প্রতিটা id তে

মিনিমাম ৩ টা ছবি রাখবেন যাতে id টা fake মনে না হয় ।এবার facebook এর search

ঘরে american group লিখে search দেন ।দেখবেন অনেক group এর নাম

এসেছে ।সেখানে প্রবেশ করুন এবং ঐ group এর wall এ যারা যারা status দিয়েছে

তাদের profile দেখুন ।যদি দেখেন তারা আমেরিকান তাহলে friend request পাঠান ।

এভাবে ওখান থেকে ৫ জনকে পাঠান ।এবর ঐ ৫ জনের যত friends আছে সবাইকে

friend request পাঠান ।এভাবে friend request প্রতিদন পাঠাতে থাকুন ।দেখবেন

আপনর ফরেনার friend বেড়েই চলেছে ।এটাতো গেল ১টা id এর কথা ।৫টি id

দিয়ে আপনি ৫টি ধনী দেশের friend বাড়ান ।কিনতু ভুলেও bangladeshi,pakistani,

indian friend বানাবেন না।কারন তাতে এসব  দেশের মানুষে friend request এ

আপনার account ভরে যাবে ।আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ৫০০০ friends

এর সবাই যেন american হয় ।যন আপনর ৫টা id তে ২৫০০০ friend হয়ে

যাবে তখন আপনি আপনার status এ আপনার পন্যের ads দিন ।আপনর দেয়া

status থেকে যদি দিনে ১০০০০ ডলারের পণ্য sell হয় তাহলে আপনি পাবেন

১০০০০*১৫% =১৫০ ডলার বা ১০০০০ টাকা ।মাসে আপনার আয় হবে ৩ লাখ

টাকা ।আসলে বল যত সহজ করা অনেক কঠিন ।কিনতু আপনাকে লেগে থাকতে

হবে ।আপনার শ্রম একদিন সারথক হবেই ।

আমার সাইট ভিজিট করুন ।ধন্যবাদ সবাইকে ।

কিছু বিশেষ কথা

আমাদের সবার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় ।আমরা যখন জেনে ফেলি যে একটা website এর ads এ click

করলেই websiter মালিক টাকা পায় তখন আমরা ভুলেও ads এ click করি না।কারন আমার মাধ্যমে

২টা পয়সা কেউ income করুক আমরা তা চাই না।অথচ বিদেশী website গুলোর ads আমার প্রয়োজনের

মত মনে হলেই আমরা click করি।তখন আর চিনতা করি না যে আমার click এর মাধ্যমে তার কিছু আয় হল।

তাই সবাইকেই বলছি যদি কোন websiter কোন ads আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনি অবশ্যই

click করবেন, সাইটটা দেশী হোক আর বিদেশী হোক।আপনার মাধ্যমে ১জন দেশী ভাই সাবলমবি হবে ,অন্যদের মাধ্যমে

আপনিও সাবলমবি হবেন।ধন্যবাদ সবাইকে।

আমার সাইটটি অবশ্যই visit করবেন।http://www.outsourcingbd.com

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এডে ক্লিক করার বিষয়ে আমি বরং উল্টোটা বলব। কারণ বাংলাদেশীরা বেশিরবাগই জিপি ইউজ করে। এখন যদি নিয়মিতভাবে জিপির আইপি থেকে এডে ক্লিক হয় তাহলে ওই ওয়েবমাস্টার অচিরেই তার এডসেন্স একাউন্ট হারাবেন। তাই সবাইকে অনুরোধ করব প্লীজ অন্তত দেশী সাইটগুলোর এডে ক্লিক করবেন না।

    Level 0

    অবশেষে সাবার জন্য উন্মুক্ত হল [link|http://earningschool.com/|Online Money Earning School] 😀

Level 2

ভাই মানতে পরলাম না ।আমাদের দেশী ভাইরা click না করলে কে click করবে ।

    এডসেন্সের জন্য কখনোই বাংলাদেশী ভিজিটর আকর্যণীয় কিছু না। বাংলাদেশ থেকে ক্লিক হলে ১-২ সেন্টের বেশি আসে না। এখন আপনি যদি এই সামান্য লাভের জন্য এডসেন্স একাউন্ট হারানোর রিস্ক নিতে চান তবে আমার কিছু বলার নাই।

    Level New

    এডসেন্সের জন্য ইন্ডিয়ান ভাষা কিংবা সাইটও এখনো তেমন আকর্ষণীয় না, আর বাংলার কথা তো বলাই বাহুল্য। এক ইউনিকোড ব্যবহার নিয়েই আমাদের কতো কাহিনী।
    যাই হোক ইন্ডিয়ান টপিকের সাইটের এডের রেটও এখনো এডসেন্সে অনেক কম। আমি যেমন প্রায় একই টপিকের দুইটি সাইট, ইন্ডিয়ান সাইটে সর্বোচ্চ কয়েক সেন্ট(ডলার হয়েছে বলে মনে নাই) আর ইংলিশ ইউএস টার্গেটেড সাইটে ১৬ ডলার পর্যন্ত পেয়েছি। তারপর একসময় বিরক্ত হয়ে ইন্ডিয়ানটা মুছেই ফেলেছি। তাই বাংলাদেশের ক্লিক থেকে আয় করব এই প্ল্যান করার সময় এখনো আসেনি।

Level 2

বাবর ভাই আমার adesnse এ click প্রতি কেমন আয় সেটা আমি জানি ।

    তাইলে এক কাজ করি, আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনার সাইটে প্রতিদিন ৫০ টা এডে ক্লিক করব। আশা করে আপনার লস হবে না। অনুমতি চাইলাম একটা কারণেই, একাউন্ট ব্যান হইলে আমি দায়ী থাকবো না।

    আপনি কিভাবে বুঝলেন এটা বাংলাদেশ থেকে ক্লিক করা হয়েছে?

Level 2

বাবর ভাই উপকার করতে না চান ক্ষতি কইরেন না ।আপনি প্রতিদিন ৫০ টা কেন ১ টা click করলে আমি শেষ ।আপনাকে আর কিছু করতে হবে না ।আপনি আমার কোন কথায় কষটো পেয়ে থাকলে sorry

    আমি কষ্ট পাইনি। আসলে আমি যতদূর বুঝি বাংলাদেশী ক্লিকগুলো বাংলাদেশী এডসেন্স পাবলিশারদের জন্য আসলেই বিপদজনক। কারণ গ্রামীণের আইপি খুবই লিমিটেড। আর দেশের ৯০% নেট ইউজার গ্রামীণ ইউজ করে। কেউ যাতে পরে ঝামেলায় না পড়ে এজন্য সতর্ক করাটাই আমার উদ্দেশ্য ছিল। তাছাড়া আর কিছুই না।

হুম এখানেও সমস্যা !!!

    সমস্যা নাই কিসে? সমস্যার সমাধানও আরো সমস্যার জন্ম দেয়।

Level 0

Amar onbux a main balance ase 130$ & referral ase 300 ti, Kew jodi ata dia tar Site ar ad dite chan tahole amar shathe contact korte paren. Najibullah : 01190812491, Yahoo Messenger : [email protected]

Level 2

শরাফত ভাই ভাল লিখেছেন। বিশেষ করে আপনার সোস্যাল মিডিয়া আইডিয়াটা (ফেসবুক) ভাল। আমি ইতিমধ্যে এটা করছি তবে আপনার লেখা পড়ে সাপোর্ট পেলাম। আর কোন আইডিয়া থাকলে শেয়ার করার অনুরোধ করছি। ধন্যবাদ।