Bluetooth technology দিয়ে laptop এবং cell phone এর সংযোগ। laptop and cell phone টনিক।

এ বিষয়ে আগে কেউ টিউন করেছে কিনা আমার জানা নাই। তাই টিউন করলাম।

আমরা laptop এবং  cell phone সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করতে পারি।আমরা আমাদের  মোবাইল

ফোনে একটি ডেস্কটপ computer অথবা একটি ল্যাপটপ থেকে videos, ছবি, ফটো ইত্যাদি move করতে পারি।

ল্যাপটপ এবং mobile ফোন  এ সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি  sopport সংবলিত  laptop  এবং  mobile দরকার ।

যদি ল্যাপটপ এইটি সমর্থন না করে , আমরা একটি ইউএসবি ব্লুটুথ dongle ব্যবহার করতে পারি। ডেস্কটপ computer

অথবা ল্যাপটপের ইউএসবি portএর দিকে শুধুমাত্র plug এটি।

মাইক্রোসফ্ট উইন্ডোজে  ছেড়ে চলে যান।  এইটি নিজেরা ইনস্টল হবে।। যদি এইটি ইনস্টল না হয় , আমরা নিজহাতে ইনস্টল

করব। ল্যাপটপ এবং mobile ফোন সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করতে  এই সহজ ধাপ অনুসরণ করুন: (আমি windows Vista. ব্যবহার করেছি)

আপনার  mobile এ Bluetooth feature on  করুন।

setting করুন :  my Phone's visibility -> Shown to all on the cell phone.

Bluetooth Devices এর icon  থেকে এটি open করুন।

অথবা Device Manager এর Bluetooth driver এ double-click করুন।

Bluetooth Devices dialog box এ Add button এ Click করুন।

Add Bluetooth Device Wizard dialog box এ "My devices is set up and ready to be found" এ টিক চিহ্ন দিন। Next button  click  করুন।

device wizard দেথা যাবে। আপনার device টি add  করে  next button click করুন।

"Let me choose my own key" অথবা "Choose a passkey for me"  ‍Select করুন এবং

Next click করুন।

একটি password key  দেথা যাবে । এটি আপনার mobile  এ বসান।

Finish button এ  click  করুন।

Bluetooth Devices dialog box এ আপনার  cell phone  এর Bluetooth device দেখাবে।

Properties dialog box দেখা যাবে। Services tab Choose করুন। যেসব সেবা পেতে চান তাতে টিক দিন।

এখন photos, videos transfer  করতে পারবেন।

ভাল লাগলে  comments করবেন।

তথ্যসূত্র :  NILTIPS

সুযোগ পেলে আমার সাইটটি একটু ঘুরে আসতে পারেন।


Level 0

আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eato emnitey kora jai notun kisu chai apner kas theke

    Level 0

    ধন্যবাদ comments এর জন্য।চেষ্টা করব।

ফালতু সময় নষ্ট করলেন, যেকোনো ব্লুটুথ ডিভাইস দিয়ে নোকিয়া মোবাইল কানেক্ট করা যায়, নোকিয়া পিসি স্যুট ছাড়াই, ইন্টারনেট এও কানেক্ট করান যায়। আপনি এমন ভাব দেখালেন যেন কোনো সফটওয়্যার ছাড়াই কাজ তা করলেন। আসলে তো নোকিয়া পিসি সুইত দিয়ে করলেন।

    @মিনহাজুল হক শাওন: যেকোনো ব্লুটুথ ডিভাইস দিয়ে নোকিয়া মোবাইল কানেক্ট করা যায়, নোকিয়া পিসি স্যুট ছাড়াই, ইন্টারনেট এও কানেক্ট করান যায়. দয়া করে একটু বলবেন কীভাবে পিসি স্যুট ছাড়াই ইন্টারনেট এও কানেক্ট করা যায়। আমি অনেক উপকৃত হতাম , একটু বিস্তারিত বললে ভাল হত। ধন্যবাদ

ভাই এটা বহুত পুরোনো টেকনিক। নতুন দিয়ে কম্পিউটারের ব্লুটুথ সেটিংসে যেতে হয় না। আরও সহজে ব্লুটুথ পেয়ারিং করা যায়। আমি এই পদ্ধতিতেই মোবাইল থেকে নেট ইউজ করি।
নতুন কোন পদ্ধতি জানা থাকলে বলেন যেটার সাহায্যে নোকিয়া ছাড়াও অন্যান্য ব্রান্ডের মোবাইলের সাথে কম্পিউটারের ব্লুটথ স্বয়ংক্রিয়ভাবে পেয়ারিং হবে এবং সরাসরি ইন্টারনেট ব্রাউজিং করা যাবে।
অন্য কারো জানা থাকলেও শেয়ার করতে পারেন।

AMAR LAPTOP AR BTUETOOTH KAJ KORE NA …PLZ HELP ME