হালের জনপ্রিয় এবং অন্যতম মেইল সার্ভিস হচ্ছে জিমেইল। আমার মনে হয় আপনাদের সবারই জিমেইলে এ্যাকাউন্ট আছে। প্রতিদিন অন্তত একবার হলেও জিমেইল এ্যাকাউন্টটি চেক করার প্রয়োজন হয়। নতুন কোন মেইল এলো কিনা বা এলেও কি কি মেইল এসেছে, এখন এসব মাত্র এক ক্লিকের দূরত্বে।
ফায়ারফক্সের একটি ফাটাফাটি এ্যাড-অন হলো Gmail Notifier । এটি নতুন কোন মেইল আসলে তৎক্ষণিকভাবে জানিয়ে দিবে এবং সেই সাথে দেখা যাবে কতগুলো মেইল এখনও পড়া হয়নি তার সংখ্যা।
এই লিংক থেকে চমৎকার এবং কাজের এই এক্সটেনশনটি ইনস্টল করে নিন। তারপর ব্রাউজারের স্ট্যাটাসবারের ডানদিকে জিমেইল -এর আইকনে ক্লিক করে নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই দেখাবে ইনবক্সে কতটি নতুন মেইল এসেছে।
আইকনে ক্লিক করেই সরাসরি মেইলে প্রবেশ করা যাবে। প্রতিবার লগইন করার ঝামেলা এড়াতে চাইলে সেটিংস পরিবর্তন করে নিতে হবে। জিমেইলের আইকনে রাইট ক্লিক করে Preferences থেকে এই সেটিংস পরিবর্তন করে নিতে পারবেন। চাইলে এখান থেকে সাউন্ডও যুক্ত করা যাবে, তখন নতুন মেইল এলেই আপনার পছন্দের সুরটি বেজে উঠবে।
আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার পিসিতে উইন্ডোজ এক্সপি ইনষ্টল পর কিছুদিন পর কেমন করে যেন একটি ম্যাসেজ বার বার দেখা দিচ্ছে এমনকি কম্পিউটার ওপেন করার পর মুল স্ক্রিনে You may be a victim of software counterfeiting, This copy of windows did not pass genuine windows validation এর পার্শ্বে একটি Dialog box এ ask for genuine microsoft software প্রদর্শিত হচ্ছে । এই সমস্যা কিভাবে দুর করা যায় এবং ভবিষ্যতে আমার পিসিতে যে ডকুমেন্টসমুহ আছে, তাহা কি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে । বিস্তারিত উত্তর পাইলে খুবই উপকৃত হইতাম । এখানে উল্লেখ্য যে, আমার পিসিতে সি ড্রাইভ ব্যতিত অন্য ড্রাইভগুলোতে যে সমস্ত ডকুমেন্ট আছে তাহা খুবই গুরুত্বপুর্ন ।
হুমম… বেশ কাজের টিউন… ধন্যবাদ আপনাকে।