আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি কোন অ্যাপ ছাড়াই ফ্রি VPN ব্যবহার করবেন।
ভিপিএন ব্যবহার করার জন্য অনেকে প্লে-স্টোর থেকে অনেক ধরনের সফট্ওয়্যার নামিয়ে থাকেন। তার মধ্যে অনেক সফট্ওয়্যার ভালোভাবে কাজ করে না, করলেও প্রচুর এড শো করে, যা বিরক্তিকর।
অথচ আপনার ফোনেই ভিপিএন কানেক্ট করার জন্য একটা অপশন আছে। যাতে কোন ধরনের এড শো করবে না। অনেকে এ সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন।
প্রথমে আপনার ফোনে VPN অপশন টা খুঁজে বের করুন। সাধারনত Settings থেকে More অপশনে গেলেই এটা পেয়ে যাবেন। ভিন্ন মডেলের ফোনের ক্ষেত্রে অন্য কোথাও থাকতে পারে, খুঁজে দেখবেন। আপনার ফোনে সার্চ করার অপশন থাকলে VPN লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। (না ফেলে ফোনের মডেল উল্লেখ করে টিউমেন্ট করুন)।
VPN টা Active করার জন্য কিছু ইনফরমেশন এর ধরকার হবে। এর জন্য আপনাকে http://justfreevpn.com এ সাইটে যেতে হবে। এখানে আপনি ৫, ৬ টা কান্ট্রিতে ফ্রিতে ভিপিএন কান্টেক করতে পারবেন। যে কান্ট্রির ভিপিএন ব্যবহার করতে চান, সে কান্ট্রির Server, username, password কপি করে ফোনের ভিপিএন অপশনে এসে Add VPN network এ Click করে সবকিছু সেট করে সেভ করে দিবেন। এরপর ইউজার নেম এবং পাসওয়াড দিয়ে ভিপিএন টা কানেক্ট করবেন। এর ফলে আপনার লোকেশন, ip Address চেন্জ হয়ে যাবে। (নিচের ভিডিওতে প্রমাণসহ দেখানো হয়েছে)।
Add VPN network এ সবকিছু সেট করতে সমস্যা হলে বা যদি না বুঝে থাকেন, তবে নিচের ভিডিওটি দেখুন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে এই পর্যন্ত, পরের টিউনে আবার দেখা হবে।
আমি রিয়াদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।