প্রোগ্রামিংভাবে বদলে ফেলুন Xp-র আইকন; হয়ে যান প্রোগামার (১ম টিউন)

উৎসর্গ-  প্রবাসী ভাইকে
-  যার বড় মন আমাকে টিউন করতে উৎসাহিত করেছে ।

কম্পিউটারকে সাজাতে কতই না সফটওয়্যার ব্যবহার হয় ; অনেকে থিম ইনস্টল করে আবার কম্পিউটার স্লো করে ফেলে । আজ আপনাদেরকে এমন এক পদ্ধতি শেখাবো যাতে করে আপনারা Windows Xp-র Shell Extension কেই বদলিয়ে ফেলতে পারবেন । আর তা হলে সকল আইকন হবে আপনার পছন্দ মতো-এমনকি আপনার যে কোন ছবি Operating System-এর আইকনে সংযোজন করতে পারবেন ।
সর্বপ্রথমে এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিন যা প্রয়োজনীয় উপকরণ –

Portable Microangelo Toolset
Any2Icon
Replacer
এবার কার্যপ্রণালী শুরু

ক) C:\WINDOWS থেকে explorer.exe কপি করুন ।
C:\WINDOWS\system32 থেকে নিম্নোক্ত ফাইলগুলো কপি করুন-
msgina.dll
mydocs.dll
shell32.dll
xpsp2res.dll
অথবা আমার সম্পাদনকৃত ফাইল ডাউনলোড করুন এখান থেকে
তাহলে আপনার GUI এমন হতে পারে-

খ) আইকনের জন্য পছন্দের ছবিসমূহ নির্বাচন করুন এবং তা একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন ।
গ) Any2Icon সফটওয়্যারটি ওপেন করে ইমেজ যুক্ত করুন এবং Next চাপুন ; নিচের মতো করে সেটিংস দিন ।

এভাবে সকল আইকন তৈরী করুন ।

ঘ) Portable Microangelo Toolset থেকে Microangelo Librarian ওপেন করুন ।
ঙ) এর File থেকে Open-এ গিয়ে .dll অথবা .exe ওপেন করুন ; নিচের মতো সেটিংস দিন ।

চ) যে আইকন পরিবর্তন করতে চান তাতে রাইট ক্লিক করে Replace Icon Images... এ যান

(বি:দ্র: মাঝে মাঝে Replace Custom এর সময় fail দেখায় তখন (Destination Size)-এর দরকার হতে পারে বা অন্য কিছু চাইতে পারে, দিয়ে দিন । যেমন –

কারণ সেটিংস-এ True Color (24 bits) টিক দেয়া ছিল না । উপরে Any2Icon -এর সেটিংস দেখুন ।) আইকন পরিবর্তন করার পর ফাইলটি সেভ করতে Close বাটনে ক্লিক করুন;  yes/no চাইবে-yes দিন ।

ছ) একে একে অন্য চারটি ফাইল Open করুন এবং ঐভাবে Edit করুন ।

জ) কম্পিউটার Safe mode এ Restart করুন ।

ঝ) Replacer সফটওয়্যারটি Open করে, C:\WINDOWS থেকে explorer.exe টেনে এনে এর উপরে ছেড়ে দিন এবং Enter চাপুন । এবারে আপনার Edit কৃত explorer.exe টেনে এনে এর উপরে ছেড়ে দিন এবং Enter চাপুন; Yes/No চাইবে, কী-বোর্ড থেকে Y চাপুন । আবার Enter চাপুন

ঞ) এভাবে বাকী চারটি .dll ফাইল একে একে C:\WINDOWS\system32 থেকে টেনে এনে এর উপরে ছেড়ে দিন এবং উপরের মতো কাজ করুন । সবশেষে একবার Xp theme চেঞ্জ করে কম্পিউটার Restart করুন ।

Vista/Win7/Ubuntu/Linux/Mac এ কাজ করে কিনা জানিনা । কমেন্টে এসব ব্যবহারকারীরা আমাকে জানাবেন কাজ করেছে কি-না ? কমেন্ট করতে আলসেমি করবেন না ; আমি লিখতে আলসেমি করি নি ।কৌতুক পড়তে আগ্রহী হলে আমার এ Website থেকে ঘুরে আসতে পারেন weclicks.blogspot.com

Level 0

আমি তানজামিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

my name is Khan & i am not a terrorist...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন টিউন

    আপনি ট্রাই করেছেন তাহলে ? কোন অপারেটিং সিষ্টেম ব্যবহার করেন ?

আরে দোস্ত তুমি! তুমি তো দারুন দেখালে, দারুন টিউন। চালিয়ে যাও………….

    বন্ধুর কাছ থেকে এমন কমেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার ।

THANK U

ভাল টিউন। ধন্যবাদ।

নতুন নিয়ম শিখলাম। তবে আমি একটি ছোট সফটওয়্যারের সাহায্যে উইন্ডোজের প্রায় সব কিছুই কাসটোমাইজ করতে পারি। তাই এই সফটওয়্যারটি আমার কাছে খুব ভাল লাগে কারো দরকার হলে এখান থেকে নামিয়ে নেবেন। ডাউনলোড লিংক http://www.4shared.com/file/BWEB4QcT/Auslogics_Visual_Style_3115_Pi.htm
আর একটি কথা এই সফটওয়্যারটিকে পোটেবুল করা যায়। ফলে এটি সেটাপ দেওয়া থেকেও রেহাই পেতে পারেন। আর পোর্টেবুল করার সফওয়্যার নিয়ে টেকটিউনসেই একটি টিউন আছে এখানে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/48099/

এখন শুধু আয়কোন নয় আইকোন ছাড়াও স্টার্টাস বার, বুট স্কিন, আইকোন সাইজ, আইকোন সটকার্ট চিহ্ন উঠানো ইত্যাদি কাজ করতে পারবেন।

    জানি ভাই- স্টার্টাস বার, বুট স্কিন চেঞ্জ করা যায় । পোষ্টটা যেহেতু আইকন নিয়ে তাই ওসব লিখিনি, আমার সম্পাদনকৃত ফাইল ডাউনলোড করুন, তাতে সব চেঞ্জ করা আছে । ধন্যবাদ …

    স্টার্টাস বার, বুট স্কিন চেঞ্জ করতে Reshacker ব্যবহার করুন

ভালো লাগল।

Level 0

বড়ই ভালো লাইগলো দাদা…………ঃডি