উৎসর্গ- প্রবাসী ভাইকে
- যার বড় মন আমাকে টিউন করতে উৎসাহিত করেছে ।
কম্পিউটারকে সাজাতে কতই না সফটওয়্যার ব্যবহার হয় ; অনেকে থিম ইনস্টল করে আবার কম্পিউটার স্লো করে ফেলে । আজ আপনাদেরকে এমন এক পদ্ধতি শেখাবো যাতে করে আপনারা Windows Xp-র Shell Extension কেই বদলিয়ে ফেলতে পারবেন । আর তা হলে সকল আইকন হবে আপনার পছন্দ মতো-এমনকি আপনার যে কোন ছবি Operating System-এর আইকনে সংযোজন করতে পারবেন ।
সর্বপ্রথমে এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিন যা প্রয়োজনীয় উপকরণ –
Portable Microangelo Toolset
Any2Icon
Replacer
এবার কার্যপ্রণালী শুরু
ক) C:\WINDOWS থেকে explorer.exe কপি করুন ।
C:\WINDOWS\system32 থেকে নিম্নোক্ত ফাইলগুলো কপি করুন-
msgina.dll
mydocs.dll
shell32.dll
xpsp2res.dll
অথবা আমার সম্পাদনকৃত ফাইল ডাউনলোড করুন এখান থেকে
তাহলে আপনার GUI এমন হতে পারে-
খ) আইকনের জন্য পছন্দের ছবিসমূহ নির্বাচন করুন এবং তা একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন ।
গ) Any2Icon সফটওয়্যারটি ওপেন করে ইমেজ যুক্ত করুন এবং Next চাপুন ; নিচের মতো করে সেটিংস দিন ।
এভাবে সকল আইকন তৈরী করুন ।
ঘ) Portable Microangelo Toolset থেকে Microangelo Librarian ওপেন করুন ।
ঙ) এর File থেকে Open-এ গিয়ে .dll অথবা .exe ওপেন করুন ; নিচের মতো সেটিংস দিন ।
চ) যে আইকন পরিবর্তন করতে চান তাতে রাইট ক্লিক করে Replace Icon Images... এ যান
(বি:দ্র: মাঝে মাঝে Replace Custom এর সময় fail দেখায় তখন (Destination Size)-এর দরকার হতে পারে বা অন্য কিছু চাইতে পারে, দিয়ে দিন । যেমন –
কারণ সেটিংস-এ True Color (24 bits) টিক দেয়া ছিল না । উপরে Any2Icon -এর সেটিংস দেখুন ।) আইকন পরিবর্তন করার পর ফাইলটি সেভ করতে Close বাটনে ক্লিক করুন; yes/no চাইবে-yes দিন ।
ছ) একে একে অন্য চারটি ফাইল Open করুন এবং ঐভাবে Edit করুন ।
জ) কম্পিউটার Safe mode এ Restart করুন ।
ঝ) Replacer সফটওয়্যারটি Open করে, C:\WINDOWS থেকে explorer.exe টেনে এনে এর উপরে ছেড়ে দিন এবং Enter চাপুন । এবারে আপনার Edit কৃত explorer.exe টেনে এনে এর উপরে ছেড়ে দিন এবং Enter চাপুন; Yes/No চাইবে, কী-বোর্ড থেকে Y চাপুন । আবার Enter চাপুন
ঞ) এভাবে বাকী চারটি .dll ফাইল একে একে C:\WINDOWS\system32 থেকে টেনে এনে এর উপরে ছেড়ে দিন এবং উপরের মতো কাজ করুন । সবশেষে একবার Xp theme চেঞ্জ করে কম্পিউটার Restart করুন ।
Vista/Win7/Ubuntu/Linux/Mac এ কাজ করে কিনা জানিনা । কমেন্টে এসব ব্যবহারকারীরা আমাকে জানাবেন কাজ করেছে কি-না ? কমেন্ট করতে আলসেমি করবেন না ; আমি লিখতে আলসেমি করি নি ।কৌতুক পড়তে আগ্রহী হলে আমার এ Website থেকে ঘুরে আসতে পারেন weclicks.blogspot.com
আমি তানজামিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
my name is Khan & i am not a terrorist...
দারুন টিউন