আমরা তো অনেকই ফায়ারফক্স ব্যবহার করি।
আমাদের দেশে বেশিরভাগ ব্যবহার করে IE - Internet Explorer
কিন্তু যারা কম্পিউটার সম্পর্কে একটু ভাল ধারনা রাখেন তারা বেশিরভাগ আমরা ফায়ারফক্স ব্যবহার করি।
কিন্তু উন্নত দেশে বেশিরভাগ এ ব্যবহার করে ধাকেন গুগল chrome.
প্রথমেই যারা ফায়ারফক্স সম্পর্কে ভাল ধারনা রাখেন না তাদের বলি।
ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার। যেমন আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন ঠিক
সেরকম। কিন্তু ফায়ারফক্স উন্নত ওয়েব ব্রাউজার।
মনে হচ্ছে বিষয় টা বুঝানর জন্য অনেক গভীর এ যাওয়া প্রয়োজন।
আমাদের কেন উন্নত ওয়েব ব্রাউজার দরকার । ইন্টারনেট এক্সপ্লোরার এর প্রবলেম কি ?
তার ও আগে জানার প্রয়োজন বোধ করলাম ব্রাউজার কি?
ব্রাউজার এর মেইন কাজ হল present করা। আপনার request এ সারভার ওয়েব content present করে।
ব্রাউজার এর কিছু এক্সটেন্সান হল >>> এইচটিএমএল, পিডিএফ, পিএইচপি,ফ্ল্যাশ, এক্সএমএল, asp, এবং আর অনেক।
সাধারনত ওয়েব ব্রাউজার compatiable language হল CSS2.0 HTML 4.1
এখন ধিরে ধিরে CSS 3.0 and HTML 5.0 অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে।
কিন্তু এখনও অনেক ওয়েব ব্রাউজার এ এই ল্যাঙ্গুয়েজ er web content show করতে পারে না।
তো বুঝতেই পারছেন কেন modern web browser দরকার।
Download Link of Firefox :
http://www.mozilla.com/products/download.html?product=firefox-4.0&os=win&lang=en-GB
এখন মেইন বিশয়ে আসব। ফায়ারফক্স এর কিছু অ্যাপ্লিকেশান ও কিছু tricks।
আমি বেশি কিছু জানি না। যা জানি তা ই জানাব। কার যদি বেশি কিছু জানানোর থাকে কমেন্ট এ অ্যাড করে দিবেন দয়া করে।
আপনারা নিচের ভিডিও দেখলেই পারবেন। কিন্তু সাবধান non-expert রা try korben na.
he e আপনার কম্পিউটার এর কোন harm হবে না। কিন্তু ভুল কাজ করলে মাশুল তো আপনাকে গুনতেই হবে। আপনার ফায়ারফক্স crash করতে পারে।
করলে just unistall and setup again.
Video Link : http://www.youtube.com/watch?v=OFn-2HFtMTc
http://www.getpersonas.com/en-US/gallery/All/Popular/1
যেটা লাইক করবেন তার "wear it" ক্লিক করুন।
শেষ। আপনি এখন এক্তা cool theme ব্যবহার করছেন। ঠিক স্ক্রীন শট এর মত।
আপনারা অনেকেই হয়তো ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন ভিডিও ডাউনলোড করবার জন্য।
কিন্তু তা মাঝে মাঝেই প্রবলেম করে ফেলে। may be after one month.
আমি ব্যবহার করি না তাই ধারনা নেই 😛
https://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloadhelper/
এই অ্যাড অন টা ইন্সটল করে নিন। আপনার সাব ঝামেলা শেষ। শুধু ইউটিউব কেন ফাচেবুক,ভিমেও হুলু সব কিছুএ ডাউনলোড হবে। 🙂
আপনার এড্রেস বার এর বাম দিকে একটা আইকন অ্যাড হবে। টা দারা খুব সহজেই আপনার কাজ হয়ে যাবে।
fireshot নামে একটা ফায়ারফক্স এ অ্যাড অন আছে। ইন্সটল করে নিন।
https://addons.mozilla.org/en-us/firefox/addon/fireshot/
দেখবেন ফায়ারফক্স এর রাইট এ সার্চ বক্স এর ডান দিকেই একটা "S" নামে আইকন থাকবে। ক্লিক করুন। আপনার কাজ শেষ। ফাইল টা সেভ করে নিন।
একটা এফটিপি ম্যানেজমেন্ট সারভার।
আপনার যারা ওয়েব ডিজাইনার তাদের কাজ এ আসবে।
https://addons.mozilla.org/en-us/firefox/addon/fireftp/
যা সম্পর্কে না বললেই নয়। যারা ওয়েব ডিজাইন করেন তাদের দরকার।
এ দিয়ে আপনি খুব সহজেই আপনার ওয়েব সাইট এর ভুল অথবা অন্য কার কাজ শিখে নিতে পারবেন। আপনি এটাকে চশমা ও বলতে পারেন।
https://addons.mozilla.org/en-us/firefox/addon/firebug/
only যারা আমাযন সারভার এর সাথে পরিচিত তাদের জন্য
https://addons.mozilla.org/en-US/firefox/addon/amazon-s3-organizers3fox/
আপনার বিশাল আকার ফাইল খুব সহজেই হোসট করে নিতে পারবেন।
http://www.fmtvindia.blogspot.com/
এটা ভাই টিভি টুলবার। আখের entertainment bhi joruri hain 😀
---------------------------------
এখন ফায়ারফক্স এর আসলে আর অনেক জটিল জটিল অ্যাপ্লিকেশান আছে। কিন্তু আমি mainly এই কয়টাই রান করাচ্ছি।
আপনি আপনার পছন্দ মত সার্চ দিয়ে বের করতে পারেন।
আমার জানা মতে যারা SEO করেন তাদের কাজের অনেক অ্যাড অন ই আছে। দয়া করে কেউ ভাল কিছু পেলে কমেন্ট করে লিঙ্ক টা দিয়ে দিবেন।
আমি কিছু লিঙ্ক দিয়ে দিলাম 🙂
https://addons.mozilla.org/en-US/firefox/addon/seo-toolbar-13927/
https://addons.mozilla.org/en-US/firefox/addon/foxy-seo-tool/
https://addons.mozilla.org/en-US/firefox/addon/seo-profesional-toolbar/
https://addons.mozilla.org/en-US/firefox/addon/whoisdomain-all-in-one-site/
Enjoy them!
ভুল হলে মাফ করবেন। প্রবলেম হলে মেইল করবেন কিন্তু reply এর আশা না করাটাই ভাল 🙂
Regards
Priam
admin@joomexperts.com
আমি priamcse। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Priam Talukder
ধন্যবাদ আপনাকে কাজে লাগবে। আমাকে কি বলতে পারবেন ফায়ারফক্স 4-এ কি এ- ভাবে সেভমুডে বন্ধ করা যায়? এর আগের version হত।