আশাকরি আপনারা ভাল আছেন। আমি একটি টিউন করেছিলাম Pubg Lite গেমটি নিয়ে। সেখানে আপনারা অনেকেই.xapk টি install করতে পারেন নি। আপনাদের জন্যই মূলত পোষ্টটি করা। এছাড়া যারা জানেন না তাদেরও Help হবে। চলুন শুরু করা যাক—>
১)প্রথমে আপনার কাংখিত.xapk ফরম্যাটের ফাইলটি ডাউনলোড করুন। আমি pubg lite ফাইলটি ইউস করে দেখাব।
২)যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে ফাইলটিকে এই নামে Rename করুন “আপনার ফাইলের নাম.zip”। মানে যদি আপনার ফাইলের নাম হয় ” Pubg-Lite.xapk” তাহলে সেটার rename করে হবে “Pubg-Lite.zip”।
৩)তারপর zip ফাইলটি extract করুন। সেখানে একটি.apk ফাইল পাবেন। .apk ফাইলটি Install করুন।
৪)এখন Extract যেখানে করছিলেন সেখানে Android folder আছে। ওটায় প্রবেশ করে Obb ফোল্ডারে প্রবেশ করুন তারপর যে ফাইলটা পাবেন সেটা Copy করে আপনার Internal Storage>Android>Obb>এখানে Paste করে দিন। Replace করার permission চাইলে replace করে দিন
তারপর obb folder পাবেন সেটায় প্রবেশ করলে একটি ফোল্ডার পাবেন ওটা Copy করুন।
আপনার phone memory এর Android folder এ প্রবেশ করুন।
তারপর Obb Folder টিতে প্রবেশ করে Paste করে দিন।
ব্যাস কাজ শেষ! এখন App টি Open করুন। দেখবেন গেম Start হবে!
আমার গেম চলছে। আপনাদেরও চলবে। কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। পোষ্টটি লেখতে যত কষ্ট হয়েছে লাইক দিতে কিন্তু ততটা কষ্ট হয় না। তাই এই পোষ্টটি দ্বারা আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে একটু লাইক দিয়েন। আল্লাহ হাফেজ!
আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।