আসসালামু আলাইকুম।
আসাকরি আপনারা সকলে ভাল আছেন। আজকে আমি আপনাদের যে সপ্টারের সাথে পরিচয় করিয়ে দিব সেই সপ্টারটি দিয়ে খুব সহজে আপনি আপনার ব্যক্তিগত ফাইল photo এর ভিতরে লকুয়ে রাখতে পারভেন । প্রথমে সপ্টারটি এখান থকে ডাউনলেড করে নিন
সপ্টারটি অপেন করেন এবং Picture এ ক্লক করে এবং picture সিলেট করুন
তারপর Compressed File এ ক্লিক করে Compressed File ফাইল এবং ফোল্ডা সিলেক্ট করুন
তারপর Output Picture এ ক্লিক করে সেব করুন।
এভার সেভ ফাইলে ক্লিক করে দেখেন এটি একটি পিকচার যেটি আপনে সিলেট করেছেন সেটি।
এভোর ফাই উদ্দার করার পালা
আপনার ফাইলগুনো খুজে ভের করতে সেভ করা picture এর উপর right click করুন । তারপর open with এ ক্লিক করে win rar সিলেক্ট করুন বাস কাজ শেষ।
সবাই ভাল থাকবেন আর হ্যা অব্শ্যই কমেন্ট করবেন।
আমি sagorsorkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কিছু কথা বলি কিছু মনে করবেন না। টিটিকে ভালবাসি বলেই কাথাগুলো বলছি। টউন করার আগে একটু শেখার চেষ্টা করেন। টউন করা কোনো প্রতিযোগিতা না… যেমনটি আপনি করছেন… আশা করি বুজতে পেরেছেন।